44th Bcs Preliminary Preparation ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

Описание к видео 44th Bcs Preliminary Preparation ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

44th Bcs Preliminary Preparation ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি, বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি, 44th BCS Exam Date, BCS EXAM Result, Bcs Course, Bcs exam prostuti,


★ পরীক্ষার হলে আপনি কি নার্ভাস হয়ে ভুল দাগিয়ে আসেন, অথচ হল থেকে বের হওয়ার পর মনে পড়ে যে সঠিক উত্তর তো অন্যটা ছিল?

★ পরীক্ষার আগের দিনগুলোতে কি নার্ভাস হয়ে পড়েন?

★পরীক্ষার হলে MCQ দাগাতে গিয়ে কি দুটি অপশনের ভেতর Confused হয়ে যান?

★ অনেক পড়ছেন কিন্তু মনে রাখতে পারছেন না, এমনটা হচ্ছে?

★ অনেক পড়ে গিয়েও পরীক্ষায় আশানুরূপ ফল পাচ্ছেন না?

★ পরিবার, পরিবেশ ও বন্ধুবান্ধবের চাপে আপনি কি পড়ালেখা ঠিকমত করতে পারছেন না?

★ অল্প সময় হাতে রয়েছে, এমতাবস্থায় চান্স পাবেন কিনা সে বিষয়ে সংশয়ে রয়েছেন?

★ প্রস্তুতি যথাযথভাবে নিয়েছেন, তবুও প্রিলি পাশটা নিশ্চিত করতে চান?

★ পরীক্ষার হলে মানসিক চাপের কারনে OMR Sheet বাতিল যাতে না হয়ে যায়, তা নিশ্চিত করতে চান?

এসব নিয়ে দুশ্চিন্তার সমাধান ও কার্যকরী ১০০+
Psychological প্যাটার্ন পাবেন যা ব্যবহার করে আমি এবং আমার অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। চাকুরীর পরীক্ষায়ও এ প্রযুক্তি অবশ্যই কাজ করবে।

এই কোর্সটি আসলে ৩ টি কোর্সের সমন্বয়, যারা ইনশাআল্লাহ যত দ্রুততম সময়ে ভর্তি হবেন, তারা তত বেশি ভালো রেজাল্ট পাবেন৷

কোর্সটিতে Admit হওয়া প্রত্যেকটা শিক্ষার্থী অনেক বেশি উপকৃত হয়েছে। এখন পর্যন্ত মেডিকেল, বুয়েট, RUET ঢাবি, GST, ও জাবিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী সফল হয়েছে৷ BUP তে আমার ৬ জনের ভেতর ৩ জনই চান্স পেয়েছে( ৫জন ভাইভা পর্যন্ত গিয়েছিল) । আমি হল সাইকোলজির সফল প্রয়োগের ফলে আশাতীত ফল পেয়েছি। আর তাই কোর্সটি সামনে আরো মূল্যবান হবে। কারণ এমন শিক্ষার্থীকে আমি চান্স পাওয়াতে পেরেছি যে, কোনক্রমেই Hall Psychology না শিখালে চান্স পেত না। আল্লাহর কসম, আমি Psychology নিয়ে দীর্ঘদিন লেগে ছিলাম, স্বপ্নেও ভাবিনি আমি আমার প্রথম সফল স্টুডেন্ট ইসরাত তামান্নাকে চান্স পাওয়াতে পারব৷ ওর Psychological Weakness ভীষণ খারাপ ছিল। ও পরীক্ষার হলে গিয়েই যত ঝামেলা করত৷ আমার কাউন্সেলিং এই ওর চান্স হল।

Hall Psychology Course
3 Core Courses Combined

( i) Exam day psychology
( ii) Exam Perception Psychology
( iii) Study Concentration

Full Course Fee:- 9.7 K

Contact at Whatsapp: 01782030470

এই পরীক্ষাটিই হতে পারে আপনার জীবনের শেষ পরীক্ষা, পরে আপশোশ করে আর লাভ হবে না। তাই সর্বোচ্চ প্রস্তুতিটা নিন।

Комментарии

Информация по комментариям в разработке