সব্জি বীজের ১০০ % গ্যারেন্টি চারা তৈরীর পদ্ধতি

Описание к видео সব্জি বীজের ১০০ % গ্যারেন্টি চারা তৈরীর পদ্ধতি

বীজ বপন করে তা থেকে চারা গাছ তৈরি করার আনন্দই আলাদা।আপনি যখন নিজে সেই কাজে যুক্ত থাকবেন অর্থাৎ একটি বীজ থেকে অঙ্কুর উৎপাদন করতে সফল হবেন তখন আপনার মধ্যে খেলে যাবে এক ঐস্বর্গীক আনন্দ।

শুধু গাছ প্রেমীরা নন অনভিজ্ঞ হাতেও বীজ থেকে চারা উৎপাদন করতে পারবেন খুব সহজে।

চার রকম সব্জি বীজ নিয়ে (উচ্ছে, হোপা,শসা,বরবটি)সেই বীজ গুলিকে পটাসিয়াম পার ম্যাঙ্গা নেট দিয়ে শোধন করে একরাত ভিজিয়ে রেখে পরেরদিন সেগুলিকে টিসু পেপার দিয়ে ঢাকা দিয়ে একরাত রেখে দিতে হবে।

পরের দিন সকালে অঙ্কুর বেরিয়ে যাবে।যে অঙ্কুর গুলি খুব ছোট আছে সেগুলি কে পুনরায় টিসু পেপার দিয়ে ঢাকা দিয়ে জল ছিটিয়ে দিতে হবে।

আর যে অঙ্কুর গুলি বড় হয়ে গেছে সেগুলো মাটিতে বসিয়ে দিতে হবে।

চারা বড় হলে অন্য টবে প্রতিস্থাপন করতে হবে ও উপযুক্ত যত্ন নিতে হবে যা আমরা আমাদের পরের ভিডিও টি তে সবিস্তারে দেখাবো।

সব্জি বীজ সহজে হাতে পাবার জন্য ক্লিক করুন এই লিঙ্কে
https://amzn.to/3rcQU4Y
https://amzn.to/2KnmpZf

ফুলের বীজ পেতে ক্লিক করুন

https://amzn.to/3rcSDHu

Комментарии

Информация по комментариям в разработке