চাকরির ইন্টারভিউতে বেতন নিয়ে কীভাবে কথা বলবেন? Bijoy TV

Описание к видео চাকরির ইন্টারভিউতে বেতন নিয়ে কীভাবে কথা বলবেন? Bijoy TV

চাকরির ইন্টারভিউ,চাকরির ইন্টারভিউ দেওয়ার কৌশল,চাকরির ইন্টারভিউ প্রশ্ন উত্তর,কিভাবে ইন্টারভিউ দিতে হয়,ইন্টারভিউ,চাকরির ইন্টারভিউ বেতন,চাকরির বেতন,ইন্টারভিউ প্রস্তুতি,ইংরেজিতে বেতন নিয়ে কথা,যে ১০টি কথা বলা যাবে না ইন্টারভিউতে,চাকরির ইন্টারভিউ আরবিতে,চাকরির ইন্টারভিউ টিপস,চাকরির ইন্টারভিউ প্রশ্ন,চাকরির ইন্টারভিউর প্রশ্ন উত্তর,চাকরির ইন্টারভিউ এর প্রশ্ন,চাকুরির ইন্টারভিউ টিপস,চাকরিতে কত বেতন চাইবেন,চাকরির সাক্ষাৎকার, চাকরির ইন্টারভিউতে বেতন নিয়ে কীভাবে কথা বলবেন, চাকরির ইন্টারভিউতে বেতন নিয়ে কথা বলবেন কীভাবে,


দিনকে দিন চাকরির বাজার হয়ে চলেছে আরোও বেশি প্রতিযোগিতাপূর্ণ। এখানে মাত্র একটি পদের বিপরীতে আবেদন করেন অসংখ্যজন চাকরি প্রার্থী। চাকরির বাজারে চাকরি পাওয়াটাই যেন মুখ্য। বর্তমানে তাই অনেক সময়ই বেতন নিয়ে আলোচনা করার তেমন সুযোগই থাকে না। যার ফলে ইন্টারভিউ দিতে এসে বেতন নিয়ে আলোচনা করা প্রার্থীর সংখ্যা তেমন থাকে না বললেই চলে। অধিকাংশ চাকরিপ্রার্থীই বেতন নিয়ে আলোচনা করতে গিয়ে চাকরিটাই হাতছাড়া হবার ভয়ে থাকেন। অথচ এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই ভয় এড়িয়ে বেতন নিয়ে কার্যকরি আলোচনা করবেন।

প্রথমেই চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার আগে আপনাকে সেই প্রতিষ্ঠান সম্পর্কে ভালো করে খোঁজখবর নিতে হবে। যে পদের জন্য আবেদন করেছেন, তা আগে ভালো করে বুঝে নেবার চেষ্টা করুন। সেখানে আপনার কী কাজ, কতখানি দায়িত্বপালন করতে হবে, এবং প্রতিষ্ঠানটির বেতন কাঠামো কেমন সেসব সম্পর্কে জানুন। এতে করে প্রতিষ্ঠানটি সম্পর্কে একটা সামগ্রিক ধারণা পেয়ে যাবেন।

এরপর নিজের মূল্য অনুধাবনের চেষ্টা করুন। আপনার বেতন কত হওয়া উচিত, এ বিষয়ে কতটা দক্ষ আপনি, আপনার কাজের সেক্টরের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা পরিষ্কারভাবে জানুন। এসব তথ্যই আপনার বেতন নির্ধারণে ভূমিকা রাখবে।

মনে রাখবেন আপনাকে সর্বদা অনাকাঙ্ক্ষিত বেতন বলার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কেননা অতিরিক্ত বেতন চাইলে অনেকাংশ সময়েই হিতে বিপরীত হতে পারে। অন্যদিকে কম বেতন চেয়ে ফেললে তা আপনাকে পরবর্তীতে গোটা কর্মজীবনেই ভোগাবে। এ জন্য পারতপক্ষে সুনির্দিষ্ট বেতনের সংখ্যা বলা থেকে বিরত থাকুন। মনে রাখবেন বেতন নিয়ে আলোচনার সময় অবশ্যই আপনাকে আত্মবিশ্বাসী থাকতে হবে।

এছাড়াও ইন্টারভিউতে আলোচনার সময় বেতন ছাড়াও আরোও কিছু বিষয় পরিষ্কার করে নিতে হবে। যেমন বেতনের বাইরে কী কী সুবিধা আছে অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি, উৎসব ভাতা, যোগাযোগ ভাতা, বীমাসুবিধা ইত্যাদি।



copyright © A BIJOY TV Production-2023

সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook:   / bijoytvlimited  
Youtube:    / bijoytvofficial  

Комментарии

Информация по комментариям в разработке