ডান হাত ঝিন ঝিন,অবশ অবশভাব কেন হয়│ঘুমের মধ্যে হাত ঝিন ঝিন,অবশ অবশভাবের চিকিৎসা ও ব্যায়াম বা ফিজিওথেরাপি /hat jhin jhin kora / হাত ঝিন ঝিন করার ব্যয়াম
ভিশন ফিজিওথেরাপি সেন্টার ২০১৩ সাল থেকে ঢাকায় উত্তরায় সেবা দান শুরু করে । ২০২২ সালে ঢাকা বনানীতে সেবা শুরু করে । বর্তমানে উত্তরা এবং বনানীতে অত্যাধুনিক চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে আছে ।
ভিশন ফিজিওথেরাপি সেন্টারে আপনি কেন আসবেন ?
বিভিন্ন ধরনের ব্যথা যেমন- কোমর ব্যথা , হাঁটু ব্যথা , ঘাড়ে ব্যথা এবং বাত ব্যথার জন্য রয়েছে আলাদা আলাদা স্পেশাল ইউনিট।
স্ট্রোক , জিবিএস , হেড ইনজুরি , পারকিনসন ডিজিজ সহ নিউরোলজিক্যাল সমস্যা গুলোর জন্য অত্যাধুনিক বিজ্ঞান সম্মত মেশিন এবং হাইলি এক্সপার্ট ফিজিওথেরাপিস্টের সমন্বয়ে স্পেশাল নিউরো রিহ্যাব ইউনিট রয়েছে । আপনি বাসায় বসে নিউরো রিহ্যাব ফিজিওথেরাপি সেবা নিতে পারবেন সহজেই । বাসায় নেওয়ার মত সব ধরনের পোর্টেবল মেশিন আমাদের হোম কেয়ার ইউনিটে রয়েছে ।
মহিলাদের জন্য স্পেশাল চিকিৎসা ব্যবস্থা রয়েছে বিশেষ করে মহিলাদের ঘন ঘন প্রস্রাব সমস্যা , প্রস্রাব ধরে রাখতে না পারা , সিজার পরবর্তী কোমর ব্যথার জন্য মহিলা এক্সপার্ট থেরাপিস্ট এবং অত্যাধুনিক ডিভাইস সমৃদ্ধ পেল্ভিক কেয়ার ইউনিট ।
এছাড়া পুরুষদের সমস্যা যেমন প্র-স্টেট সমস্যা , ই-রেক-টাইল ডিস-ফাংশন এবং দ্রুত বীর্য-পাত সমস্যার জন্য আমাদের রয়েছে অত্যাধুনিক ডিভাইস সমৃদ্ধ বিশেষায়িত পেলভিক কেয়ার ইউনিট ।
যেখানে আপনি পাবেন বিশ্বমানের চিকিৎসা পাওয়ার শতভাগ নিশ্চয়তা ।
আমদের চিকিৎসা পদ্ধতি সমূহ -
১। ম্যানুয়াল থেরাপি
২। থেরাপিউটিক এক্সারসাইজ
৩। শকওয়েভ থেরাপি
৪। ইলেক্ট্রো আকুপাংচার
৫। লেজার থেরাপি
৬। ক্রায়ো থেরাপি
৭। ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি
৮। পেল্ভিক চেয়ার স্টিমুলেশন
৯ । সব ধরনের ইলেট্রোথেরাপি
পরিচালনায়ঃ
ডাঃ সাইফুল ইসলাম ,পিটি
বিপিটি ( ঢাবি - সিআরপি ), এমপিটি (অর্থো )
ভিশন ফিজিওথেরাপি সেন্টার
বনানী শাখা
হাউজ ১১৯, (লিফটের ৪ ), রোড ১,চেয়ারম্যান বাড়ী, বনানী, ঢাকা ।
বনানী ক্লাবের পশ্চিম পাশে।
এপয়েনম্যান্ট :01710-850563
উত্তরা শাখা
হাউজ ৪২ ,
লেক ড্রাইভ রোড ,
সেক্টর ৭ , উত্তরা , ঢাকা ।
এপয়েনম্যান্ট:01932797229
ডান হাত ঝিন ঝিন,অবশ অবশভাব কেন হয়│ঘুমের মধ্যে হাত ঝিন ঝিন,অবশ অবশভাবের চিকিৎসা ও ব্যায়াম বা ফিজিওথেরাপি
হাত ঝিন ঝিন, হাত ঝিন ঝিন করার ব্যয়াম, হাত ঝিন ঝিন করলে কি করবেন, হাত ঝিন ঝিন এর ফিজিওথেরাপি, হাতের আঙ্গুলে ঝিন ঝিন ভার ভার, ঘুমের মধ্যে হাত অবশ, হাতের তালু ঝিনঝিন, কারপাল টানেল সিনড্রোম, কারপাল টানেল সিনড্রোম কর্মজীবীদেরই বেশি হয়।
bangla health,hate obosh vab,হাতে ঝি ঝি ধরা,হাতে অবশ ভাব,হাতে ব্যথা,hat betha komanor upay,ডান হাত ঝিন ঝিন করে,ঝিনঝিন দূর করার সহজ চিকিৎসা,শরীর ঝিমঝিম করার কারণ কি,হাতের মাংসপেশীতে ব্যথা,ঝিনঝিন সমস্যার কারন / hat jhin jhin kora / হাত ঝিন ঝিন করার ব্যয়াম
Информация по комментариям в разработке