Ami kothai pabo tare//আমি কোথায় পাব তারে //Rupankar Bagchi

Описание к видео Ami kothai pabo tare//আমি কোথায় পাব তারে //Rupankar Bagchi

আমি কোথায় পাব তারে, আমার মনের মানুষ যেরে॥ হারায়ে সেই মানুষে তার উদ্দেশে দেশ বিদেশে,আমি দেশ বিদেশে বেড়াই ঘুরে। কোথায় পাব তারে আমার মনের মানুষ যেরে। লাগি সেই হৃদয় শশী সদা প্রাণ হয় উদাসী, পেলে মন হত খুশী, দিবা নিশি দেখিতাম নয়ন ভরে। আমি প্রেমানলে মরছি জ্বলে, নিভাই কেমনকরে, মরি হায়, হায় রে- আমি প্রেমানলে মরছি জ্বলে, নিভাই কেমনকরে, ও তার বিচ্ছেদে প্রাণ কেমন করে, বিচ্ছেদে প্রাণকেমন করে দেখ না তোরা হৃদয়ে সে, দেখ না তোরা হৃদয়চিরে। কোথায় পাব তারে আমার মনের মানুষ যেরে। দিব তার তুলনা কি যার প্রেমে জগত্ সুখী, হেরিলে জুড়ায় আঁখি, সামান্যে কি দেখিতে পারে তারে। তারে যে দেখেছে সেই মজেছে ছাই দিয়ে সংসারে, মরি হায়, হায় রে- তারে যে দেখেছে সেই মজেছে ছাই দিয়ে সংসারে, ও সে না জানি কি কুহক জানে, না জানি কিকুহক জানে অলক্ষে মন চুরি করে, কটাক্ষে মন চুরি করে। কোথায় পাব তারে আমার মনের মানুষ যেরে। কুল মান সব গেল রে তবু না পেলাম তারে প্রেমের লেশ নাই অন্তরে- তাইতে মোরে দেয় না দেখা সে রে। ও তার বসত কোথায় না জেনে তায় গগন ভেবে মরে মরি হায়, হায় রে- ও তার বসত কোথায় না জেনে তায় গগন ভেবে মরে। ও সে মানুষের উদ্দিশ যদি জানিস, মানুষের উদ্দিশ যদি জানিস কৃপা করি বলে দে রে, আমার সুহৃদ হয়ে বলে দে রে, ব্যথার ব্যথিত হয়ে বলে দে রে, কোথায় পাব তারে আমার মনের মানুষ যেরে। হারায়ে সেই মানুষে তার উদ্দেশে দেশ বিদেশে,আমি দেশ বিদেশে বেড়াই ঘুরে। কোথায় পাব তারে আমার মনের মানুষ যেরে আমি কোথায় পাব তারে আমার মনের মানুষ যে রে..

বিঃদ্রঃ এটি সম্পূর্ণ গানের কথা।

This video is not my property. Uploaded for public entertainment, not for commercial purpose.

Комментарии

Информация по комментариям в разработке