Dishehara Tui | Shuvro | Acoustic Live | Thakurgaon

Описание к видео Dishehara Tui | Shuvro | Acoustic Live | Thakurgaon

তুই আর একটু আনমনে থাক
উড়ে যাক তোর কবিতা মাখা চুল।
এ শহরের হাজারো
বোকা প্রেমিকেরা তোর
ভাল চায়, বলে তাই
উপন্যাসের বন্যা দিয়ে মিছিল করে যায়।
আমি অলস তাই পিছে পড়ে রই।

দিশেহারা তুই
আর আমি মিলে দুই
আমার নীলাকাশ
ছিড়ে উড়ে গেলি তুই।

আমার বোকা অভিমান
তাসে হেরে যাওয়া দান
তোর পুরনো কাগজে
আমি মাথা গুজে শুই।

দীর্ঘ তেপান্তরে বাঁধ ভেঙে যায়
কোনো এক আকাশ তাই, তোকে পেতে চায়।
তোর প্রেমে বুদ হয়ে এত আয়োজন।
মন খারাপের রাতে, তোকে প্রয়োজন
তাই এত আয়োজন, খুব তোকে প্রয়োজন।

তুই খুঁজে পাবি না, আমায়
যদি না দেখিস খুঁজে,
কোনো এক মাঝরাতে
তোর মনে চোখ বুজে।

আমার মুখচোরা মন,
তোর গোছানো জীবন।
কোনো জতিশি নেই
আমায় তোর মত বোঝে।

তুই আর একটু আনমনে থাক
উড়ে যাক তোর কবিতা মাখা চুল।
এ শহরের হাজারো
বোকা প্রেমিকেরা তোর
ভাল চায়, বলে তাই
উপন্যাসের বন্যা দিয়ে মিছিল করে যায়।
আমি অলস তাই পিছে পড়ে রই।


Say connected with my social links


Facebook. : shuvromusic
Instagram. : shuvromusic
Youtube : shuvromusic

Комментарии

Информация по комментариям в разработке