Imtiaz Akib - Proshno (প্রশ্ন) | Bangla Rap Song | Tanz Productions

Описание к видео Imtiaz Akib - Proshno (প্রশ্ন) | Bangla Rap Song | Tanz Productions

Imtiaz Akib - Proshno (প্রশ্ন) | Bangla Rap Song | Tanz Productions
স্বৈরাচার হাসিনার কাছে প্রশ্ন | Bangla Hiphop Song | About কোটা আন্দোলন ও হাসিনার পতন !
Song Name : Proshno (প্রশ্ন)
Artist : ‪@ImtiazAkib‬
Music Producer : Tanz Productions
Thumbail Art & Video Art : Imtiaz Akib
Lyrics : Imtiaz Akib
Mixing & Mastering : Tanz Productions

Lyrics:
গুল্লি করলি কেডায় রে আমার ভাইয়ের বুকে রে
বাংলাদেশের পতাকাটা পাল্টাইয়া হইছে লাল রে
আমার কথা ঝাল রে? ঝাল লাগলে বাল ফালাইছ
সাইদের মত গুল্লি কইরা পারলে বুকের জ্বালা মিডাইছ

Verse
বায়ান্নরতে সোজাসুজি রক্তিম বাংলা চব্বিশ
বিজয় হইবো আমগোই যুদ্ধে সবাই যোগ দিস
বন্দুক ছাড়া যুদ্ধে আয় দেখাই যুদ্ধ কারে কয়
মেধা দিয়াই যুদ্ধ কইরা বুইঝা লমু মেধার জয়

কেডায় কইলো রাজাকার অয় দি বড় রাজাকার
নাদান চুইষা খাইলি দেশটা এখন লাগছে হাহাকার
মেট্রোর লাইগ্যা জল ঝরাইলি লাশের লাইগ্যা অভিনয়
বাপ মা কান্দে নিঃস্ব হইয়া কষ্ট জানস কারে কয়

দেশ বেইচ্চা খ্যাছ লাগাইলি দেশটা কি তোর বাপের নি?
কাডা দিয়াই কাডা তুলমু ছাত্র সমাজ চিনস নি?
চোখে ভাসে ভাইয়ের মৃত্যু শোকের ছায়া কাটে নাই
মাথায় বানছি লাল কাপর রাস্তায় রক্ত শুকায় নাই

বাচমু নয়তো মরমু আমি প্রতিবাদ তো করমুই
সূত্র এহন ছত্রগো হাতে গলা চিপ্পা ধরমুই
আইনের চক্ষু অন্ধ তোগো কাজে কামে পইছি মিল
পুলিশ যেমনে গুল্লি করে দেখলে মনে হয় মারে চিল

ভাই বইন মারলি পাখির মতন ঝরছে কত তাজা প্রান
উচিৎ কথা কইছি আমি যাইতেও পারে আমার জান
এই ডরাইনা আমি তোগো হুমকি ধামকি বালের ফাপর
মরনের ভয় কাটাইয়া কিন্যা রাখছি সাদা কাপর

আর কত জান লাগবো তর? আর কত লাশ লাগবো তর?
নিরপরাধ ছাত্র মারলি বাপ মার এহন খালি ঘর
যারে পাবি তারে ধর স্বৈরাচার ধইরা খালি কর
বুতাম শার্টের খোলা বুকে যত পারছ গুল্লি কর

চেয়ার ভাইঙ্গা ধ্বংস করলেই বাইচা যাইবো দেশের প্রান
কাঠাল রানীর গায়ে লাগে আমগো হগল দেশের গান
রক্ত ঝরছে আরও ঝরুক এক দফা এক দাবি
স্বৈরাচারের হাতের থিক্কা লইতে হইবো দেশের চাবি

আগে ছিল বাংলাদেশ এখন হইছে বাংলা শেষ
বঁচা মরার দিন শেষ আগে বাঁচাও বাংলাদেশ
কলম হাতে অশ্র নাই সরকার পতন আমরা চাই
আমরা হইলাম ছাত্র সমাজ মরতে কোনো ভয় নাই

Chorus
ছাত্রগো জান কাইরা নিলি ক্যন? প্রশ্ন করলাম জবাব দে
ছত্র কেন জেল হাজতে? প্রশ্ন করলাম জবাব দে
এত শিশু মরলো কেন? প্রশ্ন করলাম জবাব দে
পিজের রাস্তায় রক্ত কেন? প্রশ্ন করলাম জবাব দে

কি দোষ ছিল ভাই মুগ্ধ'র? প্রশ্ন করলাম জবাব দে
লীগ নামাইলি মাঠে কেনো? প্রশ্ন করলাম জবাব দে
আর কত জীবন লাগবো? প্রশ্ন করলাম জবাব দে
অধিকার মানতে কি সমস্যা? প্রশ্ন করলাম জবাব দে

রাজাকার আমি তুই কে? প্রশ্ন করলাম জবাব দে
উচিৎ কথায় আটক কেনো? প্রশ্ন করলাম জবাব দে
বাকস্বাধীনতা কই আমার? প্রশ্ন করলাম জবাব দে
স্বাধীন দেশটা স্বাধীন নাই কেন? প্রশ্ন করলাম জবাব দে

দেশটা কি আবার স্বাধীন করতে হইবো? প্রশ্ন করলাম জবাব দে
চার কোটি ছাত্র আমরা যুদ্ধ করবি? তাইলে জবাব দে
দেশের এত ঋণ কেন? প্রশ্ন করলাম জবাব দে
ব্যংকের টাকা উধাও কেনো? প্রশ্ন করলাম জবাব দে

পেটের ক্ষুধায় গরিব মরে কেন? প্রশ্ন করলাম জবাব দে
দেশের ভিতর ভারতীয় ট্রেন কেন? প্রশ্ন করলাম জবাব দে
আর কয় বছর গদিত থাকবি? প্রশ্ন করলাম জবাব দে
দেশটা কি তোর বাপের নাকি? প্রশ্ন করলাম জবাব.......

এই নে জবাব দিলাম তোরে

কিছু কথা -

পরবর্তী প্রজন্মের জন্য গানটি উপহার দিয়ে গেলাম আমরা। গানটি লেখা হয়েছে ৩১শে জুলাই ২০২৪, বিভিন্ন সমস্যার কারনে গানটি আমরা সময়মত গানটি রেকর্ড করতে পারিনি! যদিও হাসিনার পতন ঘটে গেছে, আপনাদের অনুরোধে গানটি সামনে নিয়ে আসলাম! পোস্ট করেছিলাম যে গানটি আপনারা শুনতে চান নাকি, আপনার বিপুল আগ্রহ দেখে গানটি না দিয়ে পারলাম না। সবাই গানটি বেশি বেশি শেয়ার করে পুরো জাতির কাছে পৌছিয়ে দথকতা! তাহলেই আমার চেষ্টা সার্থক হবে। গানটি লেখার মদ্ধে দিয়ে আমরা আমাদের মৃত্যু ভয়কে জয় করেছি। আমরা ধরেই নিয়েছি আমরা মারা যাবো কিন্তু আলহামদুলুল্লাহ, আজ আমরা স্বাধীন।

Imtiaz Akib Fb :   / imtiazakib.akibhossain  
Tanz Productions Fb :   / tntanz  

#banglarap #banglasong #banglahiphop #proshno #imtiazakib #tanzproductions #প্রশ্ন #হাসিনা #হাসিনা_পতন_আন্দোলন #hiphopmusic #longmarch #কোটাআন্দোলন #ছাত্র_আন্দোলন

Комментарии

Информация по комментариям в разработке