চাঁপা হত্যা | Chapa Killing Case | প্রমাণের দায়িত্ব | অপরাধের মোটিভ | Criminal Case Law

Описание к видео চাঁপা হত্যা | Chapa Killing Case | প্রমাণের দায়িত্ব | অপরাধের মোটিভ | Criminal Case Law

স্ত্রী বা গৃহবধু হত্যাকাণ্ড নিয়ে অসংখ্য মামলারই নিস্পত্তি হয়েছে বাংলাদেশে এবং এই সকল মামলা থেকে নজিরও স্থাপন হয়েছে বেশ কয়েকটি। তবে ১৯৮৯ সালের ১৮ অক্টোবর দিবাগত রাতে বরিশাল শহরের ফকিরবাড়ি রোডের একটি বাড়িতে সংঘটিত বরিশাল বিএম কলেজের মাস্টার্সের ছাত্রী ২৫ বছর বয়সি গৃহবধূ ফৌজিয়া রহমান চাঁপা হত্যাকাণ্ড নিয়ে দায়ের হওয়া মামলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য আপিল বিভাগ কর্তৃক প্রদত্ত সিদ্ধান্তের আলোকে আমাদের ক্রিমিনাল জুরিসপ্রম্নডেন্সে যোগ হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নজির, যা আমাদের ফৌজদারি বিচারব্যবস্থাকে সমৃদ্ধ করেছে, নিঃসন্দেহে। আইন শিক্ষার্থী বা অনুসন্ধিৎস্যুদের এই বিষয়টি জানানোর উদ্দেশ্যেই চাঞ্চল্যকর চাঁপা হত্যা মামলার রায় ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমরা নির্মাণ করেছি এই এপিসোডটি। আমরা আশা করি আমাদের এই পরিবেশনা থেকে আইনের জ্ঞান—পিপাসুরা লাভ করবেন একটি স্পষ্ট ধারণা, যার ফলে দূরীভূত হবে এই বিষয়ক অনেক সংশয়।

এপিসোডটির গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী, উপস্থাপন করেছেন ব্যারিস্টার সাজ্জাদ হায়দার, পাঠ করেছেন মিশকাত শুকরানা আর নির্মাণ করেছেন কামরুল হাসান ইমরান।

#LawTubeBD #chapakillingcase #Criminalcaselaw #burdenofproof

আইন সম্পর্কে আপডেট পেতে
ল'টিউববিডি-র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 👇👇
   / @lawtubebd  

আমাদের ফেসবুক পেইজঃ   / lawtubebd  

Комментарии

Информация по комментариям в разработке