মুঘল আমলের মসজিদ বাংলাবাজার ভোলা ২০২৩ !! Banglabazar Bhola

Описание к видео মুঘল আমলের মসজিদ বাংলাবাজার ভোলা ২০২৩ !! Banglabazar Bhola

ভোলা সদর উপজেলায় মুঘল আমলের ৫০০ বছর পুরনো মসজিদটি দৃশ্যমান হয়েছে। উপজেলার বাংলাবাজার এলাকার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের স্থানীয় মাঝি বাড়ির সুপারী বাগানে এ মসজিদের অবস্থান। প্রাচীন এ মসজিদ নিয়ে এলাকাবাসীর মধ্যে কৌতূহল ও আলোড়ন সৃষ্টি হয়েছে। শত বছর ধরে মসজিদটি পরিত্যক্ত অবস্থায় থাকায় চারদিকে বন-জঙ্গলে ঢেকে যায়। এর পর থেকে কেউ ভয়ে মসজিদটির কাছেও যেতেন না। সম্প্রতি বাগানের বন-জঙ্গল পরিষ্কার করা হলে মসজিদটি জনসম্মুখে আসে। গত কয়েক মাস আগে ওই মসজিদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সকলের নজর কাড়ে। পরবর্তীতে স্থানীয় প্রশাসন মসজিদটি পরিদর্শন করে। বর্তমানে মসজিদটি দেখতে প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় করছেন।

মসজিদটি দৈর্ঘ্যে সাড়ে ২৪ ফুট এবং প্রস্থে সাড়ে ১৯ ফুট। এর দেয়ালের পুরুত্ব আড়াই ফুট। মসজিদের সামনের দেয়ালে মুঘল স্থাপত্য রীতির অন্যতম। ভোলা জেলার বিভিন্ন এলাকা থেকে মসজিদটি দেখতে দর্শনার্থীরা ভিড় করছেন।

স্থানীয় প্রবীণ লোকদের সাথে কথা বলে জানা গেছে, মসজিদটি মুঘল সম্রাট জাহাঙ্গিরের শাসনামলে (১৬০৫-১৬২৯) নির্মিত হওয়ার ধারণা পাওয়া যায়। মুঘল আমলে ভোলা ছিল চন্দ্রদ্বীপ রাজ্যের অধীনে। সম্রাট জাহাঙ্গীরের আমলে মুঘল সুবেদার ছবি খাঁকে চন্দ্রদ্বীপ অঞ্চলের ফৌজদার নিয়োগ করা হয়। তিনি ছিলেন পূর্তকাজে দক্ষ এক ব্যক্তি। ছবি খাঁ এ অঞ্চলে অনেক সড়ক নির্মাণ করেন। তিনি জনগণের দৈহিক ও আধ্যাত্মিক চাহিদার বিবেচনায় অনেক মসজিদ ও দিঘি খনন করেন। মেঘনা ও তেঁতুলিয়া নদীর ভাঙনে দক্ষিণ শাহবাজপুর বা ভোলার প্রাচীন অঞ্চলের অধিকাংশ ভূখণ্ড বিলীন হয়ে যাওয়ায় ছবি খাঁর স্থাপত্যকর্মের সকল চিহ্ন মুছে যায়। সম্ভবত কালের সাক্ষী হয়ে টিকে আছে বর্তমানে আবিষ্কৃত এই মসজিদটি। এটি হতে পারে ছবি খাঁর তৈরি স্থাপত্যকর্মের একটি নিদর্শন।

#মুঘলআমলেরমসজিদ #ashikthetraveler #beautifulplace #

Комментарии

Информация по комментариям в разработке