হাঁটু ব্যথার চিকিৎসা /হাঁটু ব্যথার ব্যায়াম/ হাঁটু ব্যথায় করণীয় / knee pain relief exercise bangla

Описание к видео হাঁটু ব্যথার চিকিৎসা /হাঁটু ব্যথার ব্যায়াম/ হাঁটু ব্যথায় করণীয় / knee pain relief exercise bangla

knee pain home remedies / knee pain exercises / Knee pain treatment in Bangladesh .
হাঁটু ব্যথার কারণ ও প্রতিকার / হাঁটু ব্যথার চিকিৎসা নিজে কিভাবে করবেন ।

হাটু ব্যথার সঠিক চিকিৎসা জেনে নিন :
হাটু ব্যথা অনেক কারণে হয়, তবে সবচেয়ে বেশি অস্টিওআর্থাইটিস জনিত হাটু ব্যথা।
অস্টিওআর্থাইটিস জনিত হাটু ব্যথা নিয়ে বেশির ভাগ প্রশ্নই এমন, অনেক দিন ধরে আমাদের বাবা মা, নিকট আত্নীয় হাটু ব্যথায় ভুগতেছে বা আমরা নিজেরাই হাঁটু ব্যথায় ভুগতেছি কিন্ত ভাল হচ্ছে না । চলাফেরায় সমস্যা, সিঁড়ি দিয়ে উঠানামা সমস্যা, দাঁড়িয়ে নামাজ পড়তে সমস্যা। অনেকেই বিছানায় বন্দি । মেডিসিন এবং ফিজিওথেরাপি নিয়েও ব্যথা ভাল হচ্ছে না ।

সবার এক প্রশ্ন কোথায় গেলে বা কোন চিকিৎসকের গেলে সঠিক চিকিৎসা পাব? সঠিক চিকিৎসা কোথায় পাবেন আসলে এটা বলা কঠিন । তবে অস্টিওআর্থাইটিসের সঠিক চিকিৎসা বিষয়ে ধারনা দেওয়ার চেষ্টা করতে পারি । আপনি জেনে রাখুন,,,, বুঝতে পারবেন সঠিক চিকিৎসা পাচ্ছেন কিনা!!! চিকিৎসা গুলো হতে পারে,,,

ওষুধঃ

সাময়িকভাবে ব্যথা দূর করার জন্য বিভিন্ন ধরনের ওষুধ (NSAID)ব্যবহার হয়ে আসছে যুগ যুগ ধরেই । এছাড়া বিভিন্ন ধরনের ভিটামিন জাতীয় ওষুধও (Glucosamine sulfate and chondroitin sulfate)ফিজিশিয়ানরা ব্যবহার করে থাকেন। তবে এখন পর্যন্ত অস্টিওআর্থাইটিসের ক্ষেত্রে কোন ওষুধের খুব কার্যকরী ভূমিকা পাওয়া যায় নাই । বেশির ভাগই সাময়িকভাবে ব্যথা কমায় এবং অনেক পাশ্বপ্রতিক্রিয়া যুক্ত ।

ফিজিওথেরাপিঃ

আপনি যখন ওষুধে বিরক্ত হয়ে একজন ফিজিওর কাছে যাবেন তখন তিনি আপনাকে ফিজিওথেরাপি দেবেন, কোনভাবেই ওষুধ দেবেন না। এই ব্যাপারে সর্তক থাকবেন । ওষুধ লাগলে ফিজিশিয়ানের কাছে রেফার করবে । অস্টিওআর্থাইটিসের ক্ষেত্রে ফিজিওথেরাপি কার্যকরী ভূমিকা গবেষণায় প্রমাণিত । কিন্তু সঠিক ফিজিওথেয়াপি না পেলে আপনি যদি ভাল না হোন, সেই দোষ ফিজিওথেরাপির না । সেই দোষ আমাদের । তাই আসুন জেনে নেই অস্টিওআর্থাইটিসের সঠিক ফিজিওথেরাপি কি কি????

১। ম্যানুয়াল থেরাপিঃ জয়েন্ট পেইন এবং জয়েন্ট শক্ত (Joint pain & immobility) হলে বিভিন্ন ধরনের ম্যানুয়াল থেরাপি (Movement with mobilisation ) অনেক ভাল কাজ করে ।অস্টিওআর্থাইটিসের চিকিৎসায় ক্ষেত্রে ম্যানুয়াল থেরাপির কার্যকরী প্রভাব (Significant effectiveness) প্রমাণিত হয়েছে ।

২। হাইড্রোথেরাপিঃ হাইড্রোথেরাপি উপকার হতে পারে । তবে সবক্ষতেত্রে কার্যকরী নয় । আমাদের দেশে হাইড্রোথেরাপির পর্যাপ্ত না হওয়ায়, সম্ভব হলে রোগীদের সাতারের উপদেশ দেওয়ায় হয় ।

৩। ম্যাসাজ থেরাপিঃ এখন পর্যন্ত অস্টিওআর্থাইটিস জনিত হাঁটু ব্যথা্র ক্ষেত্রে ম্যাসাজ থেরাপির কোন কার্যকরী প্রভাব পাওয়া যায় নাই । তবে একটা গবেষণায় দেখানো হয়েছে যে, স্টার্ডাড ম্যসাজ এবং সাথে ফ্রিকশন, ভাইব্রেশন দিলে ব্যথা কমে এবং জয়েন্টের কার্যক্ষমতা কিছুটা বৃদ্ধি পায় ।

৪। হিট থেরাপিঃ হিট (তাপ বা গরম) থেরাপি অস্টিওআর্থাইটিসের চিকিৎসায় কোন কার্যকরী ভূমিকা রাখে না । এটা গবেষণায় প্রমাণিত । তাই অস্টিওআর্থাইটিসের ক্ষেত্রে হাঁটুতে তাপ দেওয়া শুধু সময় অপচয় আর টাকা অপচয় । অপরদিক বরফ বা বরফ প্যাক ব্যাথা কমায় এবং জয়েন্ট মুভমেন্ট বাড়ায় । তবে এই ব্যাপারে সরাসরি কোন গবেষণা কোথাও পাওয়া যায় নাই ।

৫। ইলেক্ট্রোথেরাপিঃ ইলেক্ট্রোথেরাপি এর মধ্যে শুধুমাত্র TENS এর কার্যকরী প্রভাব প্রমাণিত হয়েছে । ব্যথা কমায় এবং জয়েন্টের মুভমেন্ট (ROM) বাড়ায় । তবে মাসলের শক্তি(strengthening of quadriceps ) বাড়ানোর ক্ষেত্রে কোন কার্যকরী প্রভাব নেই ।

৬। আল্ট্রাসাউন্ডঃ আগের অধিকাংশ রিসার্চে দেখা গেছে অস্টিওআর্থাইটিসের ক্ষেত্রে আল্ট্রাসাউন্ডের কোন কার্যকরী প্রভাব নেই । বর্তমানের রিসার্চগুলো দেখলে বুঝা যায় ... আল্টাসাউন্ড অস্টিওআর্থাইটিসের ব্যথা কমায় ।

৭ । ব্রেস এবং ট্যাপিং ( Brac And Tapping ) : কিছু কিছু ক্ষেত্রে ব্রেস কাজে আসতে পারে । এইছাড়া ট্যাপিং এর খুবই সামান্য উপকারিতা রয়েছে ।

৮। ব্যায়ামঃ ফিজিওথেরাপিস্টের উপস্থিতিতে বা ফিজিওথেরাপিস্টের নির্দেশনা অনুয়ায়ী বিভিন্ন ধরনের এক্সারসাইজ (Strengthening exercise , stretching exercise ) নিয়মিত করলে কার্যকরী প্রভাব পাওয়া যায় Strengthenign exercise এর কার্যকরী ভূমিকা অনেক গবেষণায়ই প্রমাণিত হয়েছে ।


সার্জারিঃ সার্জারি তখন ই সাজেশ করা হয় যখন ফিজিওথেরাপি সম্পূর্নভাবে ব্যর্থ হয় । বিভিন্ন ধরনের সার্জারি হয়ে থাকে

১। আর্থোস্কোপিক সার্জারি ঃ ক্ষতিগ্রস্ত কার্টিলেজ সরানো হয় । তবে এর কার্যকরী প্রভাব স্থায়ী না ।

২। রিপ্লেসমেন্ট সার্জারি ঃ রিসার্চে দেখে গেছে, এটা ব্যথা কমায় এবং জয়েন্ট মুভমেন্ট বাড়ায় । তবে অনেক ব্যয়বহুল । তবে সার্জারির পরেও ফিজিওথেরাপির ভূমিকা গুরুত্বপূর্ণ।

সর্তকতাঃ অস্টিওআর্থাইটিসের ক্ষেত্রে ওষুধের যেমন ভাল কার্যকরী প্রভাব নেই। তেমনি ফিজিওথেরাপির ক্ষেত্রে SWD, IFT , LASER , IRR এইগুলোরও কোন কার্যকরী প্রভাব নেই । তাই এই সব চিকিৎসা নিয়ে আমরা রোগীদের সময় আর টাকা অপচয় করার মানে হয় না । রোগীরা সাবধান থাকবেন । নিজেদের চিকিৎসা নিয়ে সর্তক থাকবেন ।

ধন্যবাদ
ডাঃ সাইফুল ইসলাম, পিটি


নিচের ভিডিওতে ১০ টা ফিজিওথেরাপি এক্সারসাইজ দিয়েছি । কেউ না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন । যাদের হাটুব ব্যথা আছে আশা করি অবশ্যই উপকৃত হবেন । ভিশন ফিজিওথেরাপি সেন্টারে এপয়েনম্যান্ট নিতে চাইলে কল দিন ০১৯৩২৭৯৭২২৯

Комментарии

Информация по комментариям в разработке