'EKER HAT PARENA ' *একের হাত পারেনা শিকল কারা ছিঁড়তে [পিট সিগারের গান]*

Описание к видео 'EKER HAT PARENA ' *একের হাত পারেনা শিকল কারা ছিঁড়তে [পিট সিগারের গান]*

একের হাত পারেনা শিকল কারা ছিঁড়তে [পিট সিগারের গান]

মূল গান One man's hands can't tear a prison down,
রচনা: এলেক্স কমফোর্ট, সুর প্রয়োগ: পিট সিগার। ভাবানুবাদ: কঙ্কণ ভট্টাচার্য।

কয়েকশ বছর আগেই আফ্রিকা মহাদেশের বিভিন্ন জায়গা থেকে কৃষ্ণাঙ্গ মানুষদের ক্রীতদাস হিসাবে আমেরিকায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই মানুষেরা সঙ্গে নিয়ে এসেছিলেন তাদের গান। সহজ একটিই সুর, কিন্তু সেটাই সব,এবং বার বার ঘুরে ঘুরে নানা কথার সাজ নিয়ে চলতে থাকবে। এবং চলতেই থাকবে।

অসাধারণ শক্তিশালী সেই সুর। আমেরিকার সংস্কৃতির সঙ্গে মিলে মিশে তা হয়ে উঠলো আফ্রো-আমেরিকান সঙ্গীত। এবং সহজ সুর হওয়ার কারণে তা উঠলো প্রতিবাদী গানের অন্যতম বাহন। রাস্তায় চলতে চলতে অথবা সভায় অনেকে মিলে অক্লেশে গেয়ে যাওয়ার সুর।

'উই শ্যাল ওভারকাম' এই রকমই একটি গানের সুরে গাওয়া হয়ে থাকে। আজ শুনুন পিট সিগারের কন্ঠে জনপ্রিয় হওয়া এরকমই আর একটি গান।
১৯৪১ সাল নাগাদ ট্রেড ইউনিয়নের গান হিসাবে এটি ছড়িয়ে পড়েছিল।

ভালো লাগলে অবশ্যই যথাসম্ভব শেয়ার করুন। মনে রাখবেন প্রতিবাদী গানের পাশে কোন বাজারি মিডিয়া নেই। তাই আপনার মিডিয়া আপনি নিজেই। আপনাদের ভরসাতেই এই গান এখানে পোস্ট করছি।

Комментарии

Информация по комментариям в разработке