EK NILAKASH SHAMIYANA / এক নীলাকাশ শামিয়ানা

Описание к видео EK NILAKASH SHAMIYANA / এক নীলাকাশ শামিয়ানা

'এক নীলাকাশ শামিয়ানা'
বিশ্বগায়ক পিট সিগার গীত বহু কালজয়ী গানের মধ্যে অন্যতম একটি গান 'My Rainbow Race'. ১৯৬৫ সালে ভিয়েৎনাম যুদ্ধ যখন চলছে এবং আমেরিকায় ভিয়েৎনাম যুদ্ধ বিরোধী আন্দোলন ক্রমে দানা বেঁধে উঠছে; জোরালো দাবী উঠছে ভিয়েৎনাম থেকে আমেরিকার সেনা যুবকদের ফিরিয়ে আনতে হবে সেই সময় পিট এই গানটি রচনা করেন। এই গানের কোথাও ভিয়েৎনাম যুদ্ধের উল্লেখ নেই। বরং তাৎক্ষনিকতার উর্ধে উঠে তিনি পৃথিবীর অস্তিত্ব ভবিষ্যতে থাকবে কিনা এই প্রশ্ন গানটিতে তোলেন। তাই যুদ্ধের কথা না বলেও এটি পৃথিবীর অন্যতম জোরালো যুদ্ধবিরোধী গান। একই সঙ্গে পৃথিবীকে ভালোবাসার গানও। পৃথিবী,তার পরিবেশ,ভারসাম্য,মানব সভ্যতা যেকোন বিষয়ে গানটির অসামান্য প্রয়োজনীয়তা।
অনুষ্ঠানে গানটি গাইবার আগে তিনি সবসময় বলতেন পৃথিবীতে সাড়ে ছয় লক্ষ বছর ধরে পৃথিবীর কোনে কোনে মানুষ ধীরে ধীরে সভ্যতা গড়ে তুলেছে। কেউ কোনদিন প্রশ্ন করেনি তাদের গায়ের বর্ণ চুলের রঙ বা চোখের রঙ কি ছিল। তাদের জাত ধর্ম নিয়েও কেউ মাথা ঘামায়নি। কিন্তু আজ যখন আমরা নিজেদের চূড়ান্ত সভ্য বলে দাবী করছি সেই সময় কোন কোন শক্তি বলছে পৃথিবীর অমুক অংশটা আমার। যদি পৃথিবীর সভ্যতার দাবীদার মানুষই হয়ে থাকে তবে পৃথিবীর ওপর দাবী সবার, কোন বিশেষ শক্তির নায়।
তিনি আরো বলতেন মহাশূন্যে ভাসমান এক অপূর্ব সুন্দর গোলক আমাদের এই পৃথিবী। এর উপরে একটিই নীল আকাশ আর পৃথিবী জুড়ে একই সাগর যার রঙও নীল। এই সুন্দর পৃথিবীকে বাঁচানোর এটাই সম্ভবত শেষ সুযোগ। এসো আমরা সবাই মিলে এই পৃথিবীকে রক্ষা করার শেষ চেষ্টা করি। এই অনুবাদটি পিট সিগারের গানের বাংলা অনুষ্ঠানে ওর অন্য অনেক গানের সঙ্গে অসংখ্যবার পরিবেশিত হয়েছে। তার সামান্য কিছু ছবি ভিডিওতে সংযোজিত হল।

Комментарии

Информация по комментариям в разработке