বন্যার ধোরামারী গ্রামের প্রতিকূল অবস্থা || Flood in Dhoramari Village

Описание к видео বন্যার ধোরামারী গ্রামের প্রতিকূল অবস্থা || Flood in Dhoramari Village

ধরা মারি গ্রামটি অবস্থিত পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার মধ্যে। এই গ্রামে প্রতিবছর একটু বৃষ্টি হলেই জল উঠে যায়। জল একটু বেশি উঠেছে এইবার। ফলে গ্রামে সমস্ত বাড়ি ডুবে গেছে। গ্রামের পিচের রাস্তাও ডুবে গেছে। ফলে এই গ্রামে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এইবার পুজোয় গ্রামের মানুষের খুব করুন অবস্থা। প্রতিনিয়ত প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে জীবন কাটাতে হচ্ছে তাদের। গ্রামের মানুষের মূল পেশা চাষবাস করা এবং মাছ ধরা। তবে চাষের জমি ডুবে যাওয়ায় এখন শুধু মাছ ধরা ছাড়া আর কোনো কাজ নেই। কিছু মানুষ আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী স্কুলে। এবারের পুজো তাদের খুব কষ্টের মধ্যে দিয়ে কাটছে।

এই ভিডিওটি যদি কোন স্বেচ্ছাসেবী সংস্থা দেখে থাকেন, তবে তাদের কাছে আমার অনুরোধ রইল যদি এই গ্রামের বাচ্চাদের জন্য কিছু করা যায়। তাহলে একটু হলেও এই পূজোতে তাদের মুখে হাসি ফুটবে।

ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভাবেই পাশে থাকবেন যাতে আরো এগিয়ে যেতে পারি।

#dhoramari
#village
#flood
#floods
#villagelife
#villageflood
#travel
#travelwithrajesh

Комментарии

Информация по комментариям в разработке