আমি সীতা নই, দ্রৌপদী নই। আমি তিলোত্তোমা। অনেক দূরের দেশ থেকে চিঠি।

Описание к видео আমি সীতা নই, দ্রৌপদী নই। আমি তিলোত্তোমা। অনেক দূরের দেশ থেকে চিঠি।

R.G. Kar হসপিটালের মর্মান্তিক দুর্ঘটনা!
#RGKar #RGKarHospital #doctordeath #doctorrape #doctormurder #letter #চিঠি #তিলোত্তোমা

আমি তিলোত্তোমা।

Beautiful Minds সব, আজ অনেক দূরের দেশ থেকে চিঠি এসেছে। চিঠিটা কাল্পনিক। যাকে আজ সবাই তিলোত্তোমা বলে জানি, সে পাঠিয়েছে, তার মা বাবাকে।

মা, বাবা,

আসার আগে তোমাদের সাথে দেখা করা তো দূরের কথা, ফোনে যে ভালো করে একটু কথা বলবো, তাও হয়ে উঠলো না। জানোই তো, হসপিটালে আসার পর কী ব্যস্ততায় সময় কাটে।

ব্যস্ততা তো সেই মাধ্যমিক এর পর থেকেই, যখন ফাইনাল হয়ে গেলো আমি জয়েন্ট দেবো মেডিক্যালের এর জন্য। বাবা তুমি অবশ্য আমার ছোটবেলা থেকেই ঠিক করে রেখেছিলে, পড়াশোনাই করতাম মন দিয়ে। রেসাল্ট তো সব সময় ভালোই হতো।

কিন্তু মেডিক্যালে চান্স পাওয়া কি অত সোজা নাকি। কতো যে টিউশন, ইলেভেন থেকে শুধু দৌড়োচ্ছি। আর বাবা, তোমার রাশি রাশি টাকা খরচ।

শুধু কি তখন, মেডিক্যালে পড়তে গিয়ে - একেকটা মোটা মোটা বই - কতো দাম! যদি কখনও বই চেয়েছি, বা কোনো দরকারী কিছু, তুমি না করোনি কক্ষনো।

কতো যে খরচ, তখন ভাবার সময় পাই নি, ভাবি নি আর কি - এখন নিরিবিলিতে বসে মনে হচ্ছে এসব কথা - আমাদের দেশে মিডিল ক্লাস ফ্যামিলি গুলোতে ছেলে মেয়েদের ডাক্তার বানানো, সে তো সত্যি বিশাল এক ব্যাপার।

আমাদের হেল্প করার জন্য কেউ নেই। কোথাও কোনো সাহায্যের হাত মধ্যবিত্তদের জন্য এগিয়ে আসবে না।

অথচ যেই ডাক্তার হলাম, হাজার ডিউটির বোঝা মাথায় চাপিয়ে দেওয়া হলো। চব্বিশ ঘন্টা ডিউটি করো - তুমি ডাক্তার, মানুষের সেবা করাই তোমার কাজ, ডাক্তার কোনো ভুল করতে পারবে না।

সামান্য কিছু ভুল হলেই গুণ্ডা রেডি মারার জন্য। কখনো জানা হয় নি বাবা, তোমার একার ওই চাকরিতে তুমি এতো কিছু কি করে, করে উঠলে! আমাকে ডাক্তার করতে গিয়ে তোমাকে কি কোনো লোন নিতে হয়েছিল? মার যে কটা গয়না, সব আছে তো?

আমাদের দেশে তোমাদের মতো কতো বাবা মাই যে তাদের সর্বস্ব দিয়ে ছেলে মেয়েকে ডাক্তার করছে -

আর ডাক্তার হওয়ার পর তোমাদেরকে সামান্য কিছুটা সময়, তাই দিতে পারতাম না। হসপিটাল আমার সব সময় নিয়ে রেখেছিলো।

আজ দেবো, আজ ভালো করে কথা বলবো, এখন আমার অনেক সময়।

আমার সাথে সেদিন রাতে কি কি হয়েছে সে সব আর বলছি না। সে সব তো এখন প্রতিটি টিভি সিরিয়ালে, খবরে, ইউটিউবের চ্যানেলে, রাস্তার মিছিলে, সিনেমাও হচ্ছে হয়তো -

আজ তোমাদের সাথে গল্প করবো। মা অভিযোগ করতে - তোমার সাথে কথা বলার সময়ই নাকি আমার হয় না, মেয়েকে ডাক্তার বানিয়েই দেখি মুশকিল হলো, সব সময় তিনি ব্যস্ত!

আজ আর একটুও ব্যস্ত নই। এখন খুব ছোটবেলার কথা মনে পড়ছে।

বাবা, সেই একবার আমাকে রথের মেলায় নিয়ে গেছিলে, কিই সুন্দর দেখতে একটা গ্যাস বেলুন কিনে দিয়েছিলে। কিন্তু হঠাৎ বৃষ্টি নামলো, আমার হাত ধরে তুমি ছুট দিলে একটা দোকানের দিকে, আর এই করতে গিয়ে আমার হাতের গ্যাস বেলুন টা হাত ফসকে উড়ে গেলো।

আমি তো ধরবো বলে বেলুন টার পেছনে দৌড়াতে গেলাম, তুমি নিয়ে এলে শেড এর তলায়। বৃষ্টির জল আমার চোখের জল ধুয়ে দিতে চেয়েও পারছিল না।

তুমি আমার বৃষ্টি ভেজা মাথায় হাত বুলিয়ে বলছিলে - কিচ্ছু হারায় না রে মা, একদিন দেখবি ওই বেলুন টাই তুই পেয়ে যাবি।

ঠিক বলেছিলে বাবা তুমি, এখানে এসে পেয়ে গেছি হারানো সবকিছু। তোমাদের সঙ্গে কাটানো নির্ভয়, নির্ভার সুন্দর সেই সব সময়।

এখানে ভয়ের কিছু নেই। আমার বাড়ি ফিরতে রাত হলে, বাবা তুমি মোড়ের মাথায় গিয়ে দাঁড়িয়ে থাকতে, মা অস্থির হতে হতে প্রেসার বাড়িয়ে ফেলতে, ভয়ে -

কতো রকমের ভয়ের কাছে সব সময় মাথা নিচু করে, হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে হয়। না হলে কি হয়, সবাই জানে সে কথা।

মা, তোমার সব ফেভারিট সিরিয়াল গুলোর কথা আর বুঝি মনে পড়ে না তোমার!

আমার নাইট ডিউটি থাকলে ভয় পেতে। আর আমি বলেছি - হসপিটালে আবার ভয় কি! তুমি মা বলে কি বুঝতে পেরেছিলে, আমাদের দেশে মেয়ে হয়ে জন্মানোটাই ভয়ের!

আমাকে নিয়ে এতো চিন্তা করতে, আমি রাগ করলে বলতে - নিজে যখন মা হবে, তখন বুঝবে, কেনো এতো চিন্তা -

আমার আর মা হাওয়া হলো না। ভাগ্যিস হলো না, না হলে হয়তো আরেকটা তিলোত্তোমার জন্ম হতো। জন্ম হতো নতুন ভয়ের।

এখন আর আমার জন্য একটুও চিন্তা কোরো না। খুব ভালো আছি আমি। দিনে, রাতে কোথাও কোনো ভয় নেই। তোমরা নিজেদের ঠিক রাখার চেষ্টা করো।

বাবা, পাড়ার Family Medical-এর বিলুদাকে দিয়ে অবশ্যই প্রেসার মাপাবে দুজনের। ব্লাড টেস্ট যেরকম আমি করিয়ে দিতাম, নিয়ম করে সে রকম করাবে। আর ঠিক সময়ে ডক্টর ঘোষের কাছে দুজনের কার্ডিয়াক চেকআপ করিয়ে নেবে।

তোমাদের ঠিক থাকতে হবে, ভালো থাকতে হবে, বেঁচে থাকতেই হবে -

তোমরা থাকলে আমিও তো থাকতে পারবো তোমাদের কাছে, পৃথিবীতে। একসময় সবাই ভুলে যাবে, শুধু মাত্র তোমাদের কাছেই আমি চিরকাল থাকতে পারবো।

মা, এখন আমার নতুন নাম তিলোত্তোমা! ভালো না!

এখন আমি সেই গ্যাস বেলুনটা নিয়ে খেলব, বাবা। তোমরা এবার ঘরের আলো টা জ্বালো মা!


Hello Beautiful Minds!
দুবাই থেকে আমি দীপান্বিতা।
Welcome to my Channel!
It's about Life in Dubai from within, এক বাঙালি মন থেকে!

If you enjoy my video, please Like, Share and Subscribe to my Channel and Click the Notification Bell, and I will bring more videos for all you Beautiful Minds!

Комментарии

Информация по комментариям в разработке