কোন দম্পত্তিতে পুত্র সন্তান না থাকলে শুধু মাত্র কন্যা সন্তান থাকলে সম্পত্তি বন্টনের নিয়ম।

Описание к видео কোন দম্পত্তিতে পুত্র সন্তান না থাকলে শুধু মাত্র কন্যা সন্তান থাকলে সম্পত্তি বন্টনের নিয়ম।

প্রিয় দর্শক,
কোন দম্পত্তিতে পুত্র সন্তান না থাকলে শুধু মাত্র কন্যা সন্তান থাকলে সম্পত্তি বন্টনের নিয়ম।
মুসলিম পারিবারিক আইন অনুযায়ী, মৃত ব্যক্তির মেয়েই যদি একমাত্র সন্তান হন, তাহলে সেই মেয়ে মোট সম্পত্তির অর্ধেক পাবে। যদি একাধিক মেয়ে থাকে এবং ছেলে না থাকে, মেয়েরা মোট সম্পত্তির দুই–তৃতীয়াংশ পাবে এবং এ অংশ সব মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ হবে। বাকি সম্পত্তি অন্যরা পাবে।
বাবার মৃত্যুর সময় যদি তাঁর স্ত্রী অর্থাৎ মেয়ের মা বেঁচে না থাকেন, তাহলে তাদের পুরো সম্পত্তির অর্ধেক তাঁর মেয়ে পাবে। তাঁর মেয়ে অর্ধেক পাওয়ার পর বাকি সম্পত্তি অন্য ওয়ারিশরা পাবে। যদি স্ত্রী বেঁচে থাকেন, তাহলে তাঁর স্ত্রী সম্পত্তির এক–অষ্টমাংশ পাবে এবং মেয়ে সম্পত্তির অর্ধেক পাবে এবং বাকি সম্পত্তি অন্যরা পাবে।
যদি স্ত্রী বেঁচে থাকেন এবং একাধিক মেয়ে থাকে এবং কোনো ছেলে না থাকে, তাহলে মেয়েরা সম্পত্তির দুই–তৃতীয়াংশ পায়। মৃত ব্যক্তির এক বা একাধিক মেয়ে থাকলে এবং তাঁর ভাই, বোন জীবিত না থাকলে, ভাই বা বোনের ছেলেরা ক্রমান্বয়ে সম্পত্তির ভাগ পায়। আপন ভাই বা বোন না থাকলে সৎভাই, সৎবোন (যারা অন্য মায়ের সন্তান) কিংবা তারা না থাকলে সৎভাইয়ের পুত্র থাকলেও অবশিষ্টভোগী হিসেবে তারাও সম্পত্তির ভাগ পাবে। মৃত ব্যক্তির বাবা কিংবা মা জীবিত থাকলে কন্যাসন্তানের পাশাপাশি বাবা, মা এক–তৃতীয়াংশ পায়। মৃত ব্যক্তির অন্য কোনো ধরনের ওয়ারিশ না থাকলে তখনই কেবল কন্যা বা কন্যারা পুরো সম্পত্তি পাবে।
সম্পত্তি বন্টন আইন
সম্পত্তি বন্টনের নিয়ম
শুধু মাত্র কন্যা সন্তান থাকলে সম্পত্তি বন্টনের নিয়ম।

🌐 Contact Information:
---------------------------------
📞 Phone- 01671-043256
📧 E-mail- [email protected]
🟢 Facebook Page-   / advocateamirhamza.lemon  
🟡 Instagarm-   / advocatelemon  
⚫Twitter-   / advocatelemon  
------------------------------------------------------------------------

#সহজ_আইন #সম্পত্তি-বন্টন-আইন #সম্পত্তি-বন্টন

Комментарии

Информация по комментариям в разработке