ট্রাইকোডার্মা বায়োফার্টিলাইজার। | Trico Darma Bio Fertilizer এ সি আই ফার্টিলাইজার

Описание к видео ট্রাইকোডার্মা বায়োফার্টিলাইজার। | Trico Darma Bio Fertilizer এ সি আই ফার্টিলাইজার

ট্রাইকোডার্মা বায়োফার্টিলাইজার

#ট্যালকম পাউডার ভিত্তিক ট্রাইকোডার্মা হারজানিয়াম(Trichoderma harzianum T32) নামক এক ধরনের ছত্রাক।
সকল পুষ্টি উপাদান গ্রহণে সহায়তা মাধ্যমে উদ্ভিদের দৈহিক বৃদ্ধি তরান্বিত করে।
এক ধরনের জৈব বালাই নাশক।

১। বাম্পার ট্রাইকো তে থাকা ট্রাইকোডার্মা ছত্রাক মাটিতে ক্ষতিকারক অন্যান্য অনুজীবকে স্পেইচ-ডোমইনো ইফেক্টের মাধ্যমে খাবার এবং আবাস থেকে বঞ্ছিত করে দূর্বল করে ফেলে এবং এগুলোর বৃদ্ধি নিয়ন্ত্রণ করে।
২। এটা প্রোপাইলেটিক বায়োলজিক্যাল ছত্রাকনাশক হিসেবে রোগ উৎপন্নকারী ক্ষতিকর অনুজীব গুলো উদ্ভিদের সংস্পর্শে যেতে বাঁধা দেয়। এগুলো খুব দ্রুত বৃদ্ধি পায়, অপকারী অনুজীবের চারপাশে পেঁচিয়ে ধরে এদের শরীরের ভিতরে প্রবেশ করে এর পুষ্টি উপাদান গ্রহণ করে ঐ অনুজীবকে হত্যা করে।
৩। এনজাইম উৎপাদনঃ বাম্পার ট্রাইকো তে থাকা ট্রাইকোডার্মা ছত্রাক ক্ষতিকারক অন্যান্য ছত্রাকের এন্টাগনিস্টিক এন্টিফাংগাল মেটাবোলাইটস ক্ষরণ করে এদের বৃদ্ধি কমিয়ে দেয়।
৪। এটা গাছের মুলের পাশে দ্রুত কলোনী (মাইসেলিয়ামের মাধ্যমে) তৈরী করে গাছের বৃদ্ধির জন্য নিরাপত্তা বলয় তৈরি করে এবং এর অনুজীবগুলো সিডারোস্পোর উৎপাদনের মাধ্যমে মাটি থেকে আয়রন সংগ্রহ করে গাছের সালোকসংশেষনের মাধ্যমে খাদ্য উৎপাদনে সাহায্য করে।
৫। এছাড়া এরা প্লান্ট মেটাবোলাইটস তৈরি করে গাছের মূলে প্রাকৃতিক অক্সিন হরমোন উৎপাদনের মাধ্যমে গাছকে শক্তিশালী করে ও দ্রুত বৃদ্ধি পেতে সাহায্য করে।

এটা সকল ফসল, বিশেষ করে ধান, ভুট্টা, আলু, টমেটো, বেগুন, শসা সহ সকল শাকসব্জী, পান, তরমুজ ইত্যাদিতে ব্যবহার করা যায়।

Комментарии

Информация по комментариям в разработке