Subhro Samujjal – Eki Aparup Rupe – Debabrata Biswas – (অপ্রকাশিত লাইভ রেকর্ডিং)–নজরুলজয়ন্তীর নিবেদন

Описание к видео Subhro Samujjal – Eki Aparup Rupe – Debabrata Biswas – (অপ্রকাশিত লাইভ রেকর্ডিং)–নজরুলজয়ন্তীর নিবেদন

২৪শে মে, দুই বাংলা জুড়ে পালিত হল ১২৩তম নজরুল-জয়ন্তী। আজকের আপলোডে তাই রইলো দেবব্রত বিশ্বাসের কণ্ঠে কাজী সাহেবের দুটি অসামান্য গান। লাচ্ছাশাখ রাগে প্রথম গান - শুভ্র সমুজ্জ্বল, হে চির–নির্মল এবং মিশ্র বেহাগ রাগে এ কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী-জননী।
আপনারা সকলেই জানেন HMV থেকে জর্জ বিশ্বাসের প্রথম রেকর্ড প্রকাশিত হয় ১৯৪০ সনে – বৌদি কনক দাস (বিশ্বাস) এর সাথে দুটি duet বা দ্বৈত রবীন্দ্রসঙ্গীত – সংকোচের বিহ্বলতা নিজেরে অপমান এবং হিংসায় উন্মত্ত পৃথ্বী। এই ইতিহাসটা কিন্তু একটু অন্যরকম হতে পারত। ১৯৩৫ সনে বন্ধু ও সুপ্রসিদ্ধ রবীন্দ্রসঙ্গীত গায়ক সন্তোষ সেনগুপ্ত জর্জদাকে নিয়ে যান ‘সেনোলা রেকর্ডিং কোম্পানি’-তে যেখানে দেবব্রত বিশ্বাসের পরিচয় হয় স্বয়ং কাজী নজরুল ইসলামের সঙ্গে। জর্জদার নিজের ভাষায়, “কাজীদা আমায় দুটি গান শিখিয়েছিলেন যার একটি, ‘মোর ভুলিবার সাধনায় কেন সাধ বাদ’।“ গান দুটি রেকর্ড হওয়া স্বত্বেও কোনোদিন প্রকাশিত হয়নি কোনো অজ্ঞাত কারণে।
অনেক পরে নজরুল-পুত্র কাজী সব্যসাচী একদিন কথায় কথায় দেবব্রত বিশ্বাসকে অনুরোধ করেন তাঁর বাবার গান রেকর্ড করার জন্য। তখন দেবব্রত বিশ্বাসের কণ্ঠে Hinusthan Record থেকে প্রকাশিত হয় দুটি নজরুলগীতি – ‘বনকুন্তল এলায়ে’ এবং ‘দোলনচাঁপা বনে দোলে’। বিভিন্ন স্মৃতিচারণা থেকে জানা যায় দেবব্রত বিশ্বাস সভাসমিতিতে অনেক সময়েই কাজী নজরুলের গান গাইতেন। শ্রীমতী সীমা দাস তাঁর স্মৃতিচারণায় লিখছেন, “মনে পড়ে ইউনিভার্সিটি ইন্সটিটিউটে গান। থিক থিক করছে মানুষ। জর্জদা গাইছেন – কারার ঐ লৌহকপাট। গানের অভিঘাতে যেন দেয়ালের ইটগুলো কেঁপে উঠলো। জর্জদার গানের উদ্দীপনা, উন্মাদনা, মানুষকে দৃঢ় সংকল্পে প্রতিবাদী শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার সাহস যোগাতো। গানগুলোতে বুকে দামামা বেজে উঠত। (দ্রঃ- গনশিল্পী দেবব্রত বিশ্বাস – আমাদের জর্জদা)
মৈত্র পরিবারেরে সঙ্গে জর্জদার সম্পর্ক ছিল গভীর। প্রয়াত আলোক মৈত্রর সাথে জর্জদা বিভিন্ন সময়ে নানা জায়গায় বেড়াতে গেছেন। এই প্রেজেন্টেশনে ধরা রইলো দার্জিলিং যাত্রার একটি ছবি। শ্রী আলোক মৈত্র, শ্রীমতী অনুরাধা মৈত্র, শ্রী কেতন মৈত্র এবং শ্রী অমিতাভ মৈত্রর কাছে আমি চিরকৃতজ্ঞ। এঁদের বাড়ীতে দেবব্রত বিশ্বাস বহুবার নানা উপলক্ষে গান গেয়েছেন, যা মৈত্র পরিবারের সদস্যবৃন্দ রেকর্ড করে রেখেছেন। এই বিপুল সম্ভার থেকে আজকের গান দুটি আপলোড হল।
এই দুটি গানের অন্য ভারসান পূর্বে দু-একটি ক্যাসেটে প্রকাশিত হলেও, এখানে আপলোডে করা ভারসানটি অপ্রকাশিত। ক্যাসেটে গীত গায়কীর চেয়ে সামান্য আলাদাও। দুই বাংলার প্রাণের কবি, কাজী নজরুল ইসলামের আবির্ভাব-দিবস উপলক্ষে জর্জদার কণ্ঠে অপ্রকাশিত এই দুটি গানের মাধ্যমে জানাই আমার প্রণতি।
জয়ন্তানুজ ঘোষ

Комментарии

Информация по комментариям в разработке