অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এর জীবনকাহিনি | Biography of Actor SOUMITRA CHATTERJEE | জীবনী |Bangla

Описание к видео অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এর জীবনকাহিনি | Biography of Actor SOUMITRA CHATTERJEE | জীবনী |Bangla

১৯৩৫ খ্রিষ্টাব্দের ১৯শে জানুয়ারি ভারতর পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় জন্মগ্রহণ করেন। পিতার নাম মোহিত কুমার চট্টোপাধ্যায় এবং মায়ের নাম আশালতা চট্টোপাধ্যায়।

চট্টোপাধ্যায় পরিবারের আদি বাড়ি ছিল অধুনা বাংলাদেশের কুষ্টিয়ার শিলাইদহের কাছে কয়া গ্রামে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পিতামহ নদিয়া জেলার কৃষ্ণনগরে থাকতে শুরু করেন। সৌমিত্রর পিসিমা তারা দেবীর সঙ্গে 'স্যার' আশুতোষ মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্র কলকাতা হাইকোর্টের জাস্টিস রমাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিবাহ হয়েছিল। সৌমিত্রের পিতা মোহিত কুমার চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টে আইনজীবী ছিলেন।

সৌমিত্র পঞ্চম শ্রেণি কৃষ্ণনগরের সেন্ট জন্স বিদ্যালয়ে লেখপড়া করেন। মোহিত কুমার চট্টোপাধ্যায় বাসস্থান পরিবর্তন কর কৃষ্ণনগর থেকে হাওড়াতে চলে এলে আসেন। এই সময় সৌমিত্র হাওড়া জিলা স্কুল ভর্তি হন। এবং এখান থেকে ম্যট্রিক পাশ করেন। এরপর কলকাতা বিশ্বিদ্যালয়ের অধীনে কলকাতার সিটি কলেজ থেকে স্নাতক (সম্মান) শ্রেণীতে পাশ করেন। এরপর কলকাতা বিশ্বিদ্যালয় থেকে বাংলায় এমএ পাশ করেন।

তারপর পিতৃদেবের চাকরি বদলের কারণে সৌমিত্রর বিদ্যালয়ও বদল হতে থাকে এবং উনি বিদ্যালয়ের পড়াশোনা শেষ করেন হাওড়া জিলা স্কুল থেকে। তারপর কলকাতার সিটি কলেজ থেকে প্রথমে আইএসসি এবং পরে বিএ অনার্স (বাংলা) পাস করার পর পোস্ট গ্র্যাজুয়েট কলেজ অফ আর্টস-এ দু-বছর পড়াশোনা করেন।
#viralvideo
#biography
#soumitrachatterjee
#bangla
#uttamkumar
#suchitrasen
#supriyadebi
#anilchatterjee
#sandhyaroy
#binadasgupta
#abpananda

Комментарии

Информация по комментариям в разработке