চেতনা জাগ্রত করা কবিতা | চিরন্তন | সরজ | প্রবাহ সাহিত্য সংস্কৃতি সংসদ | Probaho | Dhaka University

Описание к видео চেতনা জাগ্রত করা কবিতা | চিরন্তন | সরজ | প্রবাহ সাহিত্য সংস্কৃতি সংসদ | Probaho | Dhaka University

চিরন্তন

জিন্দেগীর আয়েসি সুরাহি ক্ষনিকের তৃপ্তি দিতে পারেনাই যাহাদের,
তাহারা আজকে আজন্ম তৃপ্তি লয়ে চলিছে মাড়িয়ে বদর হয়ে বালাকোটের প্রান্তর।
শাহাদাতের কাফেলার সমুখে সমর,
তথাপী তাহাদের চলনে এ কি দৃপ্ত উৎকন্ঠা
যেনো শিশু ফিরিতেছে মায়ের স্নিগ্ধ বক্ষে।
মৃত্যুই তাহাদের কাছে অনন্ত দুনিয়ার দুয়ার।

খোদাদ্রোহীরা শুনে নাও মোর ফরমান
এ কাফেলা সুমাইয়া তক শুরু হয়ে বদর ওহোদ পেরিয়ে
বালাকোট ডিঙিয়ে এসে দাঁড়িয়েছে চিরায়ত আউলিয়ার দেশে।
শহীদের রক্ত যেনো শবনম যার উপর প্রত্যহ
সূর্যলোক আলো দিয়ে প্রজ্বলিত রাখে জাতির শিখা চিরন্তন।
এ দীপ শিখা মোদের কর্ণে কুহরে বিধিয়া দেয় শাহাদাতের তামান্না।
তাঁহাদের মৃত বলো না; বরং তাহারা জীবিত।

এ যাত্রা আল মাহমুদের কন্ঠে অনন্তকালের দিকে।
এই যাত্রা কোনো পথিকের নয়,
এ যাত্রা একটি কাফেলার।




#চিরন্তন
#চেতনাজাগ্রতকরাকবিতা
#সরজ
#শিখাচিরন্তন
#শাহাদাতেরতামান্না
#ঢাকাবিশ্ববিদ্যালয়





এলবাম: বিকেলের সৈকতে

বহুদিন ধরে হয় না লেখা গান
   • বহুদিন ধরে হয় না লেখা গান | বিকেলের স...  

মরু সাহারায় তৃষ্ণা মেটাতে যার হুকুমে ভাসে মেঘের ভেলা
   • মরু সাহারায় তৃষ্ণা মেটাতে | Moro Shah...  

পৃথিবী যখন ঘোর আধারে
   • পৃথিবী যখন ঘোর আধাঁরে | বিকেলের সৈকতে...  

কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে
   • কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে | বিক...  

মনকে বলেছি মন পাখি হয়ে যাও
   • মনকে বলেছি মন পাখি হয়ে যাও | বিকেলের ...  

যেন তোমার দেয়া আলোর পথে
   • যেন তোমার দেয়া আলোর পথে | বিকেলের সৈক...  

হারানো দিনগুলো পাবোনা ফিরে জানি
   • হারানো দিনগুলো পাবোনা ফিরে জানি | বিক...  

ঐ দেখা যায় মসজিদে নববী
   • ঐ দেখা যায় মসজিদে নববী | বিকেলের সৈকত...  

আমার এই কন্ঠে যতটুকু সুর
   • আমার এই কন্ঠে যতটুকু সুর | বিকেলের সৈ...  

চাইবি কত বল ওরে মন
   • চাইবি কত বল ওরে মন | বিকেলের সৈকতে | ...  

নীতির বল্গা ঘোড়াটা
   • নীতির বল্গা ঘোড়াটা | বিকেলের সৈকতে | ...  

বিকেলের সৈকতে একাকী আকাশ দেখি
   • বিকেলের সৈকতে একাকী আকাশ দেখি | বিকেল...  

রাতের আধার নিরব ক্ষণে
   • রাতের আধার নিরব ক্ষণে | বিকেলের সৈকতে...  

জান্নাত লিখে দিও নসীবে আমার
   • জান্নাত লিখে দিও নসীবে আমার | বিকেলের...  


ফেসবুক পেজ:
  / probahoduu  

Комментарии

Информация по комментариям в разработке