Best of Lalon Geeti Cover by golapi ।। বাছাই করা ০৫টি লালনগীতি।।কোহিনুর আক্তার গোলাপি।।

Описание к видео Best of Lalon Geeti Cover by golapi ।। বাছাই করা ০৫টি লালনগীতি।।কোহিনুর আক্তার গোলাপি।।

ঐ কালার কথা কেন বলো আজ আমায়।
যার নাম শুনিলে আগুন জ্বলে
অঙ্গ জ্বলে যায়।।
তুমি বৃন্দে নামটি ধরো
জলে অনল দিতে পারো।
রাধারে ভোলাতে তোমার
এবার বুঝি কঠিন হয়।।
যে কৃষ্ণ রাধার অলি
তারে ভোলায় চন্দ্রাবলী।
সে কথা আর কারে বলি
ঘৃণায় আমার জীবন যায়।।
শতেক হাঁড়ির ব্যাঞ্জন চাখা
রাই বলে ধিক তারে দেখা।
লালন বলে এবার বাঁকা
সোজা হবে মানের দায়।।
-----------------------------------------
পারে কে যাবি নবির নৌকাতে আয়।
রূপকাষ্ঠের নৌকাখানি নাই ডুবার ভয়।।
বেসরা নেয়ে যারা
তুফানে যাবে মারা একই ধাক্কায়।
কি করবে বদর গাজী থাকবে কোথায়।।
নবি না মানে যারা
মোয়াহেদ কাফের তারা এই দুনিয়ায়।
ভজনে তার নাই মজুরী দলিলে ছাপ লেখা যায়।।
যেহি মুর্শিদ সেইতো রাসুল
ইহাতে নাই কোন ভুল,
খোদাও সে হয়।
লালন কয় না এমন কথা কোরানে কয়।।
------------------------------------------------------
চলো যাই আনন্দের বাজারে।
চিত্ত মন্দ তমঃ অন্ধ নিরঙ্গম রবে না রে।।
সুজনায় সুজনাতে সহজ প্রেম হয় সাধিতে
যাবি নিত্য ধামেতে প্রেম পদের বাসনা।।
প্রেমের গতি বিপরীতে সকলে জানে না
সেখানে কৃষ্ণপ্রেমের বেচাকেনা
অন্য বেচাকেনা নাইরে।।
সহস্র রাগের কারণ বাঁকা শ্যাম করলো ধারন
হইলো গৌর বরণ রাধার প্রেম সাধনে।
আনন্দে সানন্দে মিশে যোগ করে যেজনে
সে নিহেতু প্রেম অধর ধরা লালন কয় যেতে পারে।।

--------------------------------------------

আল্লাহ বলো মন রে পাখী।
ভবে কেউ কারো নয় দুঃখের দুখী।।
ভুলো না রে ভব ভ্রান্ত কাজে
আখেরে এসব কান্ড মিছে।
মন রে আসতে একা যেতে একা
এ ভব পিরিতের ফল আছে কি।।
হওয়া বন্ধ হলে সুবাদ কিছুই নাই
বাড়ির বাহির করেন সবাই।
মন তোর কেবা আপন পর কে তখন
দেখে শুনে খেদে ঝরে আঁখি।।
গোরের কিনারে যখন লয়ে যায়
কাঁদিয়ে সবাই প্রাণ ত্যাজতে চায়।
ফকির লালন বলে,
কারো গোরে কেউ না যায়
থাকতে হয় একাকি।।

----------------------------------------
আমি ঐ চরণে দাসের যোগ্য নই।
নইলে মোর দশা কি এমন হয়।।

ভাব জানিনে প্রেম জানিনে
দাসী হতে চাই চরণে।
ভাব দিয়ে ভাব নিলে মনে
সেই সে রাঙ্গা চরণ পায়।।

নিজগুনে পদারবিন্দু
দেন যদি সাঁই দীনবন্ধু
তবে তরি ভবসিন্ধু
নইলে না দেখি উপায়।।

অহল্যা পাষানী ছিল
প্রভুর চরণ ধূলায় মানব হলো।
লালন পথে পড়ে র’লো
যা করে সাঁই দয়াময়।।
------------------------------------------
লালন সাঁইজির বিভিন্ন গানের আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্কাইব করবেন । চ্যানেলটি নতুন আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুক।

Like, Comment, share & Subscribe to get new lalon song updates on the Channel "Fakir Sai"------------------------------------------


#কোহিনুর_আক্তার_গোলাপি
#লালনগীতি
#fakirsai
#lalongeeti
#লালন
#lalon
#লালন_সাঁই
#lalonsong
#লালন_ফকির
#fakir_sai
#লালন_একাডেমি_রংপর
#লালন
#লালনগীতি
#lalon
#লালন_সাঁই
#কোহিনুর_আক্তার_গোলাপি
#লালন_একাডেমি
#ফকির_সাঁই
#লালন_ফকির
#রংপুর

bangla song,bangla folk song,lalon geeti লালনগীতি, lalon geeti,bangla folk song,bangla song

Комментарии

Информация по комментариям в разработке