পারে লয়ে যাও আমায়। লালন। কভার।

Описание к видео পারে লয়ে যাও আমায়। লালন। কভার।

Vocal & Ukelele - Brojo Gopal
Guitar and arrangement : Shihab Uddin

Lyric :
আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়।।

আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিলো পাটে।
তোমা বিনে ঘোর সংকটে
না দেখি উপায়।।

নাই আমার ভজন সাধন
চিরদিন কুপথে গমন।
নাম শুনেছি পতিত পাবন
তাইতে দেই দোহাই।।

অগতির না দিলে গতি
ঐ নামে রবে অখ্যাতি।
লালন কয় অকুলের পতি
কে বলবে তোমায়।


#lalon #banglagaan #cover

Комментарии

Информация по комментариям в разработке