তুঁহু মম | ft. Sayak Aman | Adventure! | Mythological Fantasy! | Ranadip Nandy | Bengali Audio Story

Описание к видео তুঁহু মম | ft. Sayak Aman | Adventure! | Mythological Fantasy! | Ranadip Nandy | Bengali Audio Story

Tunhu Mamo (তুঁহু মম) Spine Chilling mythological fantasy written by Ranadip Nandy. Presented by THRILLERLAND.


এইরকম আরও হরর, থ্রিলার, সাসপেন্স এবং ফ্যান্টাসি গল্প নিয়মিত শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে।

পৃথিবীতে যে মানুষটাকে তুমি সবথেকে বেশি ভালোবাসো, যাকে এক বেলা না দেখলে বুকের ভিতর চিনচিনে ব্যাথা তোমার মনখারাপের জমা জলে কাগজের নৌকা ভাসায়, সেই মানুষটার জন্য তুমি কি করতে পারো? নিজের প্রাণ দিতে পারো? অন্যের প্রাণ নিতে পারো? আচ্ছা যদি সেসব না হয়, যদি তোমায় বলা হয় তোমার ভাগ্যে লেখা আছে তার জন্য অনন্ত অপেক্ষা। তাকে দেখতে পাবে না, চাইলেই তাকে ছুঁতে পারবে না। মাঝরাতে দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে উঠে বসে তাকে জড়িয়ে ধরে শান্তি খোঁজার বিলাসিতা তোমার থাকবে না। তাও ভালোবাসবে তাকে? কতদিন? কত বছর? কত শতাব্দী?

শুনতে থাকো আজকের গল্প, আমার অর্থাৎ রণদীপ নন্দীর লেখা তুঁহু মম। গল্প পাঠে রয়েছি আমি রণদীপ। অন্যান্য চরিত্রে সায়ক, আলোকলতা, সায়নী এবং ম্যাক্স। শব্দ সংযোজন এবং আবহ সৃষ্টি ম্যাক্স। পোস্টার ডিজাইনিং কভারম্যান অভিব্রত। আর হ্যাঁ, চলছে মিডনাইট হরর স্টেশন, থ্রিলার ল্যান্ড এবং বিভা পাবলিকেশন আয়োজিত 'যদি লেখো রঙিন' গল্প প্রতিযোগিতা। তোমরাও ঝটপট লিখে ফেল দুর্দান্ত একটা গল্প। কে বলতে পারে থ্রিলারল্যান্ডে পাঠ করা পরের গল্পটা হয়ত তোমারই লেখা হতে চলেছে। নীচে দেখে নাও নিয়মাবলী।

যদি লেখো রঙিন গল্প প্রতিযোগিতা

প্রথম পুরস্কার – ১৫০০ টাকা
দ্বিতীয় পুরস্কার – ১২০০ টাকা
তৃতীয় পুরস্কার – ১০০০ টাকা
চতুর্থ পুরস্কার – ৮০০ টাকা
পঞ্চম পুরস্কার – ৫০০ টাকা

এছাড়াও লাইটহাউজ কিপার্সের তরফ থেকে থাকছে পাঁচজন বিজয়ীর জন্য মেমেন্টো।

গল্প পাঠানোর নিয়মাবলী:

১) সময়সীমা : ১০ ই ফেব্রুয়ারি ২০২১ থেকে ১৪ই মার্চ ২০২১ অবধি আপনারা মৌলিক গল্প পাঠাতে পারেন এই প্রতিযোগিতায়। গল্প পাঠানোর ঠিকানা - [email protected], ই-মেইলের সাবজেক্ট লাইনে লিখুন – #যদি_লেখো_রঙিন_গল্প_প্রতিযোগিতা। এই ই-মেল এড্রেস ছাড়া অন্য কোনোভাবে পাঠানো গল্প গ্রহণযোগ্য নয়।

২) গল্পের বিষয় : গল্পটি বাধ্যতামুলকভাবে সামাজিক, প্রেম, হাস্যরস, রূপকথা, কিশোরপাঠ্য ইত্যাদি ধারার হতে হবে। রহস্য, ভৌতিক, সাই-ফাই, ডার্ক ফ্যান্টাসি, গোয়েন্দা ইত্যাদি জঁরের গল্প এই প্রতিযোগিতায় পাঠানো যাবে না (ধৈর্য ধরে জমিয়ে রাখুন ওগুলো, জুলাইতে দেবযানী ঘোষ স্মৃতি গল্প প্রতিযোগিতা ২০২১ আসছে)। প্রতিযোগিতা ছাড়া যে কোন সময়েই রহস্য, ভৌতিক, সাই-ফাই, ডার্ক ফ্যান্টাসি, গোয়েন্দা ইত্যাদি জঁরের গল্প পাঠাতে পারেন একই ই-মেইলে, কেবল সাবজেক্ট লাইনে প্রতিযোগিতার নাম লিখবেন না।

৩) সম্পূর্ণভাবে মৌলিক ও অপ্রকাশিত লেখা দিতে হবে। অনুবাদ, কিংবা ‘ছায়া অবলম্বনে’ লেখা গল্প গ্রহণযোগ্য নয়।

৪) একজন লেখক একটিমাত্র লেখাই দিতে পারবেন।

৫) প্রতিযোগিতা চলাকালীন লেখাটি অন্য গ্রুপ, ফেসবুক পেজ, নিজের টাইমলাইন, ব্লগ, কোনরকম সোশ্যাল কিংবা প্রিন্ট মিডিয়াতে দেওয়া যাবে না। আবারও বলছি পূর্বে অনলাইন কিংবা অফলাইন মাধ্যমে প্রকাশিত গল্প একেবারেই বৈধ নয়। ফল প্রকাশের পর স্বচ্ছন্দে গল্পটি অন্য কোথাও পাঠাতে পারেন।

৬) গল্পের মধ্যে কোন বিতর্কিত রাজনৈতিক বা ধর্মীয় প্রসঙ্গ কিংবা অনর্থক অশ্লীলতা এসে পড়লে গল্পটি পত্রপাঠ বাতিল করা হবে।

৭) গল্পের শব্দ সংখ্যা ১৫০০ – ৩৫০০ এর মধ্যে হতে হবে। (৩৭০০ হলেও ক্ষতি নেই, ১২০০ হলেও চলতে পারে।)

৮) গল্পের শেষে লেখকের নিজের নাম, ঠিকানা, ও ফোন নম্বর থাকা আবশ্যক। অন্যথায় গল্পটি বাতিল করতে বাধ্য হব আমরা।

৯) গল্পের কেবলমাত্র ডক (.doc) ফাইল মেইলের সঙ্গে সংযুক্ত পাঠাতে হবে। যদি লেখক একান্তই ডক (.doc) ফাইল পাঠাতে অক্ষম হন, তাহলে মেইল বডিতে লিখে পাঠান। এছাড়া অন্য কোনোভাবে পাঠানো গল্প গ্রাহ্য হবে না। পিডিএফ ফাইল, ছবি তুলে পাঠানো গল্প, স্ক্যান করে পাঠানো গল্প, গুগল ড্রাইভের লিঙ্ক পাঠানো, ইত্যাদি একেবারেই গ্রহণযোগ্য নয়।

১০) বিজয়ীদের নাম ঘোষিত হবে ২০২১ মার্চ মাসের চতুর্থ সপ্তাহে। এক্ষেত্রে বিচারক মন্ডলীর সিদ্ধান্ত চূড়ান্ত বলে গন্য হবে।

১১) কোন প্রবেশমূল্য নেই। নতুন লেখকদের আত্মপ্রকাশ মঞ্চ হয়ে উঠতে পারাটাই আমাদের সার্থকতা। প্রকাশিতব্য বইটির কোনো কপি লেখকদের কিনতে হবে না। লেখকের সৌজন্য কপি ও সাম্মানিক আমরা পাঠিয়ে দেব।

১২) দেবযানী ঘোষ স্মৃতি গল্প প্রতিযোগিতা ২০২০ তে বিজয়ী প্রথম পাঁচজন (থুরি… ছ'জন) এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।

১৩) ভারত কিংবা বাংলাদেশ, দুই দেশের লেখকরাই এতে অংশগ্রহণ করতে পারবেন।

১৪) বিজয়ীদের নাম সমস্ত সোশাল প্লাটফর্মে ঘোষণা করা হবে। এছাড়াও তাদের টেলিফোন মারফত জানিয়ে দেওয়া হবে। নির্বাচিত গল্পগুলির কপিরাইট সংক্রান্ত নথিপত্র বিজয়ীদের নাম ঘোষণার পর আমরা সংগ্রহ করে নেব।

♦️ আজকের গল্প : তুঁহু মম।

♦️ গল্পের লেখক : রণদীপ।

♦️ গল্পপাঠে : রণদীপ।

♦️ গল্পের বিভিন্ন চরিত্রে : আলোকলতা, সায়ক, সায়ানী, এবং ম্যাক্স।

♦️ সাউন্ড এডিটিং, শব্দ গ্রহনে এবং সমগ্র পরিচালনায় : ম্যাক্স।

♦️ পোস্টার ডিজাইন : কভারম্যান অভিব্ৰত।



#thrillerland #HORROR_SPECIAL #midnighthorrorstation #mhstation #sayakaman

💘 Subscribe Our Channel:    / thrillerland  

#️⃣ Our Facebook:   / thrillerland  

🌈 Our Insta Page:   / thriller.land  

🏠 Our Website: thrillerland.in

💌 Our Mail Ids : [email protected] , [email protected] , [email protected]

❤️ Link to Anubhab's Channel :    / @originals_with_anubhab  

🧡 Link to our facebook fangroup : https://www.facebook.com/groups/11691...


© This content is copyrighted to Thrillerland, Use or commercial display or editing of the content without proper authorization is not allowed.

Комментарии

Информация по комментариям в разработке