উল্কি এবং অশরীরী (Horror) - Midnight Horror Station |

Описание к видео উল্কি এবং অশরীরী (Horror) - Midnight Horror Station |

রহস্য, অলৌকিক, সাস্পেন্স!!
গল্পের নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।।

আসামের এক গহীন অরণ্যের মধ্যে কোন অজ্ঞাত আততায়ীর সন্ধানে অভিযান চালাচ্ছেন কমলেশ কুমার শর্মা। হঠাৎ তার মনে হয় চারপাশ বদলে যেতে শুরু করেছে। কারা যেন মাটির উপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে ওনাকে। আড়াল থেকে কেউ যেন নজর রাখছে। রুমেলা দাসের কাহিনী - উল্কি এবং অশরীরী।

পাঠে - সায়ক আমান
মিঃ শর্মা - সায়ক
বুধিয়া - তমাল

শব্দগ্রহণ ও আবহ - সায়ক
শব্দ সংযোজন - সায়ক
কভার ডিজাইন - কভারম্যান অভিব্রত

Buy Rumela Das's Short Story Collection - https://www.writobhasprokashoni.com/p...

Like us on Facebook -
  / ​  

Follow us on Instagram -
  / midnight_ho...​  

Contact Us - [email protected]
Send Your Story - [email protected]



মিডনাইট হরর স্টেশন, থ্রিলারল্যান্ড এবং বিভা পাবলিকেশনের মিলিত প্রয়াসে আমরা আনতে চলেছি যদি লেখো রঙিন গল্প প্রতিযোগিতা।

এই প্রতিযোগিতায় নির্বাচিত প্রথম পাঁচটি গল্প পাঠ করে শোনান হবে মিডনাইট হরর স্টেশনের নতুন ইউটিউব চ্যানেল MHS 2.0 ও থ্রিলারল্যান্ডের ইউটিউব চ্যানেলে। এছাড়াও সেরা পনেরোটি গল্প নিয়ে বিভা পাবলিকেশন একটি গল্প সংকলন প্রকাশ করতে চলেছে। অতয়েব নতুন লেখকদের জন্য থাকছে সুবর্ণ সুযোগ। প্রতিযোগিতার প্রথম পাঁচজন বিজয়ীর জন্যে থাকছে নিম্নলিখিত পুরস্কার।

প্রথম পুরস্কার – ১৫০০ টাকা
দ্বিতীয় পুরস্কার – ১২০০ টাকা
তৃতীয় পুরস্কার – ১০০০ টাকা
চতুর্থ পুরস্কার – ৮০০ টাকা
পঞ্চম পুরস্কার – ৫০০ টাকা

এছাড়াও লাইটহাউজ কিপার্সের তরফ থেকে থাকছে পাঁচজন বিজয়ীর জন্য মেমেন্টো।

গল্প পাঠানোর নিয়মাবলী:

১) সময়সীমা ; ১০ ই ফেব্রুয়ারি ২০২১ থেকে ১৪ই মার্চ ২০২১ অবধি আপনারা মৌলিক গল্প পাঠাতে পারেন এই প্রতিযোগিতায়। গল্প পাঠানোর ঠিকানা - [email protected], ই-মেইলের সাবজেক্ট লাইনে লিখুন – যদি লেখো রঙিন গল্প প্রতিযোগিতা। এই ই-মেল এড্রেস ছাড়া অন্য কোনোভাবে পাঠানো গল্প গ্রহণযোগ্য নয়।

২) গল্পের বিষয় ; গল্পটি বাধ্যতামুলকভাবে সামাজিক, প্রেম, হাস্যরস, রুপকথা, কিশোরপাঠ্য কিংবা অন্যান্য ধারার হতে হবে। রহস্য, ভৌতিক, সাই-ফাই, ডার্ক ফ্যান্টাসি, গোয়েন্দা ইত্যাদি জঁরের গল্প এই প্রতিযোগিতায় পাঠানো যাবে না (ধৈর্য ধরে জমিয়ে রাখুন ওগুলো, জুলাইতে দেবযানী ঘোষ স্মৃতি গল্প প্রতিযোগিতা ২০২১ আসছে)। প্রতিযোগিতা ছাড়া যে কোন সময়েই রহস্য, ভৌতিক, সাই-ফাই, ডার্ক ফ্যান্টাসি, গোয়েন্দা ইত্যাদি জঁরের গল্প পাঠাতে পারেন একই ই-মেইলে, কেবল সাবজেক্ট লাইনে প্রতিযোগিতার নাম লিখবেন না।

৩) সম্পূর্ণভাবে মৌলিক ও অপ্রকাশিত লেখা দিতে হবে। অনুবাদ, কিংবা ‘ছায়া অবলম্বনে’ লেখা গল্প গ্রহণযোগ্য নয়।

৪) একজন লেখক একটি লেখাই দিতে পারবেন।

৫) প্রতিযোগিতা চলাকালীন লেখাটি অন্য গ্রুপ, ফেসবুক পেজ, নিজের টাইমলাইন, ব্লগ, কোনরকম সোশ্যাল কিংবা প্রিন্ট মিডিয়াতে দেওয়া যাবে না। আবারও বলছি পূর্বে অনলাইন কিংবা অফলাইন মাধ্যমে প্রকাশিত গল্প একেবারেই বৈধ নয়। ফল প্রকাশের পর স্বচ্ছন্দে গল্পটি অন্য কোথাও পাঠাতে পারেন।

৬) গল্পের মধ্যে কোন বিতর্কিত রাজনৈতিক বা ধর্মীয় প্রসঙ্গ কিংবা অনর্থক অশ্লীলতা এসে পড়লে গল্পটি পত্রপাঠ বাতিল করা হবে।

৭) গল্পের শব্দ সংখ্যা ১৫০০ – ৩৫০০ এর মধ্যে হতে হবে। (৩৭০০ হলেও ক্ষতি নেই, ১২০০ হলেও চলতে পারে।

৮) গল্পের শেষে লেখকের নিজের নাম, ঠিকানা, ও ফোন নম্বর থাকা আবশ্যক। অন্যথায় গল্পটি বাতিল করতে বাধ্য হব আমরা।

৯) গল্পের কেবলমাত্র ডক (.doc) ফাইল মেইলের সঙ্গে সংযুক্ত পাঠাতে হবে। যদি লেখক একান্তই ডক (.doc) ফাইল পাঠাতে অক্ষম হন তাহলে মেইল বডিতে লিখে পাঠান। এছাড়া অন্য কোনোভাবে পাঠানো গল্প গ্রাহ্য হবে না। পিডিএফ ফাইল, ছবি তুলে পাঠানো গল্প, স্ক্যান করে পাঠানো গল্প, গুগল ড্রাইভের লিঙ্ক পাঠানো, ইত্যাদি একেবারেই গ্রহণযোগ্য নয়।
১০) বিজয়ীদের নাম ঘোষিত হবে ২০২১ মার্চ মাসের চতুর্থ সপ্তাহে। এক্ষেত্রে বিচারক মন্ডলীর সিদ্ধান্ত চূড়ান্ত বলে গন্য হবে।

১১) কোন প্রবেশমুল্য নেই। নতুন লেখকদের আত্মপ্রকাশ মঞ্চ হয়ে উঠতে পারাই আমাদের সার্থকতা। প্রকাশিতব্য বইটির কোন কপি লেখকদের কিনতে হবে না। লেখকের সৌজন্য কপি ও সাম্মানিক আমরা পাঠিয়ে দেব।

১২) দেবযানী ঘোষ স্মৃতি গল্প প্রতিযোগিতা ২০২০ তে বিজয়ী প্রথম পাঁচজন (থুরি… ছজন) এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।

১৩) ভারত কিংবা বাংলাদেশ, দুই দেশের লেখকরাই এতে অংশগ্রহণ করতে পারবে।

১৪) বিজয়ীদের নাম সমস্ত সোশাল প্লাটফর্মে ঘোষণা করা হবে। এছাড়াও তাদের টেলিফোন মারফত জানিয়ে দেওয়া হবে। নির্বাচিত গল্পগুলির কপিরাইট সংক্রান্ত নথিপত্র বিজয়ীদের নাম ঘোষণার পর আমরা সংগ্রহ করে নেব।

প্রতিযোগিতা সংক্রান্ত যে কোন ধরণের অসুবিধায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নিম্নলিখিত যে কোন একটি ফেসবুক প্রোফাইলে –

পৌলমী আদক (সম্পাদক) –
https://www.facebook.com/profile.php?...

লাইটহাউস কিপার্স –
  / lighthouse.keepers.1  

মিডনাইট হরর স্টেশন –
  / mhstation  

থ্রিলারল্যান্ড –
  / thrillerland  

বিভা পাবলিকেশন –
  / bivapublication  

Комментарии

Информация по комментариям в разработке