চিকেন নেক কেন ভারতের সবচেয়ে বড় দুর্বলতা ?| আদ্যোপান্ত | Chicken Neck | Siliguri Corridor

Описание к видео চিকেন নেক কেন ভারতের সবচেয়ে বড় দুর্বলতা ?| আদ্যোপান্ত | Chicken Neck | Siliguri Corridor

চিকেন নেক হারালে ভারত কি শেষ হয়ে যাবে?? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 :    / adyopanto  

পূর্বে নেপাল, পশ্চিমে বাংলাদেশ; এর মাঝখানে ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত একটি ক্ষুদ্র ভূখণ্ড শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। শিলিগুড়ি করিডোরের দৈর্ঘ্য প্রায় ৬০ কি.মি. এবং প্রস্থ অন্তত ২২ কি.মি., কিন্তু কোথাও কোথাও করিডোরটির প্রস্থ আরো কম- ১৭ কি.মি.র কাছাকাছি। শিলিগুড়ি, নকশালবাড়ি, মাটিগাড়া, ফাঁসিদেওয়া এবং চোপড়া ও ইসলামপুরের কিছুটা অংশ এই করিডোরের মধ্যে পড়েছে। করিডোরটির উত্তরে চীন, সিকিম ও ভুটান। চীন নিয়ন্ত্রিত তিব্বতের চুম্বি উপত্যকার দূরত্ব এই অঞ্চল থেকে মাত্র ১৩০ কিলোমিটার।

আর হ্যা, এই করিডোরের নাম চিকেন নেক হওয়ার পেছনে মুরগির ভূমিকা অবশ্যই আছে। ভারতের ম্যাপের ওপর যদি একটি মুরগি বসিয়ে দেয়া যায়, তবে ওই সংকীর্ণ অংশটি মুরগির ঘাড় বা গলার মতোই দেখায়। কিন্তু কখন থেকে এটি চিকেন নেক নামে পরিচিতি পেতে শুরু করে এ বিষয়ে অবশ্য কোনো তথ্য পাওয়া যায়নি। করিডোরটির আকৃতিগত দিকের পাশাপাশি ভূরাজনৈতিক ও ভূকৌশলগত দিক থেকেও এটি কার্যত একটি ‘চিকেন নেক’, কারণ এই অঞ্চলে ভারতের কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র চাইলেই এই ‘মুরগির ঘাড়’ মটকে দিতে পারে। অর্থাৎ শিলিগুড়ি করিডোর দখলে নিতে পারলেই মূল ভারতীয় ভূখণ্ড থেকে উত্তর–পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে ফেলা সম্ভব। ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাষ্ট্র হলেও এই শিলিগুড়ি করিডোর ভারতের একটি গুরুত্বপূর্ণ দুর্বলতা।

▶ Follow Me on Facebook:
  / damahbub  
▶ Follow Me on Instagram:
  / da.mahbub  

💻 যুক্ত হোন:
ফেইসবুক:   / adyopanto  

💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com

📌 For Copyright Related Issues, please contact us:
[email protected]

Комментарии

Информация по комментариям в разработке