ঈশা খাঁর জঙ্গলবাড়ি দুর্গ। Isha Khan Junglebari Fort। বারো ভূঁইয়াদের নেতার ২য় রাজধানী। ঈশা খাঁর বাংলো

Описание к видео ঈশা খাঁর জঙ্গলবাড়ি দুর্গ। Isha Khan Junglebari Fort। বারো ভূঁইয়াদের নেতার ২য় রাজধানী। ঈশা খাঁর বাংলো

ঈশা খাঁর জঙ্গলবাড়ি দুর্গ। Isha Khan Junglebari Fort। বারো ভূঁইয়াদের নেতার ২য় রাজধানী। ঈশা খাঁর বাংলো 2022

#ishakhan
#ishakhanjunglebari
#ঈশাখাঁরজঙ্গলবাড়িদুর্গ
#কিশোরগঞ্জ
#কিশোরগঞ্জ_জেলা
#ঈশাখাঁ

ঈশা খাঁর জঙ্গলবাড়ি দূর্গ
হাওর-বাওড় মাছে ভরা কিশোরগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান ঈশা খাঁর জঙ্গলবাড়ি দুর্গ। জেলা শহর থেকে মাত্র ৮-১০ কিলোমিটার দূরে কাদিরজঙ্গল ইউনিয়নে এটি অবস্থিত। কিশোরগঞ্জ জেলা শহরের একরামপুর মোড় থেকে সিএনজি, রিক্সা বা ইজিবাইকে চড়ে সহজেই যেতে পারবেন জঙ্গলবাড়ি দুর্গে। লোকাল ইজিবাইকে ভাড়া জনপ্রতি ২০ টাকা। আর রিজার্ভ করতে চাইলে যাওয়া আসা ২-৩ শ টাকা লাগবে। এখানে গেলে যা দেখতে পাবেন-ঈশা খাঁর মসজিদ। কবরস্থান। দরবার হল। বসত ঘর। বড় পুকুর এবং বিস্তীর্ণ মাঠ।

জঙ্গলবাড়ি দুর্গ বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত ঈশা খাঁর স্মৃতিবাহী একটি স্থাপনা। মসনদে-আলা-বীর ঈশা খাঁ ছিলেন বাংলার বার ভূঁইয়াদের প্রধান। ঈশা খাঁর জঙ্গলবাড়ি প্রকৃতপক্ষে ঈশা খাঁর দ্বিতীয় রাজধানী ছিল। বর্তমানে এটি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর কর্তৃক তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলাধীন কাদিরজঙ্গল ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামে নরসুন্দা নদীর তীরে দুর্গটির অবস্থান।

ইতিহাস
ঈশা খাঁর আদি নিবাস আফগানিস্তান। মুঘল ও ইংরেজদের অত্যাচারে অতিষ্ঠ বাংলার জমিদারগণ তাকে গোয়েন্দা মারফতে বাংলায় আসার সংবাদ পাঠালে তিনি ১৪০০ ঘোড়সওয়ার, ২১টি নৌবিহার ও গোলাবারুদ নিয়ে ত্রিপুরা রাজ্যে পৌঁছান। ১৫৮৫ সালে তৎকালীন কোচ রাজা লক্ষ্মণ হাজরা ও রাম হাজরাকে পরাজিত করে জঙ্গলবাড়ি দুর্গ দখল করেন। কোচ রাজা লক্ষ্মণ হাজরা বা ঈশা খাঁর কেউ এই দুর্গের স্থপতি নয়। এটি প্রাক-মুসলিম যুগে নির্মিত বলে ধারণা করা হয়। তবে ঈশা খাঁ দুর্গ দখল করার পর এর ভিতরে কিছু স্থাপনা নির্মাণ করেন। এই দুর্গ থেকে পরে তিনি একে একে তিনি সোনারগাঁওসহ মোট ২২টি পরগণা দখল করেন। ১৫৯৭ সালে তিনি পাকুন্দিয়ার এগারসিন্দুরে মুঘল সম্রাট আকবরের সেনাপতি মানসিংকে পরাজিত করেন।

বিবরণ
দুর্গটিতে বর্তমানে উত্তর-দক্ষিণে লম্বা ইটের পাঁচিল দিয়ে ভাগ করা দুটি চত্বর রয়েছে। স্থানীয়রা পাঁচিলটি পরিচিত 'প্রাসাদ প্রাচীর' নামে। দক্ষিণ দিকে একটি তোরণ আছে। তোরণটির সামনের দিকে 'করাচি' নামে একটি পূর্বমূখী একতলা ভবন রয়েছে। তোরণের পিছনে 'অন্দর মহল' নামে এক তলা দক্ষিণ মুখী একটি ভবন রয়েছে। পুরো ইটের দেওয়াল চুনকামসহ লেপন দিয়ে ঢাকা। দক্ষিণ, পশ্চিম ও উত্তর দিকে গভীর পরিখা খনন করা আছে। পরিখাটিকে পূর্বদিকে নরসুন্দা নদীর সাথে সংযুক্ত করা হয়। বাড়ির সামনে ঈশা খাঁর সময়ের খনন করা একটি দীঘি আছে। তার পাশেই আছে একটি তিনগম্বুজ বিশিষ্ট মসজিদ। ধারণা করা হয়, ঈশা খাঁই মসজিদটি নির্মাণ করেছেন। মসজিদটিতে রয়েছে মুঘল স্থাপত্যশৈলীর ছাপ। মসজিদের পাশেই ঈশা খাঁর বংশধরদের বাঁধানো কবর রয়েছে। ২০০৫ সালের ১২ জুন দুর্গের ভিতরের দরবারগৃহটি সংস্কার করে স্থানীয় প্রশাসন 'ঈশা খাঁ স্মৃতি জাদুঘর ও পাঠাগার' স্থাপন করে। সেখানে ঈশা খাঁর বিভিন্ন ছবি, তার বংশধরদের তালিকা এবং বিভিন্ন নিদর্শন রয়েছে।

বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন।
ফেইসবুকঃ www.facebook.com/razzaque.du
ইমেইলঃ [email protected]

Search Key words:

#ঈশাখাঁ খাঁ,
#ঈশা খাঁর ছবি,
#ঈশা খাঁর বাড়ি,
#ঈশা খাঁর ইতিহাস,
#ঈশা খাঁর জঙ্গলবাড়ি,
#ঈশা খাঁর জীবনী,
#ঈশা খাঁর বংশধর,
#ঈশা খাঁর জন্মদিন,
#ঈশা খাঁর বাড়ি কিশোরগঞ্জ,
#ঈশা খাঁর জঙ্গলবাড়ি,
#ঈশা খাঁর জঙ্গলবাড়ি দূর্গ,
#ঈশা খাঁর জঙ্গলবাড়ি দূর্গ কিশোরগঞ্জ,
#চারশো বছরের পুরনো ঈশা খাঁর জঙ্গলবাড়ি দূর্গ,
#কিশোরগঞ্জের দর্শনীয় স্থান,
#মুসলিম বীর ঈশা খাঁ,
#ঈশা খাঁর বাংলো,
#ঈশা খাঁ স্মৃতি জাদুঘর ও পাঠাগার,
#ঈশা খাঁর মসজিদ,
#ঈশা খাঁর দরবার হল,
#ঈশা খাঁর বংশধরদের তালিকা,
#History Of Isha Khan's Jangalbari Fort,
#Isha Khan's Jangalbari Fort,
#Isha Khan Jangalbari Fort,
#Isha Khan's Jungalbari Fort,
#Isha Khan Jungalbari Fort,
#Isha Khan,
#Isha Khan’s mosque,
#Kishoreganj,
#Karimganj,
#Jangalbari,
#Junglebari,

Комментарии

Информация по комментариям в разработке