ছাদ বাগানে প্রচুর ফল সবজি ফলছে, তবে সুন্দরভাবে মাছ চাষ ও করছেন হালিশহরের মিঠু দি ও সজল দা

Описание к видео ছাদ বাগানে প্রচুর ফল সবজি ফলছে, তবে সুন্দরভাবে মাছ চাষ ও করছেন হালিশহরের মিঠু দি ও সজল দা

#fruit_vegetable_Garden_overview
ছাদ বাগানে প্রচুর সবজি ফল ফুল সবকিছু আমরা দেখতে পাচ্ছি বা রোজ দুপুরে দেখতে পাই,
তবে ছাদ বাগানের সুন্দর ভাবে মাছ চাষ করা যায় সেটা এই প্রথম আমরা জানতে পারলাম,
সেই মাছের জল গুলি দেওয়া হয় সমস্ত গাছে,
খুব সহজ পদ্ধতিতে নিজেদের মতন করে এই বাগান তৈরি করেছেন সজল দা মিঠু দি।
দুজনের হাতে হাত মিলিয়ে বাগান করেছেন,
ছাদে সব ধরনের সবজি আপনারা দেখতে পাচ্ছেন তার পাশাপাশি সুন্দর ফল হয়ে আছে একটি লেবু গাছে আরো বেশ কিছু গাছ আছে যেমন বেদানা পেয়ারা সবেদা আরও বিভিন্ন ধরনের লেবু সেগুলোতেও আমরা ফল দেখতে পাচ্ছি আজ নতুন নয় এই ধরনের বাগান যারা করে মোটামুটি সকলেই সবজি ও ফলের সফলতা পেয়েছে আপনি নিজে ভাবছেন আপনার কেন হচ্ছে না অবশ্যই হবে আপনি চেষ্টা করলে বা গাছ বসালেই ফল অবশ্যই পাবেন এক থেকে দেড় বছরের মধ্যে।

এখানে নতুন একটা জিনিস আমরা দেখতে পাই ছাদে মাছ চাষ করা হয়েছে নরমাল ভাবে খাওয়ার জন্য না হলেও শখে করা হয়েছে ছাদে করা হয়েছে আপেল গাছ বেগুন টমেটো ফুলকপি বাঁধাকপি এছাড়া অন্য সবকিছু।

আপনারাও করুন সহজভাবে বাগান আর আপনাদের বাগানগুলোকে তুলে ধরবে গ্রীন ফ্রেন্ডস সবসময় আপনাদের পাশে আছে যেকোন সুবিধা-অসুবিধা থাকতে আপনারা এই চ্যানেলকে পাশে পাবেন।

Комментарии

Информация по комментариям в разработке