মাটির নিচে ৫০০ বছরের পুরনো দারাসবাড়ি বিশ্ববিদ্যালয় || Darasbari University

Описание к видео মাটির নিচে ৫০০ বছরের পুরনো দারাসবাড়ি বিশ্ববিদ্যালয় || Darasbari University

বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দীন শাহের রাজত্বকালে ১৫০২ খ্রিষ্টাব্দে সুলতানের আদেশে বাংলার আদি রাজধানী গৌড়ের ফিরোজপুর এলাকায় দারাস বাড়ী মাদ্রাসা নামে এই বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করা হয়। সুবিশাল এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অঞ্চল হতে শিক্ষার জন্য এখানে শিক্ষার্থীরা সমবেত হতেন। বাংলার বুকে সর্বপ্রথম এই বিশ্ববিদ্যালয়েই বোখারি ও মুসলিমসহ সিহাহ সিত্তাহ হাদিস শিক্ষা দেওয়া হতো। হুসেন শাহ্ পরবর্তী সময়ে ঢাকার সোনারগাঁ মাদ্রাসায় সিহাহ সিত্তাহ হাদিস শিক্ষা দেওয়া হতো। মোহাম্মদ বিন ইয়াজদান বখশ নামক এক আলেমকে দিয়ে বোখারী শরীফ নকল করিয়ে এই বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার গড়ে তোলা হয়।

Contact :
[email protected]

#darasbari_university

Комментарии

Информация по комментариям в разработке