II ভারতের প্রথম পোস্ট অফিস 🏣 II History of India's 1st post office📚 II Khejuri II Purba Medinipur II

Описание к видео II ভারতের প্রথম পোস্ট অফিস 🏣 II History of India's 1st post office📚 II Khejuri II Purba Medinipur II

Hello Guys, Welcome to my channel - *"Suraj The Sun"*... In this video, I am going to show you 👉

II ভারতের প্রথম পোস্ট অফিস🏣 II History of India's 1st post office📚 II Khejuri II Purba Medinipur II

আজ থেকে প্রায় ২৫০ বছর আগে পর্তুগীজ আমলেই বন্দর শহর হিসেবে সুখ্যাতি অর্জন করেছিল খেজুরি। পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে উপনিবেশ স্থাপন করে।

ইউরোপের অন্যান্য অংশের সঙ্গে ভারতের যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে ব্রিটিশদের হাত ধরেই এখান থেকে সূচনা হয়েছিল দেশের প্রথম ডাক ব্যবস্থার। ১৮০০ সালে দেশের প্রথম ডাকঘরটি তৈরি হয়েছিল খেজুরিতে। সে সময় এলাকায় পরিচিত ছিল কেডগিরি নামে। সে নামেই নামকরণ করা হয় ডাকঘরের। বিভিন্ন সময়ে ব্যবহৃত অন্তত চার রকমের স্ট্যাম্পের উল্লেখ পাওয়া যায় এই 'কেডগিরি ডাকঘর' এর ইতিহাসে। ডাকঘরটি ছিল তিনতলা। ১৮৫১-৫২ সালে ভারতবর্ষে প্রথম চালু হওয়া টেলিগ্রাফ লাইনেরও অংশীদার ছিল এই ডাকঘরটি।
তার বছর কয়েক পরেই ১৮৭৬ সালে বিশাল সামুদ্রিক ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় ডাকঘরটি। তারপর থেকেই দেশের প্রথম ডাকঘর অযত্নে দাঁড়িয়ে রয়েছে আজও।

কলকাতা বন্দর প্রতিষ্ঠার আগে একসময় বড় বড় জাহাজ গুলো এই বন্দর থেকেই বিদেশ পাড়ি দিতো। রাজা রামমোহন রায় প্রথম ও শেষ বারের জন্য এই খেজুরি বন্দর থেকেই ১৮৩০ সালের ২০ শে নভেম্বর বিদেশ যাত্রা করেছিলেন।

পোস্ট অফিসটির পাশেই রয়েছে ডাক বাংলো। শোনাযায়, তখনকার দিন এ যারা এই পোস্ট অফিস এ কর্মরত ছিলেন, তাদের আশ্রয়স্থল হিসেবে নির্মিত হয়েছিল এই বাংলোটি। কিন্তু ইতিহাস বিজড়িত এই বাংলো আজ যত্নের অভাবে বিলুপ্তির পথে। মাথার ওপরে ছাদের অনেকটা অংশ পরে গিয়েছে। দাঁড়িয়ে রয়েছে ইতিহাস বহন করে নিয়ে চলা বাংলোর দেওয়াল গুলো।

বাংলোর পাশেই রয়েছে একটি সমাধিস্থল। দেশ বিদেশ এর নানা নাবিক, বণিক, পর্তুগিজ পর্যটক এর অন্তিম দিন যাপন এর নিদর্শন টুকুও আজ অবহেলার স্বীকার। ঢেকে গিয়েছে জঙ্গলে। কিছু নাম এর ফলক লাগানো স্মৃতিসৌধ দাঁড়িয়ে রয়েছে আর বাকি গুলো এদিক ওদিক ভেঙ্গে পরে রয়েছে।

এক সময় এর ব্যাস্ত সমুদ্র সৈকত আজ একেবারে শান্ত, স্নিগ্ধ। আগে সমুদ্র সৈকতটি ছিল একেবারে পোস্ট অফিস এর পাশে।পলি পড়ে আজ গভীরতা অনেক কমে গেছে। সমুদ্র সৈকতটি নিজের খেয়ালে কিছু টা দূরে সরে গেছে। পোস্ট অফিস থেকে বাইক এ করে সমুদ্র সৈকত পৌঁছাতে সময় লাগলো ৫ মিনিট।

ভারতবর্ষের প্রথম পোস্ট অফিস আজ হেরিটেজ এর তকমা পেয়েছে। পোস্ট অফিস কে কেন্দ্র করে সামনে একটি সুসজ্জিত উদ্যান নির্মিত হয়েছে এখানে। চারিদিক এ ইট, সিমেন্ট দিয়ে গড়া প্রাচীর দিয়ে ঘেরা কিন্তু হেরিটেজ এর তকমা পেলেও, আজ তার প্রায় ৯৯% অংশ ধ্বংস হয়ে গেছে। দাঁড়িয়ে রয়েছে শুধু সিড়ির ঘর আর কোনো একটি দালান এর ছোট্ট অংশ। জঙ্গল এ ভরে গিয়েছে চারিদিক, গাছপালা আর সাপেরা যেনো আজ নিজেদের বাসস্থান কে সুনিশ্চিত করেছে এখানে। আর ভারত এর গর্ব যেনো তার মাঝে দাঁড়িয়ে শেষ নিশ্বাস টুকু নিচ্ছে।

Thanks for watching my video, if you like the video, please do like, comment, share and subscribe my channel "Suraj The Sun" and please press the 🔔 icon to get the notification of my new upcomming video 🙂

Bakiput sea beach: 👇
   • ll Baguran Jalpai 🏍️ Bakiput sea beac...  

Kapalkundala Temple: 👇
   • Kapalkundala Mandir 🏡 #Bankimchandra_...  

Dariyapur lighthouse: 👇
   • II Dariyapur Light House 🚨 II Natural...  

Petuaghat Port:👇
   • IIThe largest fishing port of west be...  

Hijli sarif: 👇
   • II Hijli Mazar Sharif 🕌 Visit to a Hi...  

Cheers to a New Beginning 🤘

#suraj the sun
#historicalplace
#khejuri
Thank you,
Love.......
Suraj Maity

Комментарии

Информация по комментариям в разработке