II বিদ্যাসাগরের বীরসিংহ গ্রাম 🏡 II বিদ্যাসাগরের জন্মভিটে ও কালিকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালা 🛖 lI

Описание к видео II বিদ্যাসাগরের বীরসিংহ গ্রাম 🏡 II বিদ্যাসাগরের জন্মভিটে ও কালিকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালা 🛖 lI

Hello Guys, Welcome to my channel - "Suraj The Sun"... In this video, I am going to show you 👉

II বিদ্যাসাগরের বীরসিংহ গ্রাম 🏡 II বিদ্যাসাগরের জন্মভিটে ও কালিকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালা 🛖 lI

📌 কি ভাবে যাবেন:-
লোকাল ট্রেনে বা বাসে করে পৌঁছাতে হবে পাঁশকুড়া। ওখান থেকে ঘাটালগামী বা চন্দ্রকোনারোড গামী যেকোনো বাসে এসে নামতে হবে বীরসিংহমোড়ে। ওখান থেকে টোটো করে ১০-১৫ মিনিটের ভেতরে পৌঁছে যাবেন বীরসিংহ গ্রাম।

🔮বিস্তারিত:-
১৮২০ সালের ২৬ শে সেপ্টেম্বর তথা বাংলার ১২২৭ বঙ্গাব্দের ২২ শে আশ্বিন মঙ্গলবার, মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম ছিল ঠাকুরদাস বন্ধোপাধ্যায় , মায়ের নাম ছিল ভগবতী দেবী।

📌কি কি দেখতে পাবেন:-

🌟দেখতে পাবেন- কালিকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালা। চার বছর নয় মাস বয়সে তাঁর পিতা তাঁকে গ্রামের সনাতন বিশ্বাসের পাঠশালায় ভর্তি করে দেন। কিন্তু সেখানে পাঠদান এর থেকে শাস্তি দানেই বেশি জোর দেওয়া হতো। তাই তাঁর ঠাকুরদা তাঁকে গ্রামের কালিকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালায় ভর্তি করে দেন। এই পাঠশালাতে তিনি সেকালের প্রচলিত বাংলা শিক্ষা লাভ করেছিলেন, ১৮২৮ সালের নভেম্বর মাসে তিনি পাঠশালার শিক্ষা শেষ করে উচ্চশিক্ষার জন্য কলকাতা চলে যান। তাঁর চোখে কালিকান্ত চট্টোপাধ্যায় ছিলেন এক আদর্শ শিক্ষক।

🌟 এর পাশেই রয়েছে বিদ্যাসাগর স্মৃতিমন্দির। যেটি বিদ্যাসাগর স্মৃতি সংরক্ষণ সমিতি দ্বারা ১৯৪০ সালে নির্মিত হয়েছিল। বর্তমানে যেখানে এই স্মৃতি মন্দিরটি রয়েছে একসময় এখানেই ছিল বিদ্যাসাগরের বিশাল মাটির বাড়ি এবং এই বাড়িতেই তাঁর জন্ম হয়েছিল। বর্তমানে ওই মাটির বাড়ির আদলে এখানে বাড়ি তৈরি করা হয়েছে এবং বিদ্যাসাগর এর ব্যাবহৃত নানা জিনিস, এবং বিভিন্ন তথ্য নিয়ে সংগ্রহশালা করা হয়েছে।

🌟এখানে রয়েছে বীরসিংহ ভগবতী বিদ্যালয়। বিদ্যাসাগর তাঁর মায়ের স্মৃতির উদ্দেশ্যে এই বিদ্যালয় স্থাপন করেছিলেন ১৮৫৩ সালে। বিদ্যালয়ের তখনকার সময়ের মাটির হোস্টেলগুলি এখনো রয়েছে। ওগুলো সংস্কার এর কাজ চলছে এবং ওগুলোকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে।

🌟 পাশেই রয়েছে ঠাকুরদাস মঞ্চ। যেখানে এখন নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

🌟 তার পাশে রয়েছে বীরসিংহ বিদ্যাসাগর মেমোরিয়ালহল রুরাল লাইব্রেরী। ভিতরে সাজানো, গোছানো শান্ত পরিবেশ। বেশ ভালো লাগবে।

🪻 সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে ১৮৩৯ সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ছিল তাঁর। তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও সহজপাঠ্য করে তোলেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনিই। তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রচনা করেছেন যুগান্তকারী শিশুপাঠ্য বর্ণপরিচয়-সহ একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ। সংস্কৃত, হিন্দি ও ইংরেজি থেকে বাংলায় অনুবাদ সাহিত্য ও জ্ঞানবিজ্ঞান সংক্রান্ত বহু রচনা।
🪻 নারীমুক্তির আন্দোলনেও তার অবদান উল্লেখযোগ্য।
🪻অন্যদিকে বিদ্যাসাগর মহাশয় ছিলেন একজন সমাজ সংস্কারকও। বিধবা বিবাহ ও স্ত্রী শিক্ষার প্রচলন, বাল্যবিবাহের মতো সামাজিক অভিশাপ দূরীকরণে তার অক্লান্ত সংগ্রাম আজও স্মরিত হয় যথোচিত শ্রদ্ধার সঙ্গে।
🪻বাংলার নবজাগরণের এই পুরোধা ব্যক্তিত্ব দেশের আপামর জনসাধারণের কাছে পরিচিত ছিলেন ‘দয়ার সাগর’ নামে।দরিদ্র, আর্ত ও পীড়িত কখনোই তার দ্বার থেকে শূন্য হাতে ফিরে যেত না। এমনকি নিজের চরম অর্থসঙ্কটের সময়ও তিনি ঋণ নিয়ে পরোপকার করেছেন‌। তার পিতামাতার প্রতি তার ঐকান্তিক ভক্তি ও বজ্রকঠিন চরিত্রবল বাংলায় প্রবাদপ্রতিম। মাইকেল মধুসূদন দত্ত তার মধ্যে দেখতে পেয়েছিলেন প্রাচীন ঋষির প্রজ্ঞা, ইংরেজের কর্মোদ্যম ও বাঙালি মায়ের হৃদয়বৃত্তি।

🪻বাঙালি সমাজে বিদ্যাসাগর মহাশয় আজও এক প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে তার স্মৃতিরক্ষায় স্থাপিত হয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। রাজধানী কলকাতার আধুনিক স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন বিদ্যাসাগর সেতু তারই নামে উৎসর্গিত।

🪻২০০৪ খ্রিষ্টাব্দে বিবিসি বাংলা কর্তৃক পরিচালিত জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০ জন বাঙালির মধ্যে অষ্টম স্থান লাভ করেন।

Thanks for watching my video, if you like the video, please do like, comment, share and subscribe my channel "Suraj The Sun" and please press the 🔔 icon to get the notification of my new upcomming video 🙂

Cheers to a New Beginning 🤘

#surajthesun #vidyasagar #birsinghpur #historicalplaces


Thank you,
Love.......
Suraj Maity

Комментарии

Информация по комментариям в разработке