লেখকের মূল্যায়ন লেখা দিয়ে, পেশা দিয়ে নয় | মাসরুর আরেফিন | Mashrur Arefin

Описание к видео লেখকের মূল্যায়ন লেখা দিয়ে, পেশা দিয়ে নয় | মাসরুর আরেফিন | Mashrur Arefin

মাসরুর আরেফিনের ৫৩তম জন্মদিন উপলক্ষে কথাপ্রকাশ প্রকাশনীর আয়োজনে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে লেখক-পাঠক সম্মেলনে (১৪ অক্টোবর ২০২২) নিজের সাহিত্যকর্ম সম্পর্কে কথা বলেন মাসরুর আরেফিন।

‘তিনি তো লেখক নন ব্যাংক এমডি’ -মাসরুর আরেফিন সম্পর্কে এমন সমালোচনার জবাব হিসেবে লেখক পাল্টা প্রশ্ন ছুড়েছেন, ‘আমি কী কারো দয়ায় ব্যাংক এমডি হইছি?’ সাহিত্যিক হিসেবে তাঁর মূল্যায়ন তার সাহিত্য বা লেখালেখির মান দিয়েই করার আহ্বান রাখেন তিনি।

পৃথিবীর আসল রূপে তিনি পৃথিবীকে দেখাতে চান জানিয়ে এই কথাসাহিত্যিক বলেন, ‘আমি আমার সাহিত্যচর্চা করতে গিয়ে বুঝতে পারলাম, আমি অন্যায়ের বিরুদ্ধে লিখতে চাই না, ক্ষমতাশালীর বিরুদ্ধেও লিখতে চাই না। আমি চাই পৃথিবীটা যে রকম, তার আসল রূপে পৃথিবীটা দেখাতে চাই। কারও বিপক্ষ বা পক্ষ নেওয়া আমার কিছু নাই। আমি অতি সামান্য একজন মানুষ।’

তিনি বলেন, ‘অগ্রজেরা পৃথিবীকে যেভাবে সাদাকালো ভাবে দেখতেন, আমাদের সেভাবে দেখার উপায় নেই।’

পৃথিবীতে শোষণের শেষ নেই বলে উল্লেখ করে মাসরুর আরেফিন বলেন, বর্তমান যে ব্যবস্থা তাকে তিনি প্রশ্নবাণে ছিন্নভিন্ন করার চেষ্টা করেন। তবে বেশি করতে গেলে এ ব্যবস্থার মধ্যেই হুমকির একটা বিষয় থাকে। এই ব্যবস্থা ‘নেই’ করে দেবে, ‘গুম’ হওয়ার আশঙ্কা থাকবে। প্রাণের ভয় সবারই আছে। পুরো সমাজব্যবস্থাই এখন বিভাজিত।

নিজের লেখায় ক্ষমতার বিভিন্ন বিষয় থাকা প্রসঙ্গে মাসরুর আরেফিন বলেন, পৃথিবীর মূল চালিকাশক্তি হচ্ছে ক্ষমতা। এই ক্ষমতাও সব সময় নেতিবাচক নয়।
ˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍ
✅Facebook ►   / msikhan11  
✅Instagram►   / msi.khan  
✅Tiktok ►  / msi.khan  
✅Twitter ►   / msikhan11  
✅Youtube►    / msikhan  
✅Soundcloud►   / msikhan  
✅E-mail ► [email protected]
ˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍ

Комментарии

Информация по комментариям в разработке