কোথায় হে দয়াল কাণ্ডারি | এ ভব তরঙ্গে | সাধুগুরু ন‌হির শাহ ফ‌কির | অমৃত লালন বানী-৮৪

Описание к видео কোথায় হে দয়াল কাণ্ডারি | এ ভব তরঙ্গে | সাধুগুরু ন‌হির শাহ ফ‌কির | অমৃত লালন বানী-৮৪

কোথায় হে দয়াল কাণ্ডারী
এ ভবতরঙ্গে এসে (আমার) কিনারায় লাগাও তরী।।
তুমি হে করুনা সিন্ধু
অধ্ম জনার বন্ধু
দাও হে আমায় পদারবিন্দ
যাতে তুফান তরিতে পারি।।
পাপী যদি না তরাবে
অধ্মতারন নাম কে লবে
জীবের দ্বারে এহি ভবে
নামের ভ্রম রবে তোমারি।।
ডুবাও ভাসাও হাতটি তোমার
এ ভবে আর কেউ নাই আমার
ফকির লালন বলে দোহাই তোমার
আমায় চরনের ঠাঁই দাও হে, তরি

#বাউলপানকৌড়ি
#লালনবানী
#ন‌হিরশাহফ‌কির

Комментарии

Информация по комментариям в разработке