বাংলার প্রাচীন শহর খ্যাত পুরান ঢাকার আরমানিটোলার আনাচে কানাচে | পর্ব-০১ | ARMANITOLA | Info Hunter

Описание к видео বাংলার প্রাচীন শহর খ্যাত পুরান ঢাকার আরমানিটোলার আনাচে কানাচে | পর্ব-০১ | ARMANITOLA | Info Hunter

লন্ডন, প্যারিস এবং কলকাতার পর পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহর হিসেবে পুরান ঢাকাকে বিবেচনা করা হয়ে থাকে। ইতিহাস আর ঐতিহ্যের দিক দিয়ে পুরান ঢাকা এতোটাই সমৃদ্ধ যে তা বলে শেষ করা যাবে না। আর পুরান ঢাকার এই ইতিহাস ঐতিহ্যের অংশ হিসেবেই আমার আজকের আরমানিটোলা নিয়ে এই ভিডিওটা করা। এই ভিডিওতে আমি আর্মানিটোলার কিছুটা অংশ তুলে ধরার চেষ্টা করেছি। তারা মসজিদ থেকে শুরু করে বাখরখানি সবকিছুই আছে এই ভিডিওতে। আরমানিটোলা পুরান ঢাকার একটি স্থান। অনেক পূর্বে এখানে আর্মেনিয়ার অধিবাসী বা আর্মেনিয়ানরা থাকতেন, তাই এলাকাটির নামকরণ হয়ে যায় আরমানিটোলা। পারস্যের সাফাভি শাসকরা ষোল শতকে পশ্চিমের পাহাড়ি দেশ আর্মেনিয়া দখলের প্রেক্ষাপটে আরমানিয়ানরা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে। মোগলদের সমসাময়িক সময়ে ঢাকায় আরমানিয়ানদের আগমন ঘটে। ভাগ্য বদলের লক্ষ্যে ঢাকায় আসা আরমানিয়ানরা অল্পদিনের মধ্যেই প্রভাবশালী হয়ে ওঠে। এখানে তাদের ব্যবসা বাণিজ্য দ্রুত বিস্তারের মাধ্যমে তারা শহরের গুরুত্বপূর্ণ গোষ্ঠীতে পরিণত হয়। আঠারো শতকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর রমরমা ব্যবসা ছিল লবণ। এই লবণ উৎপাদন এবং বিতরণের জন্য কোম্পানির ঠিকাদারদের অধিকাংশ ছিল আরমানিয়ান। ব্যাবসায়িকে সাফল্যের কারণে আরমানিয়ান পরিবার আঠারো শতকে ঢাকয় স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। ঢাকা শহরের যে স্থানটিতে তারা শ্রেণীবদ্ধভাবে বসত শুরু করে সে স্থানটি আরমানিটোলা নামে পরিচিত।
#আরমানিটোলা #Armanitola_old Dhaka

For More Visit:
Facebook:   / bdinfohunter  
Website: https://infohunterbd.blogspot.com/

Комментарии

Информация по комментариям в разработке