কালের বিবর্তে হারিয়ে যাওয়া তালিবপুর জমিদার বাড়ী || Talibpur Zamindar house || Murshidabad

Описание к видео কালের বিবর্তে হারিয়ে যাওয়া তালিবপুর জমিদার বাড়ী || Talibpur Zamindar house || Murshidabad

বন্ধুরা আজ আমি রওনা দিয়েছি মুর্শিদাবাদ জেলার তালিবপুর গ্রামে। মুর্শিদাবাদের বহরমপুর শহর থেকে প্রায় ৬০ কিলমিটার দূরত্বে এই তালিবপুর গ্রাম। ১৬শ শতকের গোড়ার দিকে উত্তর ভারত থেকে ততকালীন ফতে সিংহ পরগনার এই তালিব পুরে এসেছিলেন মৌলানা ফুসী। ততকালীন সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে তিনি সনদ নিয়ে এসে এই এলাকায় বসবাস শুরু করেন। আর্বী ও ফার্সি ভাষায় পণ্ডিত মৌলানা ফুশী কে এই এলাকার শাসক প্রতিনিধি কে সহযোগীতা করার জন্য সম্রাট তাঁকে বেশ কিছু লাখেরাজ সম্পত্তি দান করেন। তার ছেলে দীন মহম্মদ ও নাতি পীর মহম্মদ ও জনহিতকর কাজের জন্য অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেন। পীর মহম্মদের ছেলে গোলাম রসুল আরবী ও ফার্সি ভাষায় বিশেষ জ্ঞ্যান অর্জন করেছিলেন। তার দুই পুত্র মৌলানা গোলম বতুল ও মৌলবী গোলাম সুবেদার দুজনেই সদর দেওয়ানী আদালতে ওকালতি করতেন। এলাক্য বিভিন্ন জনহিতকর কাজে গোলাম বতুল প্রচুর খরচ করতেন।জল সঙ্কট মেটানোর জন্য তিনি এলাকায় অনেক পুকুর খনন করান, বহু মসজিদ, মাদ্রাসা ও মুসাফির খানা তৈরী ও সেগুলি রক্ষণাবেক্ষণের কাজে প্রচুর ব্যয় করতেন তিনি। গোলাম বতুলের ছেলে মুন্সী নওয়াজ হোসেন ছিলেন ভীষন উদার চরিত্রের মানুষ। তিনি এলাকার মানুষের ভলোর জন্য অনেক কাজ করেছিলেন। তিনি বাবু মিয়া নামে পরিচিত ছিলেন। পূর্ব পুরুষের ধারা অনুযায়ী তিনি যেমন মসজিদ মুসাফির খানায় ব্যয় করতেন, তেমনি নিজের গ্রামে একটি ফ্রি স্কুল ও দাতব্য চিকিৎসালয় স্থাপন করেছিলেন। তালিবপুরের জমিদার বংশের অন্যতম উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন মুন্সী জিল্লার রহমান, যিনি রাজা মিয়াঁ নামে প্রসিদ্ধ ছিলেন। রাজা মিয়া অত্যন্ত ধার্মিক ও প্রজাদরদী জমিদার ছিলেন। সাধারন প্রজাদের জন্য তিনি গ্রামে গ্রামে সেচ ও পানীয় জলের ব্যবস্থা করেন এবং বহু পুকুর ও কুয়ো খনন করান। গরীব প্রজাদের জন্য লঙ্গরখানা স্থাপন, মুসাফিরখানা স্থাপন, শিক্ষার জন্য মাদ্রাসা, গরীবদের চিকিৎসার জন্য দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন। এখানকার ‘রাজামিয়া মসজিদটি আজও রাজামিয়াঁর স্মৃতি বহন করে চলেছে। ইংরেজী শিক্ষার প্রসারের জন্য তিনি এই তালিবপুরে একটি উচ্চ ইংরেজী বিদ্যালয়ও স্থাপন করেছিলেন। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক কিন্তু ধর্মীয় সংকীর্ণতা তাঁকে কোনো দিনও গ্রাস করতে পারেনি।

বন্ধুরা , যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট, সেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানলের সঙ্গে থাকবেন এই আশা রাখি ।

#তালিবপুর_জমিদার_বাড়ি#তালিবপুর_রাজবাড়ি#Talibpur_Jamidar_bari#Talibpur_rajbari

ব্যক্তিগত মতামত ও পরামর্শ দেওয়ার জন্য নিচের মেইল আইডি তে মেইল করুন। [email protected]

আরিফের চ্যানেল দেখার জন্য নীচের লিংকে ক্লিক করুন :    / thebengalitraveller  

Stay Connected with me on Social Network :
Twitter :   / manasbangla  
Facebook :   / manasbangla  
Instagram :  / manasbangla  

Комментарии

Информация по комментариям в разработке