জজান, এক অতি প্রাচীণ জনপদের কাহিনী || মুর্শিদাবাদ || The unknown story of the past Murshidabad

Описание к видео জজান, এক অতি প্রাচীণ জনপদের কাহিনী || মুর্শিদাবাদ || The unknown story of the past Murshidabad

মুর্শিদাবাদের ইতিহাসের কথা বলতে গেলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে নবাবী আমলের ইতিহাস, পলাশীর যুদ্ধ, মীরজাফরের বিশ্বাসঘাতকতা আর ব্রিটিশদের হাতে দেশের শাসন ব্যাবস্থা চলে যাওয়া ইত্যাদি ইতাদি…কিন্তু এই মুর্শিদাবাদের ইতিহস অতি প্রাচীন। বাঙ্গলার ভূখন্ডে এক এক করে রাজত্ব করে গিয়েছেন গুপ্ত বংশ, শুর বংশ, পাল বংশ, সেন বংশ শতাব্দীর পর পর শতাব্দী আর তার স্বাক্ষী হয়ে থেকেছে এই মুর্শিদাবাদের মাটি ও মানুষ। বন্ধুরা আজ সেই অতীত এক জনপদের স্বাক্ষী হতে চলেছি। আজ আমার গন্তব্য জজান।যার প্রাচীণ নাম ছিল জয়যান। মুর্শিদাবাদের কান্দি শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরত্বে এই জয়যান বা জজানের অবস্থান। বন্ধুরা , যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট, সেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানলের সঙ্গে থাকবেন এই আশা রাখি ।

তথ্য সহায়তাঃ
১. বংশ-পরিচয় (অষ্টম খণ্ড) - জ্ঞানেন্দ্রনাথ কুমার।
২. বিশ্বকোষ- বঙ্গদেশ-নগেন্দ্রনাথ বসু।
৩. মুর্শিদাবাদ থেকে বলছি- কমল বন্দ্যোপাধ্যায় ।
৪. মুর্শিদাবাদের ইতিহাস- নিখিল নাথ রায়।
৫. বাংলাদেশের ইতিহাস- রমেশ চন্দ্র মজুমদার
৬. গৌড়ের ইতিহাস- রজনীকান্ত চক্রবর্তী
৭. স্থানীয় প্রবীণ ক্ষেত্র সমীক্ষক ও ইতিহাস অনুসন্ধানী সুদর্শন মালাকার বাবুর সাথে আলোচনায় পাওয়া তথ্য।


#Murshidabad#Jajan#মুর্শিদাবাদ#জজান#Chand_Sadagar#চাঁদ_সওদাগর
ব্যক্তিগত মতামত ও পরামর্শ দেওয়ার জন্য নিচের মেইল আইডি তে মেইল করুন। [email protected]

Stay Connected with me on Social Network :
Twitter :   / manasbangla  
Facebook :   / manasbangla  
Instagram :  / manasbangla  

Комментарии

Информация по комментариям в разработке