রাজসিংহ/বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়/১৮৮২/মহারাণা রাজসিংহ/ঔরঙ্গজেব/চঞ্চলকুমারী/মাণিকলাল

Описание к видео রাজসিংহ/বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়/১৮৮২/মহারাণা রাজসিংহ/ঔরঙ্গজেব/চঞ্চলকুমারী/মাণিকলাল

রাজসিংহ নিয়ে বিভিন্ন বির্তক আছে, তাই বঙ্কিমচন্দ্রের নিজের লেখা সরাসরি তুলে দিলাম। বিচার আপনার উপর ছেড়ে দিলাম পড়ে যা সিদ্ধান্ত নেবার আপনি নেবেন।

উপসংহার
গ্রন্থাকারের নিবেদন
গ্রন্থকারের বিনীত নিবেদন এই যে , কোন পাঠক না মনে করেন যে , হিন্দু মুসলমানের কোন প্রকার তারতম্য নির্দেশ করা এই গ্রন্থের উদ্দেশ্য । হিন্দু হইলেই ভাল হয় না , মুসলমান হইলেই মন্দ হয় না , অথবা হিন্দু হইলেই মন্দ হয় না , মুসলমান হইলেই ভাল হয় না । ভাল মন্দ উভয়ের মধ্যে তুল্য রূপেই আছে । বৰং ইহাও স্বীকার করি যে , যখন মুসলমান এত শতাব্দী ভারতবর্ষের প্রভু ছিল , তখন রাজকীয় গুণে মুসলমান সমসাময়িক হিন্দুদিগের অপর অবশ্যশ্রেষ্ঠ ছিল । কিন্তু ইয়াও সত্য নহে যে , সকল মুসলমান রাজা সকল হিন্দু রাজা অপেক্ষা শ্রেষ্ঠ ছিলেন । অনেক স্থলে মুসলমানই হিন্দু অপেক্ষা রাজকীয় গুগ শ্রেষ্ট ; অনেক স্থলে হিন্দু রাজা মুসলমান অপেক্ষা রাজকীয় গুণে শ্রেষ্ঠ। অন্যান্য গুণের সহিত যাহার সহিত ধৰ্ম্ম আছে — হিন্দু হোক , মুলমান হোক , সেই শ্রেষ্ঠ । অন্যান্য গুণ থাকিতেও যাহার ধর্ম্ম নাই — হিন্দু হোক , মুলমান হোক — সেই নিকৃষ্ট । ঔরঙ্গছৰ ধৰ্ম্মশুন্য , তাই তাহার সময় হইতে মােগলসামরাজ্যের অধঃপতন আরম্ভ হইল । বাজসিংহ ধার্মিক এজন্য তিনি খুদ্র রাজ্যের অধিপতি হইয়াও মোগল বাদশাহকে অপমানিত এবং পরাস্ত করতে পারিয়াছিলেন । ইহাই গ্রন্থের প্রতিপাদ্য । রাজা যেরূপ হয়েন , রাজানুচর এবং রাজপৌরজন সেইরূপ হয়। উদিপুরী ও চঞ্চলকুমারীর তুলনায়, জেব-উন্নেসা ও নির্ম্মলকুমারীর তুলনায় , মাণিকল ও মবারোকের তুলনায় ইহা জানিতে পারা যায় । এই জন্য এ সকল কল্পনা ।
ঔরঙ্গজেব উত্তম ঐতিহাসিক তুলনায় স্থল স্পেনের দ্বিতীয় ফিলিপ । উভয়েই প্ৰকান্ড সাম্রাজ্যের অধিপতি ; উভয়েই ঐশ্বর্যে, সেনাবলে , গৌৱৰে আৱ সকল রাজাগণের অপেক্ষা অনেক উচ্চ । উভয়েই শ্রমশীলতা , সর্তকতা প্রভৃতি রাজকীয় গুণে বিভূষিত ছিলেন । কিন্তু উভয়ই নিষ্ঠুর , কপটচারী , ক্রুর , দাম্ভিক , আত্মমাত্রহৈতষী এবং , রাজাপীড়ক । এজন্য উভয়েই আপন আপন সাম্রাজ্যের ধংসের বীজ বপন করিয়া গিয়াছিলেন । উভয়েই ক্ষুদ্র শত্রু দ্বারা পরাজিত ও অপমানিত হইয়াছিলেনঃ — ফিলিপ ইংরেজ ( তখন ক্ষুদ্র জাতি ) ও ওলন্দাজের দ্বারা , ঔরঙ্গজেৰ মারহাট্টা ও রাজপুতের দ্বারা । মারহাট্টা শিবজী ও ইংল্যান্ডের তৎকালীন নেরতী এলিজাবেথ পরস্পর তুলনীয় । কিন্তু তদপেক্ষা ওলন্দাজ ইলিয়ম ও রাজপুত রাজসিংহ বিশেষ প্রকারে তুলনীয় । উভয়েৱ কীর্তি ইতিহাসে অতুল । উইলিয়ন ইউরােপে দেশহিতষী ধর্ম্মত্মা বীরপুরুষের গণ্য বলিয়া খ্যাতি লাভ করিয়াছেন — এই দেশে ইতিহাস নাই , কাজেই রাজসিংহকে কেউ চেনে না ।

Комментарии

Информация по комментариям в разработке