নীলাচল বান্দরবান // Nilachal bandarban // নীলাচল ভ্রমন // Nilachal tour

Описание к видео নীলাচল বান্দরবান // Nilachal bandarban // নীলাচল ভ্রমন // Nilachal tour

নীলাচল বান্দরবান // Nilachal bandarban // নীলাচল ভ্রমন // Nilachal tour

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬শ’ ফুট উঁচুতে
বান্দারবান জেলায় অন্যতম দর্শনীয় স্থান।বান্দরবান শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে টাইগারপাড়ার পাহাড়চূড়ায় অবস্থিত আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্রটি।
এ জায়গা থেকে বর্ষা, শরৎ কিংবা হেমন্ত— তিন ঋতুতে ছোঁয়া যায় মেঘ।

নীলাচল এমন একটি জায়গা জেখানথেকে ১সাথে প্রকৃতির বিভিন্ন রুপ উপভোগ করা জায় ,কখনো চারপাশে মেঘের ভেলি,কখনো আকাশভরা বৃস্টি আবার কখনো নীল আকাশের বুকে সূর্যের কিরন।


ভিন্ন ভিন্ন জায়গা থেকে সামনের পাহাড়ের দৃশ্যও ভিন্ন ভিন্ন রকম। একটি থেকে আরেকটি একেবারেই আলাদা, স্বতন্ত্র। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬শ’ ফুট উঁচু এই জায়গায় বর্ষা, শরৎ কি হেমন্ত— তিন ঋতুতে ছোঁয়া যায় মেঘ।

নীলাচল থেকে আকাশ ছোঁয়া না গেলেও মনে হবে আকাশ আপনাকে হাতছানি দিয়ে ডাকছে।

মেঘের রাজ্যে হারিয়ে যাবার স্বপ্ন যদি কারো থাকে তাহলে স্বপ্ন পূরণ হবে ‘‘ নীলাচল’’ গেলে। বর্ষায় সেখানে চলে রোদ আর মেঘের লুকোচুরি খেলা। শীতল পরশ বুলিয়ে শুভ্র মেঘ মুছে দেবে আপনার জীবনের ক্লামিত্ম। নীলাচল থেকে  অনায়াসেই চোখে পড়বে বান্দরবান শহর। চার পাশে দেখাযাবে সারি সারি সবুজঘেরা পর্বতমালা। এখান থেকে ‘‘ চিম্বুক’’ পাহাড়ও দেখা যায়। আর রাতে দেখা যায়  ‘‘ বন্দর নগরী চট্টগ্রামের ’’ রহস্যময় আলো আঁধারির খেলা।  শহর থেকে পাহাড়ি সপ্নীল আঁকাবাঁকা পথে এর দুরত্ব ৫ কিলোমিটার। নীলাচলের কোল ঘেঁষেই রয়েছে তঞ্চগ্যা, মারমা ও ত্রিপুরা উপজাতিদের বসবাস। বান্দরবান জেলা প্রশাসন কর্তৃক  ‘‘ নীলাচল পর্যটন কেন্দ্র টি’’ পরিচালনা করা হয়। জেলা প্রশাসন পরিচালিত একটি সুন্দর রেস্ট হাউজ রয়েছে, যেখানে রাত্রিযাপন করা যায়। জেলা প্রশাসনের তত্ত্ববধানে পরিচালিত দুই কক্ষবিশিষ্ট একটি রেস্ট হাউজ আছে। ভারাপ্রাপ্ত কর্মকর্তা, নীলাচল/এনডিসি, বান্দরবান, টেলিফোন


শহর থেকে পাহাড়ি আঁকাবাঁকা পথে এর দুরত্ব ৫ কিলোমিটার।এখানে আসার জন্য বান্দরবান শহর থেকে গাড়িভাড়া করতে হবে। সিএনজিচালিত অটোরিকশা, জিপ, মাহেন্দ্র, চাঁদের গাড়িতে করে আসাজায় আএখানে।

নীলাচলে প্রবেশমূল্য জনপ্রতি ৫০ টাকা। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নীলাচলে থাকা যায়।

আকাশ পরিস্কার থাকেলে ,এখানথেকে এক নজরে দেখা যায় পুরো বান্দরবান শহর।
দেখাজায় সুর্যোদয় আর সুর্যাস্ত। এখান থেকে নীলাচলে সুর্যাস্তের দৃশ্য টাও অসাধারণ। নীল আকাশে বুকচিরে সবুজ পাহাড়ের কুলে ঢলেপরে লালরক্তিম সুর্য সেএক অপরুপ দ্রস্য।

Комментарии

Информация по комментариям в разработке