Business করলে অবশ্যই এগুলো মাথায় রাখুন। | Sujay Sarkar | Josh Talks Bangla

Описание к видео Business করলে অবশ্যই এগুলো মাথায় রাখুন। | Sujay Sarkar | Josh Talks Bangla

Today Sujoy Sarkar came to our stage from Konnagar. He is an Entrepreneur. Earlier he was working in an MNC, while working there he decided to do business with his friend in partnership. But after investing a lakhs of rupees he got cheated. So later he had to start his own business from almost zero, in the beginning he had a loan burden of 4.5 lakh rupees. Also in the very beginning days they provided service by traveling around the city on a scooter, ignoring the stormy weather, and used to go out to work by himself with a ladder on his shoulder. Sujoy also fell under the grip of severe addiction in college life. He also shared with us the story of how he got out of there. Sujoy Sarkar believes that believing and keeping faith are both very important when doing business.

কোন্নগর থেকে আজ সুজয় সরকার এসেছেন আমাদের মঞ্চে। তিনি একজন Entrepreneur. আগে তিনি একটি MNC তে কর্মরত ছিলেন, সেখানে কাজ করার সময় সিদ্ধান্ত নেন তিনি তার বন্ধুর সাথে বিসনেস করবেন পার্টনারশিপে। কিন্তু অনেক বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে তিনি ঠকে যান। তাই পরে তার এই নিজের বিসনেস শুরু করতে হয়েছিল প্রায় শূণ্যেরও নিচ থেকে, শুরুতেই মাথায় ছিল সাড়ে ৪ লক্ষ টাকার লোনের ভার। প্রথম প্রথম এমনও দিন গেছে, ঝড় জলকে উপেক্ষা করে একটি স্ক্যুটিতে করে গোটা শহরে ঘুরে ঘুরে সার্ভিস প্রোভাইড করেছেন তারা। নিজেই কাঁধে মই নিয়ে বেরিয়ে পড়েছেন। এছাড়াও কলেজ লাইফে মারাত্মক নেশার কবলে পড়েছিলেন সুজয়। কিভাবে সেখান থেকে বেরিয়ে এলেন সেই গল্পও শেয়ার করলেন আমাদের সাথে। বিসনেস করতে গেলে বিশ্বাস করা এবং বিশ্বাস রাখা দুটোই খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন সুজয় সরকার।

অনুপ্রেরণা, অজানাকে জানা, উন্নতি
| ৭০০+ মিলিয়িন ভিউ | ১০ টি ভাষা | ৫,০০,০০০+ ডাউনলোড

Комментарии

Информация по комментариям в разработке