জায়গা সম্পত্তির আপোষনামা । আপোষনামা তৈরি ও লেখার নিয়ম ।

Описание к видео জায়গা সম্পত্তির আপোষনামা । আপোষনামা তৈরি ও লেখার নিয়ম ।

জায়গা সম্পত্তির আপোষনামা । আপোষনামা তৈরি ও লেখার নিয়ম ।

আপোষনামা ।
তাঃ ২৭.০৫.২০২২ইং
প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ
নাম: মোঃ সাইফুল ইসলাম
পিতাঃ আবুল কালাম
গ্রামঃ পশ্চিম শহীদ নগর
থানাঃ বায়েজীদ বোস্তামী
জেলাঃ চট্টগ্রাম । নাম: মোঃ সাইদুলইসলাম
পিতাঃ আবুল কালাম
গ্রামঃ পশ্চিম শহীদ নগর
থানাঃ বায়েজীদ বোস্তামী
জেলাঃ চট্টগ্রাম ।

প্রথম পক্ষ ও দ্বিতীয় পক্ষ উভয় ভাই ভাই । তাদের মধ্যে জমিজামা বিষয়াদি নিয়ে উভয়ের মধ্যে দ্বন্ধ হয় এক পর্যায়ে প্রথম পক্ষ ক্ষুদ্ধ হয়ে দ্বিতীয় পক্ষ ও তাহার স্ত্রী সন্তানের বিরুদ্বে সম্পত্তি আত্বসাৎতের আইনের ………নং ধারা মতে, সি,,আর……/…… নম্বর ও সম্পত্তির মালিকানা ভোগদখলের নিমিত্তে পারিবারিক ……/……নম্বর মোকাদ্দামা দায়ের করে ।
দুই পক্ষের বিরোধটি স্থানীয় মহৎ ব্যাক্তিগণ জানতে পেরে দুইপক্ষের লোকজনকে একত্রিত করে আলাপ-আলোচনাক্রমে বিরোধ মিমাংসা করে দেন । আপোষ মিমাংসা উভয় পক্ষ মেনে নেওয়াতে পক্ষদুইয়ের মধ্যে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন মেনে সম্পদের সুষ্ঠ বন্টন হবে ।
দ্বিতীয় পক্ষ নিজ ইচ্ছায় প্রথম পক্ষকে ৫ বিঘা ধানি জমি ও ২০ শতাংশ বসতি জমি দেবার মত প্রকাশ করিলে প্রথম পক্ষ এতে সম্মতি জানায় ।এবং প্রথম পক্ষের দায়েরকৃত সি, আর……/…… ও পারি......./......নম্বর মোকাদ্দমায় নিজ ইচ্ছায় প্রত্যাহার করিয়া লইবেন ।
বর্তমানে দুইপক্ষের মধ্যে আর কোন বিরোধ নেই এবং ভবিষ্যতে ও থাকিবে না ।
প্রথম পক্ষের স্বাক্ষর দ্বিতীয় পক্ষের স্বাক্ষর


উপস্থিত ব্যাক্তি বর্গের স্বাক্ষর


Комментарии

Информация по комментариям в разработке