রকম রকম বেঁচে থাকা- আফজাল হোসেন । পাঠ - রাহ্‌নুমা নূর । Bangla abritti /recitation

Описание к видео রকম রকম বেঁচে থাকা- আফজাল হোসেন । পাঠ - রাহ্‌নুমা নূর । Bangla abritti /recitation

রকম রকম বেঁচে থাকা
আফজাল হোসেন

কিভাবে বেঁচে আছি আমরা, কিভাবে বেঁচে থাকি?
চারদিকে হই হই হুল্লোড়, সিঁটি আর হাততালি
আমরা হই হইয়ের ভিতর বেঁচে আছি রই রই করে
বেঁচে আছি পরমানন্দে এবং চমৎকারভাবে
আমরা ন্যায় অন্যায়ের মাথা খেয়ে
সময়কে এ ফোঁড় ও ফোঁড় করে, নেচে গেয়ে বেঁচে আছি
তিনবেলা রীতিনীতির সাথে কুস্তি লড়ে
দুঃখ দহন কুপোকাত করে দিয়ে আহ্লাদে বেঁচে আছি
ইচ্ছামতো বেঁচে আছি, রগড় করে বেঁচে আছি
মূর্খতা, অসভ্যতার মুখে চুমু খেয়ে বেঁচে আছি
আমরা বেঁচে আছি উপুড় হয়ে
অপমান করে এবং অপমান সয়ে সয়ে
বিশ্বাস অবিশ্বাস একদরে বিক্রি করে বেঁচে আছি
ঘৃণা করা ভুলে বাহাদুরের বাঁচা বেঁচে আছি
আমরা বেঁচে আছি হাব ভাবে, লোভে লাভে
দেখো, বেঁচে থাকতে পারি দেখেও না দেখার ভান করে
আমরা লম্বা খাটো হাত পেতে পেতে, করুণা মেগে বেঁচে আছি
হিংসায় জ্বলে, ক্ষোভে পুড়ে ভয়ানক বাঁচা বেঁচে আছি
আমরা ভালোবাসাহীন, শুশ্রুষাহীন
আমরা বেঁচে আছি দ্বিধা সংকোচহীন
অধিকারহীন অথচ সগৌরবে বেঁচে আছি
বেঁচে আছি নুন খেয়ে, গুন গেয়ে গেয়ে
আহা! আমরা ভালোবাসি ওলোট পালোট বেঁচে থাকা
উদযাপন করি রকম রকম বেঁচে থাকা
আমরা বেঁচে থাকবো বলে পূর্ণোদ্যমে বেঁচে থাকি
মানুষেরা যেমনভাবে ফিটফাট বেঁচে থাকে ঠিক তেমনভাবে
আমরা সন্তুষ্টচিত্তে ধরে নিয়েছি বা নিয়েছি মেনে
বেঁচে থাকা মানেই বেঁচে থাকা, আর কিছু নয়।
২৪/০৬/২০২৪

#আফজাল_হোসেন
#afjal
#kobita_bangla #আবৃত্তি #banglarecitation #abritti #bengalirecitation
#poem

Комментарии

Информация по комментариям в разработке