ডায়াবেটিক ফুট হলে করণীয় । Dr. Mahmud Sultan

Описание к видео ডায়াবেটিক ফুট হলে করণীয় । Dr. Mahmud Sultan

ডায়াবেটিক ফুট হলে করণীয়ঃ

একজন ডায়াবেটিসে আক্রান্ত রোগীর "ডায়াবেটিক ফুট" হওয়ার ঝুঁকি অনেক বেশী। ডায়াবেটিক ফুট এমন একটি পায়ের সমস্যা যেটা সরাসরি ডায়াবেটিস জনিত জটিলতার কারণে অথবা দীর্ঘমেয়াদী ডায়াবেটিসের কারণে হয়ে থাকে।

ডায়াবেটিস রোগীরা মূলত তিনটি কারণে পায়ের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন-

১. পায়ে রক্ত চলাচলের বাধাগ্রস্থতা বা Peripheral Vascular Disease
2. Nerve Damage বা ডায়াবেটিক নিউরোপ্যাথি
৩. দীর্ঘমেয়াদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা Hyperglycemia

ডায়াবেটিক ফুট সমস্যার প্রতিরোধের উপায়ঃ

১. ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখুন
২. প্রতিদিন পা ধুয়ে শুকনা রাখুন
৩. পায়ের ত্বক নরম ও মসৃণ রাখতে নিয়মিত তেল, লোশন, ক্রিম ব্যবহার করুন।
(তবে খেয়াল রাখবেন আঙ্গুলের মাঝে যেন জমে না থাকে)
৪. সঠিক নিয়মে নখ কাটুন
৫. পায়ের রক্ত চলাচল স্বাভাবিক রাখতে প্রতিদিন হাটুন। তবে খালি পায়ে হাটবেন না, এমন কি নিজের ঘরের মধ্যেও না।
৬. অতিরিক্ত তাপ বা ঠান্ডা হতে পা কে রক্ষা করুন।
৭. ধূমপান পরিহার করুন
৮. পায়ে কোন সমস্যা দেখা দিলে দ্রত একজন ডায়াবেটিক ফুট স্পেশালিষ্ট এর পরামর্শ নিন।

ফুট কেয়ার সেন্টার বা পায়ের চিকিৎসকের করনীয়ঃ

১. পায়ের সমস্যার মূল কারন নিরুপন করা।
২. ডায়াবেটিস পরীক্ষা করা এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে সে অনুযায়ী চিকিৎসা করা।
৩. পায়ের রক্তনালী পরীক্ষা করা অর্থাৎ সঠিক মাত্রায় রক্ত চলাচল আছে কিনা তা পরীক্ষা করা। প্রয়োজনে চিকিৎসক তার চেম্বারে বা সেন্টারে হ্যান্ড ডপলার এর মাধ্যমে রোগীর পায়ে রক্ত সঞ্চালন ঠিক আছে কি না তা পরীক্ষা করতে পারেন।
৪. রোগীর রক্ত চলাচল ঠিক না থাকলে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চিকিৎসক প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসা দিতে পারেন যাতে রক্ত পাতলা থাকে অথবা যাতে রক্ত ঘন না হয়।
৫. ডায়াবেটিক নিউরোপ্যাথি অথবা নার্ভ ড্যামেজ এর ক্ষেত্রে চিকিৎসক কিছু পরীক্ষা করতে পারেন। এই পরীক্ষা করার জন্য আধুনিক যন্ত্র (Neurotouch) নিউরো টাচ ব্যবহার করতে পারেন। এই পরীক্ষার মাধ্যমে রোগীর পায়ের ব্যাথার অনুভূতির পরিমাণ, ঠাণ্ড, গরম এর অনুভূতি সম্পর্কে সহজে পরিপূর্ণ ধারনা পাওয়া যায়।
৬. ডায়াবেটিস রোগীর ফুট ডিফোরমেটিস আছে কিনা তা বোঝার জন্য (Digital Xray)ডিজিটাল এক্স-রে এর মাধ্যমে বোঝা যায়। আবার (Digital Dynamic Pedograph) ডিজিটাল ডায়নামিক পেডোগ্রাফ এর মাধ্যমেও সহজে সমস্যা নির্ণয় করা যায়।
৭. ডিজিটাল ডায়নামিক পেডোগ্রাফ এর মাধ্যমে পায়ের পাতার নীচে ভার বহন করার জন্য যে পয়েন্ট গুলো আছে সে পয়েন্ট গুলো সঠিক মাত্রায় ভার বহন করতে পারছে কি না, ভার বহনের পয়েন্ট স্বাভাবিক স্থান থেকে সরে গিয়েছে কিনা তা নির্ণয় করা যাবে। এবং ভার বহনের মধ্যে কোন তারতম্য আছে কিনা সেটা নির্ণয় করার পর সমস্যা নিয়ন্ত্রন করার জন্য চিকিৎসা প্রদান করা যেতে পারে। এছাড়াও চিকিৎসক প্রয়োজনে রোগীকে উপযুক্ত জুতা/ইনসোল/অফলোডিং জুতা ব্যবহারের পরামর্শ দিতে পারেন।
৮. রোগীর পায়ে যদি ক্ষতের সৃষ্টি হয় তা হলে যত দ্রুত সম্ভব রোগীকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যদি চিকিৎসক মনে করেন অপারেশন প্রয়োজন তাহলে যত দ্রুত সম্ভব অপারেশন করতে হবে। মনে রাখতে হবে, ডায়াবেটিক ফুট এর চিকিৎসা যত দেরীতে শুরু হবে ডায়াবেটিস রোগীর জীবনের ঝুকি তত বেশী।
৯. অপারেশন এর পর একজন রোগীর নিয়মিত ড্রেসিং প্রয়োজন। আমাদের দেশে প্রচলিত কিছু ড্রেসিং এর মধ্যে পোভিডন আয়োডিন সলিউশন, ইউজল, হাইড্রোজেন-পার-অক্সাইড ও নরমাল স্যালাইন বেশী ব্যবহার হয়। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্ষতের ড্রেসিং ও ক্ষত দ্রুত ভরাট এর জন্য গতানুগতিক ড্রেসিং এর পাশাপাশি আধুনিক ড্রেসিং ম্যাটেরিয়াল ও পদ্ধতি ব্যবহার করতে পারেন। আধুনিক ড্রেসিং ফোম,জেল, শীট ও বিভিন্ন এডজুভেন্টথেরাপি (PRP therapy)পিআরপি থেরাপি , (Ozone therapy)ওজন থেরাপি,(Topical Oxygen therapy) টপিক্যাল অক্সিজেন থেরাপি, (NPWT/VAC therapy)নেগেটিভ প্রেশার উন্ডথেরাপি বা ভ্যাকুয়াম এসিস্ট্যাড ক্লোজার, HBOT ব্যবহার করা যেতে পারে। ড্রেসিং যদি সঠিক ভাবে না হয় এবং দীর্ঘদিন আনাড়ি হাতে ড্রেসিং করা হয়, তাহলে পরবর্তীতে রোগীর সমস্যা বেড়ে যায়।

পরিশেষে বলা যায়, ডায়াবেটিস রোগী যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা না করান তাহলে পরবর্তীতে আর্থিক ও শারীরিক বিড়ম্বনা বৃদ্ধি পায়। তাই ডায়াবেটিস রোগীর উচিৎ ডায়াবেটিক ফুটের কোন লক্ষণ দেখা দিলে, যত দ্রুত সম্ভব নিকটস্থ ডায়াবেটিক ফুট স্পেশালিষ্ট এর শরণাপন্ন হওয়া।

Dr. Mahmud Sultan

MBBS(Dhaka), Certificate Course in Diabetology(BIRDEM)
Fellowship in Diabetic Foot Management (IPA, India)
Life Member of Indian Podiatry Association

এপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন,

মোবাইল নংঃ +880 1714 028300
ইমেইলঃ [email protected]

ঠিকানাঃ কেয়ার মেডিকেল কলেজ ও হাসপাতাল, গ্রাউন্ড ফ্লোর, কলেজ গেট (ওভার ব্রিজ সংলগ্ন) মোহাম্মদপুর, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের বিপরীতে।
ঢাকা, বাংলাদেশ।


Social Media Links:

Facebook Page:   / diabeticfootcare.com.bd  

Facebook Group:   / 476659335873872  


Other Relevant Topic:

ডায়াবেটিস রোগীর পায়ের যত্নঃ    • ডায়াবেটিস রোগীর পায়ের যত্ন | Dr. Chow...  

ডায়াবেটিক ফুট রোগীর চিকিৎসা ব্যবস্থাঃ    • ডায়াবেটিক ফুট রোগীর চিকিৎসা ব্যবস্থা...  

ডায়াবেটিস রোগীর পায়ের সমস্যা এবং ডায়াবেটিক ফুট এর লক্ষণ সমূহঃ    • ডায়াবেটিস রোগীর পায়ের সমস্যা । ডায়া...  

ডায়াবেটিস রোগীর ডায়াবেটিক ফুট সমস্যার ভয়াবহতাঃ    • ডায়াবেটিস রোগীর ডায়াবেটিক ফুট সমস্যার...  





#diabeticfoot #diabeticfootcarebd #diabetes

Комментарии

Информация по комментариям в разработке