রাবার কিভাবে তৈরি হয় ?/রাবার বাগানে একদিন//রাবার তৈরীর আদ্যোপান্ত//How is rubber made?/রাবার/rubber

Описание к видео রাবার কিভাবে তৈরি হয় ?/রাবার বাগানে একদিন//রাবার তৈরীর আদ্যোপান্ত//How is rubber made?/রাবার/rubber

#দেখুন কিভাবে রাবার তৈরি হয়?
How rubber is made in factory or
যেভাবে গাছের তরল কষ থেকে রাবার প্রক্রিয়াজাত করন করা হয়
যে সকল গাছ থেকে রাবার তৈরি হয়:
”ল্যাটেক্স” কিছু নির্দিষ্ট প্রজাতির গাছ থেকে প্রবাহিত হয়। বিশ্বে প্রায় ২০০ প্রজাতির উদ্ভিদ রয়েছে যা সাদা ক্ষীর বা ল্যাটেক্স উৎপাদন করতে পারে।
রাবার গাছ লম্বা গড়নের। একটি রাবার গাছ চারা থেকে পরিপূর্ণ হয়ে ওঠতে সর্বোচ্চ ৬ বছর সময় লাগে।
পরিপক্ক গাছের ৩ থেকে ৪ ফুট উচ্চতার বাকল কেটে গাছ থেকে দুধের মত সাদা তরল কষ আহরণ করা হয়, এগুলোই ল্যাটেক্স।

রাবার উৎপাদন (টেপিং):-
প্রথমেই রাবার গাছ হতে নিয়ন্ত্রিত ভাবে বাকল কাটা হয়, যাতে গাছ থেকে ল্যাটেক্স বা ক্ষীর সংগ্রহ করতে পারে।
এমন পদ্ধতিতে বাকলগুলো কাটা হয় যেন সহজেই গাছের কষ বা তরল বের হয়ে আসে। এ পদ্ধতিকে টেপিঙ বলে।

রাবার প্রকৃয়াকরণ:

ধাপ ১:
প্রাথমিক অবস্থায় কষগুলো সংগ্রহ করা হয়। এবং পরবর্তীতে প্রকৃয়াজাত করণের মাধ্যমে রাবারে রূপান্তর করা হয়।
ক্ষীরগুলো সংগ্রহের পর এতে সমপরিমাণ পানি এবং ফরমিক এসিড মিশ্রণ করা হয়।

এরপর মিশ্রণটি ১ দিনের জন্য একটি এ্যালুমিনিয়াম পাত্রে বা ছাঁচে রাখা হয়। এসিডের বিক্রিয়া ক্ষীরগুলো জমাট বাধতে সাহায্য করে।
প্রায় ২৪ ঘন্টা পর নির্দিষ্ট পাত্র থেকে রাবারের গুলো যখন বের করা হয় তখন এগুলো দেখতে স্থিতিস্থাপক খামিরের মত দেখাবে।

ধাপ ২:
এরপর খামির গুলো নিয়ে রোলার মেশিন দিয়ে রোলিং করা হয়। পরপর তিনটি ধাপে রাবারের খামির গুলো রোলিং করে পাতলা করা হয়।

ধাপ ৩:
পরবর্তী ধাপ হচ্ছে রোদে শুকানো। রোদের তাপ ব্যবহার করে খামিরের ভেতরে থাকা পানি শোষণ করিয়ে ফেলতে হয়।
এবারে রাবারের খামিরগুলো নিয়ে ‍পর্যাপ্ত সূর্যের আলো রয়েছে এমন স্থানে টাঙ্গিয়ে দেওয়া হয়। এবং ২ থেকে ৩ দিন রোদের তাপে শুকানো হয়।
ধাপ ৪:
রোদ্রে শুকানো খামির গুলোকে আগুনের তাপে আরও একবার শুকানো হয়। যাতে অবশিষ্ট যেটুকু পানি আছে তাও শোষণ হয়ে যায়।
রাবারের তৈরি বস্তু:
সারা বিশ্বে রাবারের তৈরি জিনস খুবই সমাদৃত। দিন দিন এসব জিনিসের ব্যবহার বেড়েই চলেছে।
রাবারের তৈরি সাধারণ জিনিস গুলোর মধ্যে রয়েছে জুতা, গাড়ির টায়ার, বোতল, পেন্সিলের দাগ মুছার রাবার ইত্যাদি।
এছাড়াও বাংলাদেশের বিএফআইডিসি’র উৎপাদিত কাঁচা রাবার থেকে মিনিবাস, প্রাইভেটকার, বেবিট্যাক্সি, মোটরসাইকেল, রিক্সা, বাইসাইকেলের টায়ার-টিউব, চপ্পল, হোস পাইপ, রাবার সোল, বাকেট, গ্যাসকেট, অয়েলসিল এর মতো ভারি ভারি বস্তু তৈরি করা হয়।
পূর্বে রাবার জ্বালানী হিসেবেও ব্যবহৃত হতো। তবে বর্তমানে বিএফআইডিসির কল্যাণে বাংলাদেশে রাবার শিল্প ইউনিটগুলোতে ট্রিটমেন্ট ও সিজনিং করার মাধ্যমে বিভিন্ন ধরনের উন্নতমানের আসবাবপত্র প্রস্তুত করা হচ্ছে। যেমন সোফাসেট, খাট, ডাইনিং টেবিল, চেয়ার,দরজা-জানালা ইত্যাদি ।
ট্রিটমেন্ট ও সিজনিং করার মাধ্যমে রাবারের গুণগতমান এতটাই বৃদ্ধি পায় যে তা সেগুনকাঠেরসমপর্যায়ের হয়। এবং এ ধরনের জিনিসপত্র অতিশয় টেকসই,সুন্দর ও আকর্ষণীয় হয়।
আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি হলো:
১/চান্দু নেহারি // Chandu Nehari
   • চান্দু নেহারি // Chandu Nehari  
২/কাল্লু কাবাব ঘর // Kallu Kabab Ghar // মিরপুরের বিখ্যাত খাবার // Famous food of Mirpur
   • কাল্লু কাবাব ঘর // Kallu Kabab Ghar /...  
৩/মিনু ডিম চাপ //মিরপুর-১০ এর বিখ্যাত খাবার//Minu egg chap
   • মিনু ডিম চাপ //মিরপুর-১০ এর বিখ্যাত খ...  
৪/মাওয়া ঘাটে 3.1 kg ওজনের ইলিশ মাছ খেলাম// ILLISH fish fry in mawa ghat //ইলিশ ভাজা//ইলিশ ভাজা//ইলিশ
   • মাওয়া ঘাটে 3.1 kg ওজনের ইলিশ মাছ খেল...  
৫/থাই সুপ //Thai soup //১০০% অথেন্টিক থাই সুপ রান্নার রেসিপি//100% authentic Thai soup recipe .
   • থাই সুপ //Thai soup //১০০% অথেন্টিক থ...  

Our facebook page :   / villagefood2  
Our tiktok account :  / villagefood6605  

Комментарии

Информация по комментариям в разработке