জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের গান l Sukanta Chakrabarty & Abhijit Majumdar l Brahma Sangeet

Описание к видео জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের গান l Sukanta Chakrabarty & Abhijit Majumdar l Brahma Sangeet

#bengaljukebox
BRAHMASANATAN
songs of Jyotirindranath Tagore by Sukanta Chakraborty & Abhijit Majumder
┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉
ব্রহ্মসনাতন
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের ব্রহ্মসংগীতের সংকলন


মুখবন্ধ

এই অ্যালবামটি জ্যোতিরিন্দ্রনাথের এখনও পর্যন্ত আবিষ্কৃত স্বরলিপি সম্বলিত ৭৮টি ব্রহ্মসংগীতের মধ্যে ১১টি গানকে যথাযথভাবে উপস্থাপনের ক্ষুদ্রতম প্রয়াসমাত্র। ভবিষ্যতে সমস্ত গানের স্বরলিপি সংকলনসহ প্রকাশের উদ্‌যোগ নিশ্চয়ই বাংলা সংগীতের এই অসামান্য গীতরচয়িতাকে বিস্মৃতির অতলে তলিয়ে যাওয়া থেকে রক্ষা করে প্রজন্মান্তর সুপরিবাহিত করবে বলে প্রত্যাশা। গবেষণা চলছে প্রতিদিন, নতুন নতুন গানের সন্ধানও মিলছে পুরানো সব পত্রিকা, গ্রন্থ ও সাময়িকীতে। ব্রহ্মসংগীত ছাড়াও নাট্যসংগীত, স্বদেশসংগীত ও মানবীয় প্রেমের গান ছাড়াও হাস্যগীত ও ভিন্ন গীতরচয়িতার কথায় সুর বসাবার বেশ কিছু উদাহরণ এরই মধ্যে পাওয়াও গেছে।

ব্রহ্মসংগীতই কেন? কিংবা এতগুলো গানের মধ্যে কেবল ১১টি গানকেই নির্বাচন করা কেন? এমন প্রশ্ন মনে আসাই স্বাভাবিক। সিডির গানগুলো নির্বাচনের সময় প্রায় সবগুলো আঙ্গিকের ব্রহ্মসংগীতের ধরণকে প্রতিনিধিত্ব করে এমন সব গান অত্যন্ত সতর্কতার সাথেই চয়ন করা হয়েছে।

প্রচলিত হিন্দুস্থানী ধ্রুপদ ‘জয়তী জয় রাজাধিরাজ’ ভাঙা রচনা
‘ঐ যে দেখা যায় আনন্দধাম’ যেমন এখানে ঠাঁই পেয়েছে,

তেমনি রয়েছে স্বকীয় ধ্রুপদ রচনা ‘ধন্য তুমি হে পরমদেব’।

পাশাপাশি রয়েছে পাশ্চাত্য ছাঁচের সুরের সাথে ধ্রুপদভঙ্গিম সুরফাঁকতালে বাঁধা ‘ব্রহ্মসনাতন তুমি হে’।

চার্চ সংগীতের আদলে ‘ধন্য তুমি ধন্য! ভব-জলধি-তারণ’ গানে একদিকে রয়েছে পাশ্চাত্য ধারার স্বরসংগতি, অন্যদিকে ভাব-অনুযায়ী ছন্দ পরিবর্তনের অনুপম সব উপমা।

বাংলার কীর্তনের লোকায়ত সুরও বাদ পড়েনি তাঁর রচনায়, তারই প্রতিনিধি গান ‘ধন্য ধন্য ধন্য আজি দিন আনন্দকারী’।

দক্ষিণ ভারতীয় সুরের অনুসরণে রচিত ‘প্রণমামি অনাদি অনন্ত সনাতন পুরুষ’ ব্রাহ্মসমাজে আজও সমানভাবে জনপ্রিয়।

তাই সংগীত নির্বাচনে এমন ব্যতিক্রমী সম্ভারকেই শ্রোতাদের সামনে পরিচিত করবার সুকঠিন প্রয়াসে এটি প্রারম্ভ সূত্রমাত্র। এই অন্বেষণ চলছে, চলবেও।

এমন দুর্লভ ধারার গানকে মানসম্মতভাবে উপস্থাপনের যে গুরু-দায়িত্ব বেঙ্গল ফাউন্ডেশন নিজের কাঁধে তুলে নিয়েছে, এ আমাদের সৌভাগ্য। এই উদ্‌যোগ অক্ষয় হোক, সার্থক হোক।

-সুকান্ত চক্রবর্তী ও অভিজিৎ মজুমদার




˚*❋ গানের তালিকা ❋*˚
┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉

১। অন্তরতর অন্তরতম তিনি যে – দ্বৈত ▶️ 00:00

২। ঐ যে দেখা যায় আনন্দধাম – দ্বৈত ▶️ 03:59

৩। আজ আনন্দে প্রেমচন্দ্রে – অভিজিৎ ▶️ 09:11

৪। প্রণমামি অনাদি অনন্ত সনাতন - দ্বৈত ▶️ 12:57

৫। ধন্য তুমি হে পরমদেব – সুকান্ত ▶️ 17:57

৬। বিমল প্রভাতে মিলি একসাথে – দ্বৈত ▶️ 23:04

৭। হৃদয়ের মম যতনের ধন – অভিজিৎ ▶️ 26:42

৮। ধন্য তুমি ধন্য! ভব-জলধি-তারণ – দ্বৈত ▶️ 30:19

৯। জানি তুমি মঙ্গলময় – সুকান্ত ▶️ 34:43

১০। ব্রহ্মসনাতন তুমি হে – দ্বৈত ▶️ 38:38

১১। ধন্য ধন্য ধন্য আজি দিন – দ্বৈত ▶️ 41:45

┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉
সংগীত পরিচালনা
অম্লান হালদার

যন্ত্রানুষঙ্গ
পণ্ডিত বিপ্লব মণ্ডল ও স্বপন অধিকারী (বাদ্য)
অম্লান হালদার (বেহালা)
সুভাষ বোস (সেতার)
ত্রৈলী দত্ত (সরোদ)
সৌম্যজ্যোতি ঘোষ (বাঁশি)
দেবর্ষি মুখোপাধ্যায় (কীবোর্ড)
তপন অধিকারী (মন্দিরা)

শব্দ-ধারণ ও সম্পাদনা
চন্দন ঘোষ (ষ্টুডিও হারমনি, কলকাতা)
শব্দমিশ্রণ ও গ্রন্থনা
গৌতম দেবনাথ (ষ্টুডিও কুসুম, কলকাতা)


উৎসর্গ - সঙ্গীতগুরু মিতা হক


┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉

জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর (১৮৪৯-১৯২৫) নাট্যকার, গীতিকার, সংগীতজ্ঞ, অনুবাদক, চিত্রশিল্পী ও সংগঠক। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে ১৮৪৯ সালের ৪ মে জন্মগ্রহণ করেন। তিনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পঞ্চমপুত্র এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজ।
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর সংগীত রচনা, সুরারোপ ও স্বরলিপি প্রণয়নে অসামান্য দক্ষতার পরিচয় দিয়েছেন।তিনি ব্রহ্মসংগীত, স্বদেশসংগীত, প্রণয়গীতি প্রভৃতি শ্রেণীর গান রচনায় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ঠাকুর-পরিবারে ব্রহ্মধর্মের প্রভাব ছিল; দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মোপসনা করতেন। ব্রহ্মসংগীত ব্রহ্মোপসনার অঙ্গ ছিল। পারিবারিক ধর্মানুভূতি থেকে জ্যোতিরিন্দ্রনাথ ব্রহ্মসংগীত রচনার প্রেরণা লাভ করেন এবং ১৮৭৫ সালে ‘আদি ব্রাহ্মণসমাজ সঙ্গীত বিদ্যালয়’ প্রতিষ্ঠা করেন।

তিনি কণ্ঠসংগীত ও যন্ত্রসংগীত শিল্পী হিসেবেও তিনি দক্ষ ছিলেন। তিনি সেতার, পিয়ানো ও বেহালা বাদনে বিশেষ দক্ষতা অর্জন করেন। তিনি পিয়ানো ও বেহালায় নতুন নতুন সুর তুলতেন, আর রবীন্দ্রনাথ, অক্ষয় চৌধুরী, স্বর্ণকুমারী প্রমুখ তাতে বাণী বসিয়ে গান রচনা করতেন। রবীন্দ্রনাথ তাঁর জীবনস্মৃতিতে জ্যোতিরিন্দ্রনাথের সঙ্গীতবিষয়ক অবদানের কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন। ভারতীয় রাগসংগীতের সঙ্গে পাশ্চাত্য সংগীতরীতি প্রয়োগের মিলন-প্রয়াসে জ্যোতিরিন্দ্রনাথ অগ্রদূত ছিলেন।

==================================

🔔 Please do Subscribe & enable notifications for more contents from us!

👍 Website: http://www.bengalfoundation.org​​​​
👍 Facebook:   / bengalfoundat.  .
👍 Twitter:   / trustfortheart.  .
👍 Instagram:   / bengalfound....  .

------------------------------------------------------------------------
© Bengal Foundation 2021

Комментарии

Информация по комментариям в разработке