সনাতন ধর্মের ঈশ্বরের সংখ্যা কত? ভগবান এর কি আকার আছে? ঈশ্বর কি এক নাকি ঈশ্বর বহু ?
বৈদিক জীবন
#বৈদিক_ঈশ্বর #ঈশ্বর_নিরাকার #বৈদিক_ধর্মের_ঈশ্বর #বৈদিক জীবন #vedic_jivan #vedicjivan
--------👍👍👍👍👍👍👍------
স পর্যগাচ্ছুক্রমকায়ম ব্রণম স্নাবিরং
শুদ্ধ মপাপ বিদ্ধম্ কবির্মনীষী পরিভূঃ স্বয়ম্ভূর্যাথা তথ্যতোহর্থাম্ব্যদধাচ্ছা শ্বতীভ্যঃ সমাভ্যঃ ।।
➢ যজুর্বেদ. ৪০/৮৷
বঙ্গানুবাদঃ- পরমাত্মা সর্বব্যাপক,
সর্বশক্তিমান, শরীররহিত, ছিদ্র
রহিত, স্নায়ু আদির বন্ধন রহিত,
রোগরোহিত, জম্মরহিত,শুদ্ধ,
নিষ্পাপ, সর্বজ্ঞ, অন্তর্যামী,
দুষ্টের দমন কর্তা ও অনাদি। তিনি
তাহার শ্বাশত প্রজা জীবের জন্য
যথাযথ ফলের বিধান করেন।
ন দ্বিতীয়ো ন তৃতীয় শ্চতুর্থো নাপ্যুচ্যতে।
ন পঞ্চমো ন ষষ্ঠঃ সপ্তমো নাপ্যুচ্যতে।
নাষ্টমো ন নবমো দশমো নাপ্যুচ্যতে।
য এতং দেবমেক বৃতং বেদ।।
➢ অথর্ব্ববেদ. ১৩/৪/২
বঙ্গানুবাদঃ- পরমাত্মা এক, তিনি ছাড়া কেহই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম বা দশম ঈশ্বর বলিয়া অভিহিত হয় না। যিনি তাঁহাকে শুধু এক বলিয়া জানেন তিনিই তাঁহাকে প্রাপ্ত হন। এক ঈশ্বর চিন্তন জ্ঞানীর, বহু ঈশ্বরের ধারণা মুর্খের।
ইন্দ্রং মিত্রং বরুণ মগ্নি মাহু,
রথো দিব্যঃ স সুপর্ণো গরুত্মান।
একং সদ্বিপ্রা বহুধা বদন্ত্যগ্নিং যমং মাতরিশ্বানমাহুঃ।।
➢ ঋগ্বেদ. ১/১৬৪/৪৬।
বঙ্গানুবাদঃ- এক সত্তা পরব্রহ্মকে জ্ঞানীরা ইন্দ্র, মিত্র, বরুণ, অগ্নি, দিব্য, সুপর্ণ, গরুৎমান, যম, মাতরিশ্বা আদি বহু নামে অভিহিত করেন।
❏ সনাতনধর্ম পৃথিবীর সর্বপ্রথম একেশ্বরবাদী ধর্ম। এক ও অদ্বিতীয় স্রষ্টার কথা সনাতনধর্মই মানবজাতিকে সর্বপ্রথম বলেছে
পবিত্র বেদ বলছে,
★समेत विश्वे वर्चसा पनि बि एकौ विभुतिथिर्जनानाम् । स पूथ्य नूतनमाविसत् तं बनिरनु बावृतृ एकमित् पुरु।।
➢--(অথর্ববেদ ৭/২১/১)--
হে মানব! সবাই একত্রে অাস প্রার্থনার সাথে সেই জাগতিক ঐশ্বর্যময় ঈশ্বরের কাছে। তিনি এক ও অদ্বিতীয় , সর্বব্যাপী, সবার উপাস্য। তিনি শাশ্বত, তার মাধ্যমেই
সৃষ্টিচক্রে নতুন জগত প্রকাশিত হয় এবং পুনরায় (প্রলয়ের সময়) সবকিছু তার মধ্যেই ফিরে যায়।
.
★य एक इत तमु षटुहि कर्ष्टीनां विचर्षणिः |
पतिर्जज्ञे वर्षक्रतुः।।
➢--(ঋগ্বেদ. ৬/৪৫/১৬)--
.
যিনি এক ও অদ্বিতীয়, যিনি
মনুষ্যদের সর্ব্বদ্রষ্টা, যিনি সর্ব্বশক্তিমান ও
পালক একমাত্র তাঁহাকেই উপাসনা কর।
.
★ পরমাত্মা শাস্বত, নিশ্চল, এক ও অদ্বিতীয়।
➢ (যজুর্বেদ ৪০/৪)
.
★কেবল সেই এক ঈশ্বরের উপাসনা কর। অন্য কারো না
➢ (ঋগ্বেদ ৮/১/১)
.
.
এছাড়াও পবিত্র বেদের সহস্র মন্ত্রে এই এক ও অদ্বিতীয় ঈশ্বরের কথা বলা অাছে
Информация по комментариям в разработке