দ্বিতীয় বিশ্বযুদ্ধ | ইতিহাসের ভয়াবহতম অধ্যায় | আদ্যোপান্ত | World War II | Adyopanto

Описание к видео দ্বিতীয় বিশ্বযুদ্ধ | ইতিহাসের ভয়াবহতম অধ্যায় | আদ্যোপান্ত | World War II | Adyopanto

বিংশ শতকের দ্বিতীয় দশকে প্রথম বারের মত বিশ্বযুদ্ধের স্বাক্ষী হয়েছিল মানব সভ্যতা। ১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত স্থায়ী সেই যুদ্ধকে ঐ সময়ের প্রভাবশালীরা “সব সংঘাত বন্ধের যুদ্ধ”ও আখ্যা দিয়েছিলেন। প্রথম বিশ্বযুদ্ধ শেষে এমন রক্তক্ষয়ী ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে লীগ অব নেশন্স নামক একটি আন্তর্জাতিক সংগঠনও গড়ে তোলা হয়েছিল। এই সংগঠনটিকে বর্তমান জাতিসংঘের পূর্বসূরী বলা যেতে পারে।

তবে, ইতিহাসবিদদের ভাষ্য অনুযায়ী, ঐ প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিপর্বই পরবর্তী বিশ্বযুদ্ধের বীজ বপন করে গিয়েছিল। যার ধারাবাহিকতায় মাত্র দুই দশকের মধ্যেই পুরো পৃথিবীজুড়ে আবারো বিশ্বযুদ্ধের ডামাডোল বেজে উঠেছিল। সংগত কারণেই এই যুদ্ধটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামে পরিচিত। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধটি ছিল মানব ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ। আনুষ্ঠানিকভাবে ১৯৩৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত চলা এই যুদ্ধে পৃথিবীর কমপক্ষে ত্রিশটি দেশের প্রায় দশ কোটি মানুষ সরাসরি অংশ নিয়েছিলেন। আর যুদ্ধ শেষে সব মিলিয়ে প্রানহানির সংখ্যা ছিল সাড়ে আট কোটির বেশী। এর মধ্যে সাড়ে পাঁচ কোটির বেশী ছিলেন বেসামরিক নাগরিক।

আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাতসীদের দ্বারা নির্বিচারে ইহুদী নিধনের কার্যক্রমটি মানব ইতিহাসের অন্যতম বিষাদপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। হলোকাস্ট শীর্ষক এই জেনোসাইডে কমপক্ষে ৬০ লাখ ইহুদী ধর্মাবলম্বী মানুষকে হত্যা করেছিল নাৎসি বাহিনী।

আজ আপনাদের এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে বিস্তারিত জানাবো।

📌 সাবস্ক্রাইব করুন :    / adyopanto  
নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই "🔔" বেল আইকনে প্রেস করুন

💻 যুক্ত হোন:
ফেইসবুক:   / adyopanto  

💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com

📌 For Copyright Related Issues, please contact us:
[email protected]

Комментарии

Информация по комментариям в разработке