ছাত্রাবস্থায় ব্যাংকিং এবং সঞ্চয় | IDLC Online Finance Olympiad 2018

Описание к видео ছাত্রাবস্থায় ব্যাংকিং এবং সঞ্চয় | IDLC Online Finance Olympiad 2018

তুমি চাকরি না করলেও চাইলে নিজের জন্য ছাত্রাবস্থাতেই একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলতে পারো আর পেতে পারো ডেবিট কার্ড ব্যবহার থেকে শুরু করে অসংখ্য সুবিধা। 🙌😎

আর এই ভিডিওটি দেখে জিতে নিতে পারো ল্যাপটপ, মোবাইল ফোন, প্রয়োজনীয় শিক্ষা সামগ্রীসহ আকর্ষণীয় নানা উপহার। 🏆🎁📖

কিভাবে? তোমাদের ফাইন্যান্সের জ্ঞানকে শাণিয়ে নিতে প্রথমবারের মত শুরু হয়েছে দেশব্যাপী অনলাইন প্রতিযোগিতা - আইডিএলসি ফাইন্যান্স অলিম্পিয়াড (www.idlc.com/Olympiad) 🎓📖🏆

১৪ থেকে ২৪ বছর বয়সী শিক্ষার্থীরা অনলাইনে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতার প্রথম রাউন্ডে নির্বাচিতদেরকে নিয়ে অনুষ্ঠিত হবে আইডিএলসি ফাইন্যান্স অলিম্পিয়াডের গালা রাউন্ড। চূড়ান্ত বিজয়ীদের জন্য রয়েছে ল্যাপটপ, মোবাইল ফোন, প্রয়োজনীয় শিক্ষা সামগ্রীসহ আকর্ষণীয় নানা উপহার। 🎁👍🙌

তাহলে আর দেরী কেন? বিজয়ী হতে এখনি চলে যাও www.idlc.com/Olympiad এই লিংকে আর শেয়ার করে বন্ধুদেরকেও জানিয়ে দাও এই অসাধারণ সংবাদটি। 😁👇

Комментарии

Информация по комментариям в разработке