Boi Pora II Pramatha Chaudhuri (Easy as pie!) বই পড়া - প্রমথ চৌধুরী (সহজ ভাষায়)

Описание к видео Boi Pora II Pramatha Chaudhuri (Easy as pie!) বই পড়া - প্রমথ চৌধুরী (সহজ ভাষায়)

বর্তমান সময়ে বই পড়ার অনভ্যাসজনিত কারনে ছাত্রছাত্রীরা ভালোভাবে সাধুভাষা বোঝে না। তাদের কথা মাথায় রেখে আমাদের এই প্রচেষ্টা। আমরা চাই সহজ ভাষায় বাংলা সাহিত্যের সেরা সাহিত্যকর্মগুলো আপনাদের সামনে তুলে ধরতে। প্রমথ চৌধুরীর 'বই পড়া' প্রবন্ধটি আপনাদের সামনে সহজভাবে উপস্থিত করতে পেরে আমরা আনন্দিত।

পাঠ পরিচিতিঃ
বই পড়া’ প্রবন্ধটি প্রমথ চৌধুরীর 'প্রবন্ধ সংগ্রহ' থেকে নেয়া করা হয়েছে। একটি লাইব্রেরির বার্ষিক সভায় প্রবন্ধটি পঠিত হয়েছিল। শিক্ষা ব্যবস্থার ত্রুটির জন্য আমাদের লেখাপড়ার যে দুর্গতি ঘটছে তা সহজেই লক্ষণীয়। যা কিছু করলে টাকা-পয়সা উৎপাদন হয় না তাই এদেশে অবহেলিত। তাই লোকে বই পড়ে না। শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাওয়া শিক্ষা আমাদের জন্য যথেষ্ট নয়। প্রাতিষ্ঠানিক বইয়ের বাইরে বই না পড়লে মনের প্রসার বাড়ে না। এর জন্য প্রয়ােজন লাইব্রেরির। আমাদের দেশে বাধ্য না হলে লােকে বই পড়ে না। লাইব্রেরিতে লােকে নিজের পছন্দ অনুযায়ী বই পড়তে পারে। যা কিছু মানুষ ভালোবেসে করে তাতেই সে ভালো করবে এ তো বলাই বাহুল্য। পছন্দমতো পড়ে লোকে যথার্থ শিক্ষিত হয়ে উঠতে পারে। সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য বই পড়া আবশ্যক বলে লেখক মনে করেন। 'বই পড়া’ প্রবন্ধে প্রমথ চৌধুরী বই পড়ার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেছেন। প্রবন্ধটি এই শিক্ষাই দেয় যে, জাতির মানসিক বিকাশ ও সমৃদ্ধিতে বই পড়া, জ্ঞান ও সাহিত্যচর্চার কোনাে বিকল্প নেই।

আমাদের ফেইসবুক পেইজ এর লিংকঃ https://www.facebook.com/profile.php?...

Комментарии

Информация по комментариям в разработке