গীতগাউনি (Geet Gauni) - Documentary - Wedding song - Burdwan

Описание к видео গীতগাউনি (Geet Gauni) - Documentary - Wedding song - Burdwan

'মুসলিম বিয়ের গান' লোকসংস্কৃতির এক সমৃদ্ধ ধারা।
পশ্চিমবঙ্গের বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলার মুসলিম মেয়েরা বিয়ের আসরে হাতে ঢোল এবং পায়ে ঘুঙুর বেঁধে আসর মাতাতেন। গ্রামের সাধারণ ঘরের মহিলাদের দারা সৃষ্ট এই গানে যেমন মুসলিম সমাজের আর্থসামাজিক ও রাজনৈতিক চিত্র সুন্দরভাবে ধরা পরেছে তেমনি নরনারীর প্রেম-বিরহ, ব্যাথা- বেদনা, অভিমান, ঠাট্টা তামাশাও গানে প্রকাশ পেয়েছে।  বর্ধমান জেলাতে বিয়ের আসরে যারা এই গীত পরিবেশন করেন তাদের বলা হয় "গীতগাউনি"l

আমরা বর্ধমান জেলার নবগ্রামে একটা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম এবং সেখানে একজন সুদক্ষ গায়িকার কাছ থেকে বিয়ের কিছু গীত শোনার ও আড্ডা দেওয়ার সৌভাগ্য হয়েছিল। ওই শিল্পী যিনি নিজে গান লিখেছেন ও সুরও করেছেন। তার কথায় বিষণ্ণতার সুর স্পষ্ট। "এখন এই গান আর কেউ গায় না, তলিয়ে যাচ্ছে এই গান।"।
যে সকল শিল্পীরা এই গীত রচনা করেছিলেন তাদের এই লুপ্তপ্রায় সংস্কৃতিকে সম্মান জানিয়ে আমাদের এই তথ্যচিত্রের নাম দিলাম "গীতগাউনি"।

Комментарии

Информация по комментариям в разработке