ডিভোর্স হবে জেনেও কেন সৌরভ কে বিয়ে করেছিলেন মধুমিতা | Actress Madhumita Sarkar | NZ News 24

Описание к видео ডিভোর্স হবে জেনেও কেন সৌরভ কে বিয়ে করেছিলেন মধুমিতা | Actress Madhumita Sarkar | NZ News 24

বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রির ব্যস্ততম অভিনেত্রী হলেন ছোটপর্দার পাখি অভিনেত্রী মধুমিতা সরকার। তবে এখন তিনি পুরোদস্তুর সিনেমার নায়িকা।দিদি নম্বর ১’-এ মধুমিতার বেশ কয়েকবছর আগে বলা কথাগুলোই যেন ব্যুমেরাং হয়ে ফিরে এল। অনেকের দাবি ডিভোর্স নেবেন জেনেই বিয়ে করেছিলেন সৌরভ চক্রবর্তীকে। 

বাংলা সিনেমার অভিনেত্রীদের মধ্যে এই মুহূর্তে শুরুর দিকেই নাম আসে মধুমিতার। একের পর এক ছবি দিয়ে দর্শকমনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন ছোট পরদার পাখি! তবে, নায়িকার কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও কম কথা হয়নি একসময়। বিশেষ করে বিয়ে আর ডিভোর্স। একটা সময় টেলিপাড়ার অন্যতম ‘হ্যাপেনিং কপল’ ছিলেন সৌরভ-মধুমিতা। ‘বোঝে না সে বোঝে না’ চলাকালীনই প্রেমিক সৌরভ চক্রবর্তীর সঙ্গে চুপচাপ আইনি বিয়ে সেরে নিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু ২০১৯-এর শেষের দিকেই সামনে আসে এই জুটির বিচ্ছেদের খবর।
সম্প্রতি ‘দিদি নম্বর ১’-এর একটি ক্লিপিংস ভাইরাল হয়েছে। যেখানে এসেছিলেন মধুমিতা সরকার। অভিনেত্রীর কথা শুনে মনে হচ্ছে বিয়ের পরেই হয়তো সেটা প্রথম আসা সেখানে। আর রচনা বন্দ্যোপাধ্যায়ের ‘লোকজন না ডেকে বিয়ে করার কারণ’ প্রশ্নের উত্তরে মধুমিতার জবাব ছিল, ‘সেই কতগুলো টাকা খরচ করে লোককে খাওয়ানো। তারপর সেই ডিভোর্স হয়ে গেলে টাকাগুলো তো বেকার খরচ হবে। তারচেয়ে ওই টাকায় একটা বাড়ি কেনা ভালো।’

NZ News 24 এর সাথে থাকুন

ভিডিও লিংক :    • একসঙ্গে চায়ের আড্ডায় জায়েদ-নিপুন |...  

চ্যানেল লিংক :    / @nznews2483  

like the video...!!

share this video with your friends...!!

thanks for watching my video...!!

support my channel : NZ News 24

Комментарии

Информация по комментариям в разработке