পাঁচবিবি পাথরঘাটায় ঘোরাঘুরি পাঁচবিবি উপজেলা জয়পুরহাট।Panchbibi Patharghata Panchbibi Joypurhat.

Описание к видео পাঁচবিবি পাথরঘাটায় ঘোরাঘুরি পাঁচবিবি উপজেলা জয়পুরহাট।Panchbibi Patharghata Panchbibi Joypurhat.

বন্ধুরা এটি হচ্ছে পাথরঘাটা এটি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় অবস্থিত একটি দর্শনীয় স্থান।

চলুন জেনে আসি পাথরঘাটা সম্পর্কে:
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা সদর হতে ৫ কিলোমিটার পূর্বে তুলসী গঙ্গা নদীর পশ্চিম পাশে প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ পূর্ণ এলাকার নাম হচ্ছে পাথরঘাটা।

নদী পরিবেষ্টিত পাথরঘাটা স্থানীয়ভাবে কসবা, উচাই, ও মনিপুর নামে পরিচিত।

প্রায় ৯ থেকে ১০ কিলোমিটার এলাকা জুড়ে অসংখ্য প্রাচীন কীর্তির মধ্যে মৃৎপাত্রের ভগ্নাংশ খোদাই-করা শিলালিপি পাথরের ভগ্নাংশ পাথরের জন্য সম্ভবত এলাকাটি পাথরঘাটা নামে পরিচিত।

পাথরঘাটার মূলকেন্দ্রে মাত্র ২০০ গজ উত্তরে প্রাচীনকালের চার পার বাঁধানো একটি অগভীর জলাশয় আজও কালের সাক্ষী হয়ে আছে।

এখানে রয়েছে নিমাই পীরের মাজার নিমাই পীরের মাজারের পাশে একটি ডন্ড পোতা আছে এটা পীর সাহেবের আসা বলে পরিচিত।

এখানে চৈত মাসের প্রথম সপ্তাহে ইসালে সওয়াব ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


ঈসালে সওয়াবের কয়েকদিন পর এইখানে স্নান উপলক্ষে হাজার হাজার হিন্দু নর নারী সমাবেশ ঘটে এ উপলক্ষে এখানে এক বিশাল মেলা হয় এই মেলায় পাথরঘাটা মেলা নামে পরিচিত।



ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।



যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।



সবাইকে ধন্যবাদ।


#পাথরঘাটা_পাঁচবিবি_জয়পুরহাট
#পাথরঘাটা
#পাঁচবিবি
#জয়পুরহাট

Комментарии

Информация по комментариям в разработке