Vlog.. #7 বানিয়াচং রাজবাড়ী / বানিয়াচং সাগর দিঘি

Описание к видео Vlog.. #7 বানিয়াচং রাজবাড়ী / বানিয়াচং সাগর দিঘি

বানিয়াচং রাজবাড়ী / বানিয়াচং সাগর দিঘি


#ইতিহাস :-
বানিয়াচং রাজ্যটি গোবিন্দ সিংহ প্রতিষ্ঠা করেছিলেন। গোবিন্দ সিংহ পরবর্তীতে ধর্মান্তরীত হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন।তার ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে রয়েছে এক উল্লেখযোগ্য কাহিনী জানা যায়, জগন্নাথপুরকে বানিয়াচংয়ের সাথে একত্রিত করতে চাইলে প্রায়ই গোবিন্দ সিংহের জগন্নাথপুরের রাজা বিজয় সিংহের বিবাদ সৃষ্টি হত। এক পর্যায়ে বিজয় সিংহের সাথে গোবিন্দ সিংহের তুমুল যুদ্ধ হয়। যুদ্ধে বিজয় সিংহ পরাজিত হয়ে দিল্লির সম্রাট আওরঙ্গজেবের নিকট বিচার প্রার্থী হন। গোবিন্দ সিংহকে ধরে নেওয়ার জন্য দূত প্রেরণ করা হলে তিনি দূতকে পদাঘাত করেন।পরবর্তীতে গোবিন্দ সিংহ নিজের সাম্রাজ্যকে সুরক্ষিত করার জন্য তার লাউড় রাজ্যর রাজধানী বানিয়াচং এর চারদিকে নদীসম গড় খাই খনন করেন। এ খবরে চার্তুযের পন্থা অবলম্বন করে দিল্লি থেকে মনি বিক্রতা হিসেবে একদল লোক নৌকাযোগে বানিয়াচং রাজ্য প্রবেশ করে। মনি ক্রয়ের উদ্দেশ্য ব্যবসায়ীদের আমন্ত্রণে গোবিন্দ সিংহ নৌকায় আরোহণ করলে তাকে ধৃত করে রাজদরবারে নীত করা হয়। রাজ্য দখল ও দূত হত্যার জন্য তার প্রতি মৃত্যুদন্ডের আদেশ হয়। আদেশ রক্ষা করে গোবিন্দ সিংহ তার পন্ডিতের সাথে কথা বলার আরজ পেশ করেন, পন্ডিতকে বানিয়াচং থেকে নেয়া হয়। পন্ডিতের কথা মতো গোবিন্দ প্রাণ ভিক্ষা ও পুনরায় ধর্মীয় মতে বিচারটি করার আকুল আবেদন পেশ করেন। পন্ডিতের শেখানো কথায় গোবিন্দ সিংহ বলেন, আমি ইতিমধ্যেই হিন্দু থেকে মুসলমান হয়ে গিয়েছি। কলিমা পড়ানো হলো। গোবিন্দসিংহ বললেন,হিন্দু শাস্ত্র মতে মুসলমান হওয়া মৃত্যুর সমতুল্য। তখন দিল্লির সম্রাট হেসে বললেন" বিনায়ে জঙ্গ আস্ত আজা আয় হাবিবে মন" ইসলাম ধর্মে নবদীক্ষিত গোবিন্দ সিংহ হবিব খাঁ নাম ধারণ করেন এবং শাহী দরবার থেকে রাজ্যর সনদসহ শেখ, সৈয়দ , মোঘল,পাঠান, তাতীঁ, জেলে,কামার,কুমার সহ প্রায় তিনশ পরিবার নিয়ে বানিয়াচং এ প্রত্যাবর্তন করেন আনুমানিক ১৫৫৬ সালে তখন তিনি রাজবাড়ি পূর্ননির্মাণ করেন। এই বাড়ির ইতিহাস আইনি আকবরী, বাহারি স্থান ই গায়েবী, সিলেটের ইতিবৃত্ত এবং ঐতিহাসিক বানিয়াচং ও কিংবদন্তি, জালালাবাদের কথা, বানিয়াচং দর্পণ সহ অনেক গ্রন্হে উল্লেক রয়েছে।

  / one-man-army-vlogs-109030214290867  

   • Видео  

   • Видео  

  / abubakkor.siddquesunny.1  

Комментарии

Информация по комментариям в разработке